ETV Bharat / state

Haridevpur Youth Body Recovered: অয়ন মণ্ডল খুনে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের - অয়ন মণ্ডল খুন

অয়ন মণ্ডল খুনে এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনার দিন প্রেমিকা ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন অয়ন ৷ যা দেখে রেগে গিয়ে ভারী বস্তু দিয়ে অয়নের মাথায় আঘাত করে প্রেমিকার ভাই (Ayan Death Case) ৷ শনিবার অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ ৷

Haridevpur Youth Body Recovered
অয়ন মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ
author img

By

Published : Oct 8, 2022, 5:18 PM IST

মগরাহাট, 8 অক্টোবর: বৃহস্পতিবার মগরাহাটের মাগুর পুকুরের রাস্তার পাশ থেকে একটি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে মগরাহাট থানার পুলিশ । অবশেষ যুবকের নাম জানা যায় । যুবকের নাম অয়ন মণ্ডল (Ayan Death Case) । যুবক খুনের ঘটনা তদন্ত শুরু করে 7 জনকে গ্রেফতার করা হয়েছে । শনিবার অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ । কীভাবে ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণটাই রেইকি করে দেখায় অভিযুক্তরা ।

মা এবং দিদির সঙ্গে অশালীন ব্যবহার করছিল মদ্যপ অয়ন মণ্ডল । তা দেখে রাগে ফেটে পড়ে প্রেমিকার ভাই । আর তার জেরেই মারধরে খুন হন হরিদেবপুরের যুবক । প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ । তবে ঠিক কী কারণে প্রেমিকা এবং তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন অয়ন ? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে । এই ঘটনায় অয়নের প্রেমিকা, বাবা, মা, ভাই, ভাইয়ের বন্ধু, গাড়িচালক-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: 'আমি সন্তান-সম্ভবা', অয়নের নিখোঁজ হওয়ার দিন তাঁর মা'কে জানায় বান্ধবী

পুলিশ সূত্রে খবর, অয়ন 5 অক্টোবর দশমীর দিন বাড়িতে জানান উদয়াচলের রামকান্তপুরে প্রেমিকার বাড়িতে যাচ্ছেন । শেষবার রাত 3টে নাগাদ টাবলু নামে এক বন্ধুর সঙ্গে কথা হয় । খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলেই ফোনে জানান । তবে বাড়ি আর ফেরেননি অয়ন । বিভিন্ন জায়গায় খোঁজখবরের পর অবশেষে একাদশীর বিকেলে পুলিশের দ্বারস্থ হন অয়নের বাবা অমর মণ্ডল । নিখোঁজ ডায়েরি করেন । এরপর মগরাহাটের পুলিশ ক্যাম্পের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷

অয়ন মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ

পুলিশ অয়নের প্রেমিকা, তার বাবা দীপক জানা, মা রুমা জানা, ভাইকে আটক করে জেরা শুরু করে । জেরায় কার্যত ভেঙে পড়েন অয়নের প্রেমিকার পরিবারের লোকজন । জানায়, মদ্যপ অবস্থায় দশমীর রাতে প্রেমিকার বাড়িতে যান অয়ন । সেই সময় অবশ্য প্রেমিকা বাড়িতে ছিল না । তাতে বিরক্ত হন ওই যুবক । প্রেমিকা ফিরে আসার পর তার সঙ্গে দুর্ব্যবহার করেন অয়ন । প্রেমিকার মা ওই গন্ডগোলের মাঝে জড়িয়ে পড়েন ।

ইতিমধ্যে প্রেমিকার ভাই বাড়িতে ঢোকে । মা এবং দিদির সঙ্গে অয়নকে দুর্ব্যবহার করতে দেখে মাথার ঠিক রাখতে পারেনি কিশোরীর ভাই । ভারী বস্তু দিয়ে অয়নের মাথায় আঘাত করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । ঘটনা জানাজানি যাতে না-হয় তাই দেহ লোপাটের পরিকল্পনা করে অয়নের প্রেমিকার পরিবারের লোকজন । প্রেমিকার ভাইয়ের বন্ধু রাহুল রায় এবং দীপজ্যোতি সাউ নামে দুই বন্ধুকে ফোন করে । তাদের সঙ্গে কথাবার্তা বলে একটি পণ্যবাহী গাড়ির বন্দোবস্ত করে । ওই গাড়িতে করে মগরাহাটে নিয়ে যাওয়া হয় দেহ । সেখানেই দেহ ফেলে রেখে পালিয়ে যায় সকলে ।

আরও পড়ুন: বৃহস্পতিবারই দেহ উদ্ধারের খবর লালবাজারে পাঠানো হয়, দাবি ডায়মন্ড হারবার জেলা পুলিশের

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হরিদেবপুর । তদন্তে নেমে পুলিশ অয়নের প্রেমিকা, প্রেমিকার বাবা দীপক জানা, মা রুমা জানা, নাবালক ভাই, ভাইয়ের বন্ধু রাহুল রায় ও গাড়িচালক সুজিত রায়কে গ্রেফতার করে । খুনের ঘটনার পর দীপজ্যোতি সাউ ভিনরাজ্যে পালিয়ে যায় । ওড়িশার জাজপুরের কাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ।

মগরাহাট, 8 অক্টোবর: বৃহস্পতিবার মগরাহাটের মাগুর পুকুরের রাস্তার পাশ থেকে একটি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে মগরাহাট থানার পুলিশ । অবশেষ যুবকের নাম জানা যায় । যুবকের নাম অয়ন মণ্ডল (Ayan Death Case) । যুবক খুনের ঘটনা তদন্ত শুরু করে 7 জনকে গ্রেফতার করা হয়েছে । শনিবার অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ । কীভাবে ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণটাই রেইকি করে দেখায় অভিযুক্তরা ।

মা এবং দিদির সঙ্গে অশালীন ব্যবহার করছিল মদ্যপ অয়ন মণ্ডল । তা দেখে রাগে ফেটে পড়ে প্রেমিকার ভাই । আর তার জেরেই মারধরে খুন হন হরিদেবপুরের যুবক । প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ । তবে ঠিক কী কারণে প্রেমিকা এবং তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন অয়ন ? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে । এই ঘটনায় অয়নের প্রেমিকা, বাবা, মা, ভাই, ভাইয়ের বন্ধু, গাড়িচালক-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: 'আমি সন্তান-সম্ভবা', অয়নের নিখোঁজ হওয়ার দিন তাঁর মা'কে জানায় বান্ধবী

পুলিশ সূত্রে খবর, অয়ন 5 অক্টোবর দশমীর দিন বাড়িতে জানান উদয়াচলের রামকান্তপুরে প্রেমিকার বাড়িতে যাচ্ছেন । শেষবার রাত 3টে নাগাদ টাবলু নামে এক বন্ধুর সঙ্গে কথা হয় । খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলেই ফোনে জানান । তবে বাড়ি আর ফেরেননি অয়ন । বিভিন্ন জায়গায় খোঁজখবরের পর অবশেষে একাদশীর বিকেলে পুলিশের দ্বারস্থ হন অয়নের বাবা অমর মণ্ডল । নিখোঁজ ডায়েরি করেন । এরপর মগরাহাটের পুলিশ ক্যাম্পের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷

অয়ন মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ

পুলিশ অয়নের প্রেমিকা, তার বাবা দীপক জানা, মা রুমা জানা, ভাইকে আটক করে জেরা শুরু করে । জেরায় কার্যত ভেঙে পড়েন অয়নের প্রেমিকার পরিবারের লোকজন । জানায়, মদ্যপ অবস্থায় দশমীর রাতে প্রেমিকার বাড়িতে যান অয়ন । সেই সময় অবশ্য প্রেমিকা বাড়িতে ছিল না । তাতে বিরক্ত হন ওই যুবক । প্রেমিকা ফিরে আসার পর তার সঙ্গে দুর্ব্যবহার করেন অয়ন । প্রেমিকার মা ওই গন্ডগোলের মাঝে জড়িয়ে পড়েন ।

ইতিমধ্যে প্রেমিকার ভাই বাড়িতে ঢোকে । মা এবং দিদির সঙ্গে অয়নকে দুর্ব্যবহার করতে দেখে মাথার ঠিক রাখতে পারেনি কিশোরীর ভাই । ভারী বস্তু দিয়ে অয়নের মাথায় আঘাত করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । ঘটনা জানাজানি যাতে না-হয় তাই দেহ লোপাটের পরিকল্পনা করে অয়নের প্রেমিকার পরিবারের লোকজন । প্রেমিকার ভাইয়ের বন্ধু রাহুল রায় এবং দীপজ্যোতি সাউ নামে দুই বন্ধুকে ফোন করে । তাদের সঙ্গে কথাবার্তা বলে একটি পণ্যবাহী গাড়ির বন্দোবস্ত করে । ওই গাড়িতে করে মগরাহাটে নিয়ে যাওয়া হয় দেহ । সেখানেই দেহ ফেলে রেখে পালিয়ে যায় সকলে ।

আরও পড়ুন: বৃহস্পতিবারই দেহ উদ্ধারের খবর লালবাজারে পাঠানো হয়, দাবি ডায়মন্ড হারবার জেলা পুলিশের

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হরিদেবপুর । তদন্তে নেমে পুলিশ অয়নের প্রেমিকা, প্রেমিকার বাবা দীপক জানা, মা রুমা জানা, নাবালক ভাই, ভাইয়ের বন্ধু রাহুল রায় ও গাড়িচালক সুজিত রায়কে গ্রেফতার করে । খুনের ঘটনার পর দীপজ্যোতি সাউ ভিনরাজ্যে পালিয়ে যায় । ওড়িশার জাজপুরের কাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.