ETV Bharat / state

মানবিক মুখ পুলিশ অফিসারের, দুস্থদের হাতে তুলে দিলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

লকডাউনের সময় অসহায়দের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দিতে দেখা গেল দক্ষিণ 24 পরগনার রামনগর থানার SI আবুল মিরজানকে ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 26, 2020, 6:00 PM IST

রামনগর , 26 মার্চ : লকডাউনের সময় একাধিক এলাকায় দেখা গেছে যে, জমায়েত ভাঙতে চলেছে পুলিশের লাঠিচার্জ । কিন্তু এর পাশাপাশি দেখা গেল পুলিশের মানবিক মুখও । জরুরি অবস্থার নজরদারিতে অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছেন দক্ষিণ 24 পরগনার রামনগর থানার SI আবুল মিরজান ।

আজ সকালে রামনগর থানা এলাকার পানার মোড়ে কর্তব্যরত অবস্থায় অসহায়দের সাহায্য করতে দেখা যায় SI আবুল মিরজানকে ৷ রাস্তায় কয়েকজন অসহায় ব্যক্তিকে আটকালে তাঁরা নিজেদের অবস্থার কথা জানান ৷ এরপরই আবুল মিরজান নিজের উদ্যোগে চাল, ডাল, তেল আলু সহ তাঁদের হাতে তুলে দেন ।

পাশাপাশি ওই পুলিশকর্মী জানান দেশের জরুরি অবস্থায় এই সব মানুষদের পাশে তিনি তাঁর ক্ষমতা অনুযায়ী সামান্য সাহায্য করছেন । এরই সঙ্গে প্রত্যেককেই সমাজের এই সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান করেছেন তিনি৷

দেখুন ভিডিয়ো

রামনগর , 26 মার্চ : লকডাউনের সময় একাধিক এলাকায় দেখা গেছে যে, জমায়েত ভাঙতে চলেছে পুলিশের লাঠিচার্জ । কিন্তু এর পাশাপাশি দেখা গেল পুলিশের মানবিক মুখও । জরুরি অবস্থার নজরদারিতে অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছেন দক্ষিণ 24 পরগনার রামনগর থানার SI আবুল মিরজান ।

আজ সকালে রামনগর থানা এলাকার পানার মোড়ে কর্তব্যরত অবস্থায় অসহায়দের সাহায্য করতে দেখা যায় SI আবুল মিরজানকে ৷ রাস্তায় কয়েকজন অসহায় ব্যক্তিকে আটকালে তাঁরা নিজেদের অবস্থার কথা জানান ৷ এরপরই আবুল মিরজান নিজের উদ্যোগে চাল, ডাল, তেল আলু সহ তাঁদের হাতে তুলে দেন ।

পাশাপাশি ওই পুলিশকর্মী জানান দেশের জরুরি অবস্থায় এই সব মানুষদের পাশে তিনি তাঁর ক্ষমতা অনুযায়ী সামান্য সাহায্য করছেন । এরই সঙ্গে প্রত্যেককেই সমাজের এই সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান করেছেন তিনি৷

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.