ETV Bharat / state

লাগামছাড়া রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র - খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকা

রাজ্যজুড়ে দলের কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসের খবর এসেই চলেছে ৷

ভাঙচুর চালানো হয় বাড়িতে
ভাঙচুর চালানো হয় বাড়িতে
author img

By

Published : May 7, 2021, 1:49 PM IST

দক্ষিণ 24 পরগনা, 7 মে : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ গ্রহণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ জয়ের পরপরই তিনি দলের কর্মী সমর্থকের বার্তা দিয়েছিলেন রাজ্যজুড়ে শান্তি বজায় রাখতে ৷

দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হলেন তৃণমূলের কর্মী সমর্থক ৷ এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করলেও খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশি ভোট পায় বিজেপি । তারপরই এলাকার নানা জায়গায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ । ওই পঞ্চায়েতের হরপুরে তৃণমূল কর্মী গৌতম মণ্ডলকে মারধর করা হয়, বাদ যাননি বাড়ির মহিলারা, এমনকি এক প্রতিবন্ধী নাবালিকাও । তাঁর বাড়ি, ঠাকুরঘরে কিছু অংশেও ভাঙচুর চালানো হয় ৷

আরো পড়ুন: হাসপাতাল চত্বরেই উদ্ধার নিখোঁজ করোনা রোগীর দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা তৃণমূলকে ভোট দেওয়াতেই তাদের উপর এই হামলা । এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মী দুধকুমার মণ্ডল, সুশীল মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও মনোজিত মণ্ডলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে । তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের সন্ধানে তল্লশি চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

দক্ষিণ 24 পরগনা, 7 মে : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ গ্রহণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ জয়ের পরপরই তিনি দলের কর্মী সমর্থকের বার্তা দিয়েছিলেন রাজ্যজুড়ে শান্তি বজায় রাখতে ৷

দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হলেন তৃণমূলের কর্মী সমর্থক ৷ এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করলেও খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশি ভোট পায় বিজেপি । তারপরই এলাকার নানা জায়গায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ । ওই পঞ্চায়েতের হরপুরে তৃণমূল কর্মী গৌতম মণ্ডলকে মারধর করা হয়, বাদ যাননি বাড়ির মহিলারা, এমনকি এক প্রতিবন্ধী নাবালিকাও । তাঁর বাড়ি, ঠাকুরঘরে কিছু অংশেও ভাঙচুর চালানো হয় ৷

আরো পড়ুন: হাসপাতাল চত্বরেই উদ্ধার নিখোঁজ করোনা রোগীর দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা তৃণমূলকে ভোট দেওয়াতেই তাদের উপর এই হামলা । এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মী দুধকুমার মণ্ডল, সুশীল মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও মনোজিত মণ্ডলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে । তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের সন্ধানে তল্লশি চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.