ETV Bharat / state

সুন্দরবন রক্ষায় বিশ্ব পরিবেশ দিবসে প্রমীলা বাহিনীর ম্যানগ্রোভ রোপণ

বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বিদ্যাসাগর পল্লি, ঝড়খালি তিন নম্বর এলাকায় ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে আজ প্রমীলা বাহিনীরা ম্যানগ্রোভ চারা রোপণ করলেন । এদিন বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেন তাঁরা ।

সুন্দরবন রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে প্রমীলা বাহিনীর ম্যানগ্রোভ রোপণ
সুন্দরবন রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে প্রমীলা বাহিনীর ম্যানগ্রোভ রোপণ
author img

By

Published : Jun 5, 2021, 9:12 PM IST

ক্যানিং, 5 জুন : কথায় আছে যে নারী রাঁধে সে চুলও বাঁধে । আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রায় 100 জন প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে ।

বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বিদ্যাসাগর পল্লি, ঝড়খালি তিন নম্বর এলাকায় ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে আজ প্রমীলা বাহিনীরা ম্যানগ্রোভ চারা রোপণ করলেন । এদিন বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেন তাঁরা । সুন্দরবনের বুকে বিগত বছরগুলিতে একের পর এক আয়লা, বুলবুল, ফনি, আমফানের মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে । আর তার থেকে সুন্দরবনকে বাঁচিয়ে এসেছে এই ম্যানগ্রোভ অরণ্য ৷

অপর দিকে গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সুন্দরবনবাসী । সেই কারণেই সুন্দরবনকে বাঁচাতে কোমড় বেঁধে নেমে পড়লেন প্রমীলা বাহিনী । একদিকে যেমন রান্নাঘর সামলাচ্ছেন, অন্য দিকে নদীবাঁধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নদীর চরে ম্যানগ্রোভ চারা গাছ রোপণ করছেন ।

প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে

আরও পড়ুন : ভাঙড়ে অবৈধ নির্মাণ ভেঙে গাছ লাগাল পুলিশ

1973 সালে 5 জুন তারিখটিকে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে । 1974 সাল থেকে প্রতি বছর দিনটি বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা অতিমারির পর মানব সভ্যতা বুঝতে পারছে মানব জীবনে গাছ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । চলছে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ ৷

ক্যানিং, 5 জুন : কথায় আছে যে নারী রাঁধে সে চুলও বাঁধে । আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রায় 100 জন প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে ।

বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বিদ্যাসাগর পল্লি, ঝড়খালি তিন নম্বর এলাকায় ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে আজ প্রমীলা বাহিনীরা ম্যানগ্রোভ চারা রোপণ করলেন । এদিন বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেন তাঁরা । সুন্দরবনের বুকে বিগত বছরগুলিতে একের পর এক আয়লা, বুলবুল, ফনি, আমফানের মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে । আর তার থেকে সুন্দরবনকে বাঁচিয়ে এসেছে এই ম্যানগ্রোভ অরণ্য ৷

অপর দিকে গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সুন্দরবনবাসী । সেই কারণেই সুন্দরবনকে বাঁচাতে কোমড় বেঁধে নেমে পড়লেন প্রমীলা বাহিনী । একদিকে যেমন রান্নাঘর সামলাচ্ছেন, অন্য দিকে নদীবাঁধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নদীর চরে ম্যানগ্রোভ চারা গাছ রোপণ করছেন ।

প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে

আরও পড়ুন : ভাঙড়ে অবৈধ নির্মাণ ভেঙে গাছ লাগাল পুলিশ

1973 সালে 5 জুন তারিখটিকে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে । 1974 সাল থেকে প্রতি বছর দিনটি বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা অতিমারির পর মানব সভ্যতা বুঝতে পারছে মানব জীবনে গাছ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । চলছে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.