ETV Bharat / state

South 24 Pargana : প্রয়াত দক্ষিণ 24 পরগনার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি রমজান শেখ - ramjan seikh

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সংখ্যালঘু সেলের সভাপতি তথা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের স্বামী রমজান শেখ ৷

রমজান শেখ
রমজান শেখ
author img

By

Published : Aug 30, 2021, 12:09 PM IST

দক্ষিণ 24 পরগনা, 30 অগস্ট : বেশ কিছুদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না । কিন্তু তাই বলে এমন আকস্মিক মৃত্যু কেউ কল্পনা করেননি ৷ 56 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের স্বামী রমজান শেখ ।

বিষ্ণুপুর ও বাকরাহাট এলাকায় রাজনীতি শুরু করলেও 2009 সালে দক্ষিণ 24 পরগনা জেলার সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব নেন রমজান শেখ । জেলাজুড়ে বামবিরোধী আন্দোলন গড়ে তোলেন তিনি । অবশ্য তৃতীয়বার স্ত্রী সামিমা শেখ জেলা পরিষদ সভাধিপতি হলেও বছর দুয়েক ধরে তাঁর আর আগের মতো প্রভাব ছিল না ।
তাঁর বিরুদ্ধে দলের শীর্ষ স্তরে নানা অভিযোগ জমা পড়লেও নেতৃত্বের সুনজরে ছিলেন তিনি । রবিবার বিকেল তিনটে নাগাদ হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা ৷ ইনটেনসিভ কেয়ার ইউনিট ও ভেন্টিলেশন দিয়ে চিকিৎসকরা সমস্ত চেষ্টা করেও ব্যর্থ হন ৷ গতকাল রাত দশটা নাগাদ মারা যান রমজান শেখ ।

এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ-সহ হাসপাতালের বাইরে উপস্থিত বিষ্ণুপুর তথা বাকরাহাট এলাকার কয়েকশো নেতা কর্মী । খবর পেয়ে হাসপাতালে আসেন জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ শুভাশিস চক্রবর্তী, দুই বিধায়ক শওকত মোল্লা ও ফিরদৌসি বেগম, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র প্রমুখ ।

সোমবার দুপুরে নমাজের পর বাকরাহাটে কবর দেওয়া হবে প্রয়াত নেতাকে । রমজানের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : Buddhadeb Guha : প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ

দক্ষিণ 24 পরগনা, 30 অগস্ট : বেশ কিছুদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না । কিন্তু তাই বলে এমন আকস্মিক মৃত্যু কেউ কল্পনা করেননি ৷ 56 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের স্বামী রমজান শেখ ।

বিষ্ণুপুর ও বাকরাহাট এলাকায় রাজনীতি শুরু করলেও 2009 সালে দক্ষিণ 24 পরগনা জেলার সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব নেন রমজান শেখ । জেলাজুড়ে বামবিরোধী আন্দোলন গড়ে তোলেন তিনি । অবশ্য তৃতীয়বার স্ত্রী সামিমা শেখ জেলা পরিষদ সভাধিপতি হলেও বছর দুয়েক ধরে তাঁর আর আগের মতো প্রভাব ছিল না ।
তাঁর বিরুদ্ধে দলের শীর্ষ স্তরে নানা অভিযোগ জমা পড়লেও নেতৃত্বের সুনজরে ছিলেন তিনি । রবিবার বিকেল তিনটে নাগাদ হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা ৷ ইনটেনসিভ কেয়ার ইউনিট ও ভেন্টিলেশন দিয়ে চিকিৎসকরা সমস্ত চেষ্টা করেও ব্যর্থ হন ৷ গতকাল রাত দশটা নাগাদ মারা যান রমজান শেখ ।

এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ-সহ হাসপাতালের বাইরে উপস্থিত বিষ্ণুপুর তথা বাকরাহাট এলাকার কয়েকশো নেতা কর্মী । খবর পেয়ে হাসপাতালে আসেন জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ শুভাশিস চক্রবর্তী, দুই বিধায়ক শওকত মোল্লা ও ফিরদৌসি বেগম, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র প্রমুখ ।

সোমবার দুপুরে নমাজের পর বাকরাহাটে কবর দেওয়া হবে প্রয়াত নেতাকে । রমজানের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : Buddhadeb Guha : প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.