ETV Bharat / state

Suvendu Adhikari Meeting: হাইকোর্টের অনুমতি পেতেই ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার প্রস্তুতি শুরু - Suvendu adhikaris meeting in diamond harbour

ডায়মন্ড হারবারে 3 ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিল হাইকোর্ট ৷ তারপরই শুরু সভামঞ্চ তৈরির প্রস্তুতি ৷ ডায়মন্ড হারবারে লাইট হাউস মাঠে অনুষ্ঠিত হবে এই সভা(Suvendu Adhikari Meeting)৷

ETV Bharat
হাইকোর্টের অনুমতি পেতেই ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার প্রস্তুতি শুরু
author img

By

Published : Dec 2, 2022, 4:26 PM IST

ডায়মন্ড হারবার, 2 ডিসেম্বর: যুযুধান দু’পক্ষ একইদিনে একে অপরের গড়ে রাজনৈতিক সভা করবে ৷ 3 ডিসেম্বর শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Preparation for Suvendu Adhikari Meeting at Diamond Harbour After Obtaining the High Court Permission)। শনিবার ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে সভা করবেন তিনি । শুক্রবার ন্যূনতম শর্তসাপেক্ষে জনসভার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ।

যদিও এক্ষেত্রে কড়া নির্দেশ, সাধারণ মানুষের অসুবিধা না করে, শব্দবিধি মেনে সভা করতে হবে । দক্ষিণ 24 পরগনায় কুলপির দলনঘাটা এলাকার একটি মাঠে শনিবার বিরোধী দলনেতার জনসভার পরিকল্পনা ছিল । সেইমতো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জামও চলে আসে । পরে আইনি জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মাঠের সমস্যা নিয়ে যে আবেদন করা হয়েছিল, তা উচ্চ আদালতে মঞ্জুর হয়েছে । তাই সভা করার অনুমতি দেওয়া হয়নি। তারপর শুক্রবার লাইট হাউস মাঠে সভা করার অনুমতি দেওয়া হয় ৷

আরও পড়ুন : ডিসেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ ! শনিতে একে-অপরের গড়ে অভিষেক-শুভেন্দু

এই বিষয়ে ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক হালদার জানান, সভার জন্য বিকল্প মাঠ খোঁজা হচ্ছিল । তার মধ্যেই শুক্রবার আদালত জানিয়ে দেয়, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে শুভেন্দু সভা করতে পারবেন ।

হাইকোর্টের অনুমতি পেতেই ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার প্রস্তুতি শুরু

হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই সভার প্রস্তুতির কাজ শুরু হয়েছে । শুভেন্দুর সভার আগে ডায়মন্ড হারবার শহর মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা দিয়ে । এই বিষয়ে ডায়মন্ড হারবার 2 ব্লকের সভাপতি অরুময় গায়েন বলেন, "তৃণমূল শুভেন্দুর সভাকে বানচাল করার জন্য তৃণমূলের পতাকা লাগায়নি, আগামী 10 ডিসেম্বর ডায়মন্ড হারবার এমপি কাপ উপলক্ষে ডায়মন্ড হারবারে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই এমপি কাপের প্রস্তুতি হিসেবে ডায়মন্ড হারবার শহরে তৃণমূলের পতাকা ও ফেস্টুন লাগানোর কাজ তৃণমূল কর্মী-সমর্থকরা শুরু করে দিয়েছে ।"

অন্যদিকে, একই দিনে কাঁথিতে অধিকারীদের বাসভবন 'শান্তিকুঞ্জ'-এর 100 মিটারের মধ্যেই জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

আরও পড়ুন : শনিবারই অভিষেকের গড় ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভা, অনুমতি হাইকোর্টের

ডায়মন্ড হারবার, 2 ডিসেম্বর: যুযুধান দু’পক্ষ একইদিনে একে অপরের গড়ে রাজনৈতিক সভা করবে ৷ 3 ডিসেম্বর শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Preparation for Suvendu Adhikari Meeting at Diamond Harbour After Obtaining the High Court Permission)। শনিবার ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে সভা করবেন তিনি । শুক্রবার ন্যূনতম শর্তসাপেক্ষে জনসভার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ।

যদিও এক্ষেত্রে কড়া নির্দেশ, সাধারণ মানুষের অসুবিধা না করে, শব্দবিধি মেনে সভা করতে হবে । দক্ষিণ 24 পরগনায় কুলপির দলনঘাটা এলাকার একটি মাঠে শনিবার বিরোধী দলনেতার জনসভার পরিকল্পনা ছিল । সেইমতো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জামও চলে আসে । পরে আইনি জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মাঠের সমস্যা নিয়ে যে আবেদন করা হয়েছিল, তা উচ্চ আদালতে মঞ্জুর হয়েছে । তাই সভা করার অনুমতি দেওয়া হয়নি। তারপর শুক্রবার লাইট হাউস মাঠে সভা করার অনুমতি দেওয়া হয় ৷

আরও পড়ুন : ডিসেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ ! শনিতে একে-অপরের গড়ে অভিষেক-শুভেন্দু

এই বিষয়ে ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক হালদার জানান, সভার জন্য বিকল্প মাঠ খোঁজা হচ্ছিল । তার মধ্যেই শুক্রবার আদালত জানিয়ে দেয়, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে শুভেন্দু সভা করতে পারবেন ।

হাইকোর্টের অনুমতি পেতেই ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার প্রস্তুতি শুরু

হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই সভার প্রস্তুতির কাজ শুরু হয়েছে । শুভেন্দুর সভার আগে ডায়মন্ড হারবার শহর মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা দিয়ে । এই বিষয়ে ডায়মন্ড হারবার 2 ব্লকের সভাপতি অরুময় গায়েন বলেন, "তৃণমূল শুভেন্দুর সভাকে বানচাল করার জন্য তৃণমূলের পতাকা লাগায়নি, আগামী 10 ডিসেম্বর ডায়মন্ড হারবার এমপি কাপ উপলক্ষে ডায়মন্ড হারবারে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই এমপি কাপের প্রস্তুতি হিসেবে ডায়মন্ড হারবার শহরে তৃণমূলের পতাকা ও ফেস্টুন লাগানোর কাজ তৃণমূল কর্মী-সমর্থকরা শুরু করে দিয়েছে ।"

অন্যদিকে, একই দিনে কাঁথিতে অধিকারীদের বাসভবন 'শান্তিকুঞ্জ'-এর 100 মিটারের মধ্যেই জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

আরও পড়ুন : শনিবারই অভিষেকের গড় ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভা, অনুমতি হাইকোর্টের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.