ETV Bharat / state

যশ বিধ্বস্ত কুলতলিতে পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন - Kultali police community kitchen

যশ বিধ্বস্ত কুলতলিতে সোমবার আর একটি কমিউনিটি কিচেন চালু হল পুলিশের উদ্যোগে ৷ এছাড়াও এদিন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনীরাও ত্রাণ বিলি করেন এলাকায় ৷ তাঁরা 500 পরিবারকে ত্রাণ দেন ৷

কুলতলিতে ত্রাণ বিলি
কুলতলিতে ত্রাণ বিলি
author img

By

Published : Jun 7, 2021, 5:33 PM IST

কুলতলি, 7 জুন : কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াল পুলিশ । ঘূর্ণিঝড় যশ বিধ্বস্ত কুলতলির মানুষের জন্য সপ্তাহব্যাপী কমিউনিটি কিচেন চালাচ্ছে কুলতলির মৈপীঠ কোস্টাল থানার পুলিশ । মৈপীঠ কোস্টালের ওসি প্রদীপ পালের উদ্যোগে প্রতিদিন এক হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে । সোমবার কুলতলিতে বারুইপুর মহিলা থানার উদ্যোগে আরও একটি কমিউনিটি কিচেন শুরু হল ৷ এদিন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনীরাও এসে 500 পরিবারের মধ্যে ত্রাণ বিলি করেন ৷

কুলতলিতে আগেই পুলিশের উদ্যোগে চালু হয় কমিউনিটি কিচেন ৷ সোমবার সেখানে আরেকটি নতুন কমিউনিটি কিচেন শুরু হল বারুইপুর মহিলা থানার উদ্যোগে । মহিলা থানার ওসি কাকলি ঘোষ কুন্ডু নিজে গ্রামে উপস্থিত থেকে এই কমিউনিটি কিচেন চালু করলেন । এদিন সেখানে পাত পেড়ে খেলেন 500 মানুষ ।

সোমবার যশ বিধ্বস্ত কুলতলিতে পুলিশ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসিনীদের উদ্যোগে বিলি করা হল ত্রাণ ৷

পাশাপাশি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সারদা মিশনের উদ্যোগে কুলতলিতে ত্রাণ বিলি করা হল ৷ পূর্ব দেবীপুর গ্রামে এদিন 500 পরিবারকে চাল, ডাল, চিড়ে, বিস্কুট, লবণ, মশারি ও মাস্ক দেওয়া হল ৷ মিশনের সন্ন্যাসিনীরা জানান, এদিন ত্রাণ বিলি করার ক্ষেত্রে পুলিশ তাঁদের যথেষ্ট সাহায্য করেছে ৷ বলা বাহুল্য, একে করোনা তার ওপর আবার যশের প্রকোপে বিপুল ক্ষয়ক্ষতির মধ্যে পুলিশ ও মিশনের এহেন ব্যবস্থাপনায় খুশি এলাকার সাধারণ মানুষ ।

আরও পড়ুন : পাথরপ্রতিমার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল

কুলতলি, 7 জুন : কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াল পুলিশ । ঘূর্ণিঝড় যশ বিধ্বস্ত কুলতলির মানুষের জন্য সপ্তাহব্যাপী কমিউনিটি কিচেন চালাচ্ছে কুলতলির মৈপীঠ কোস্টাল থানার পুলিশ । মৈপীঠ কোস্টালের ওসি প্রদীপ পালের উদ্যোগে প্রতিদিন এক হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে । সোমবার কুলতলিতে বারুইপুর মহিলা থানার উদ্যোগে আরও একটি কমিউনিটি কিচেন শুরু হল ৷ এদিন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনীরাও এসে 500 পরিবারের মধ্যে ত্রাণ বিলি করেন ৷

কুলতলিতে আগেই পুলিশের উদ্যোগে চালু হয় কমিউনিটি কিচেন ৷ সোমবার সেখানে আরেকটি নতুন কমিউনিটি কিচেন শুরু হল বারুইপুর মহিলা থানার উদ্যোগে । মহিলা থানার ওসি কাকলি ঘোষ কুন্ডু নিজে গ্রামে উপস্থিত থেকে এই কমিউনিটি কিচেন চালু করলেন । এদিন সেখানে পাত পেড়ে খেলেন 500 মানুষ ।

সোমবার যশ বিধ্বস্ত কুলতলিতে পুলিশ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসিনীদের উদ্যোগে বিলি করা হল ত্রাণ ৷

পাশাপাশি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সারদা মিশনের উদ্যোগে কুলতলিতে ত্রাণ বিলি করা হল ৷ পূর্ব দেবীপুর গ্রামে এদিন 500 পরিবারকে চাল, ডাল, চিড়ে, বিস্কুট, লবণ, মশারি ও মাস্ক দেওয়া হল ৷ মিশনের সন্ন্যাসিনীরা জানান, এদিন ত্রাণ বিলি করার ক্ষেত্রে পুলিশ তাঁদের যথেষ্ট সাহায্য করেছে ৷ বলা বাহুল্য, একে করোনা তার ওপর আবার যশের প্রকোপে বিপুল ক্ষয়ক্ষতির মধ্যে পুলিশ ও মিশনের এহেন ব্যবস্থাপনায় খুশি এলাকার সাধারণ মানুষ ।

আরও পড়ুন : পাথরপ্রতিমার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.