ETV Bharat / state

সুন্দরবন রক্ষায় বিশ্ব পরিবেশ দিবসে প্রমীলা বাহিনীর ম্যানগ্রোভ রোপণ - প্রমীলা বাহিনী

বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বিদ্যাসাগর পল্লি, ঝড়খালি তিন নম্বর এলাকায় ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে আজ প্রমীলা বাহিনীরা ম্যানগ্রোভ চারা রোপণ করলেন । এদিন বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেন তাঁরা ।

সুন্দরবন রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে প্রমীলা বাহিনীর ম্যানগ্রোভ রোপণ
সুন্দরবন রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে প্রমীলা বাহিনীর ম্যানগ্রোভ রোপণ
author img

By

Published : Jun 5, 2021, 9:12 PM IST

ক্যানিং, 5 জুন : কথায় আছে যে নারী রাঁধে সে চুলও বাঁধে । আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রায় 100 জন প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে ।

বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বিদ্যাসাগর পল্লি, ঝড়খালি তিন নম্বর এলাকায় ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে আজ প্রমীলা বাহিনীরা ম্যানগ্রোভ চারা রোপণ করলেন । এদিন বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেন তাঁরা । সুন্দরবনের বুকে বিগত বছরগুলিতে একের পর এক আয়লা, বুলবুল, ফনি, আমফানের মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে । আর তার থেকে সুন্দরবনকে বাঁচিয়ে এসেছে এই ম্যানগ্রোভ অরণ্য ৷

অপর দিকে গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সুন্দরবনবাসী । সেই কারণেই সুন্দরবনকে বাঁচাতে কোমড় বেঁধে নেমে পড়লেন প্রমীলা বাহিনী । একদিকে যেমন রান্নাঘর সামলাচ্ছেন, অন্য দিকে নদীবাঁধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নদীর চরে ম্যানগ্রোভ চারা গাছ রোপণ করছেন ।

প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে

আরও পড়ুন : ভাঙড়ে অবৈধ নির্মাণ ভেঙে গাছ লাগাল পুলিশ

1973 সালে 5 জুন তারিখটিকে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে । 1974 সাল থেকে প্রতি বছর দিনটি বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা অতিমারির পর মানব সভ্যতা বুঝতে পারছে মানব জীবনে গাছ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । চলছে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ ৷

ক্যানিং, 5 জুন : কথায় আছে যে নারী রাঁধে সে চুলও বাঁধে । আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রায় 100 জন প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে ।

বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বিদ্যাসাগর পল্লি, ঝড়খালি তিন নম্বর এলাকায় ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে আজ প্রমীলা বাহিনীরা ম্যানগ্রোভ চারা রোপণ করলেন । এদিন বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেন তাঁরা । সুন্দরবনের বুকে বিগত বছরগুলিতে একের পর এক আয়লা, বুলবুল, ফনি, আমফানের মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে । আর তার থেকে সুন্দরবনকে বাঁচিয়ে এসেছে এই ম্যানগ্রোভ অরণ্য ৷

অপর দিকে গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সুন্দরবনবাসী । সেই কারণেই সুন্দরবনকে বাঁচাতে কোমড় বেঁধে নেমে পড়লেন প্রমীলা বাহিনী । একদিকে যেমন রান্নাঘর সামলাচ্ছেন, অন্য দিকে নদীবাঁধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নদীর চরে ম্যানগ্রোভ চারা গাছ রোপণ করছেন ।

প্রমীলা বাহিনী বিদ্যাধরী নদীর চরে নেমে পড়লেন ম্যানগ্রোভ চারা গাছ রোপণে

আরও পড়ুন : ভাঙড়ে অবৈধ নির্মাণ ভেঙে গাছ লাগাল পুলিশ

1973 সালে 5 জুন তারিখটিকে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে । 1974 সাল থেকে প্রতি বছর দিনটি বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে । একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা অতিমারির পর মানব সভ্যতা বুঝতে পারছে মানব জীবনে গাছ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । চলছে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.