ETV Bharat / state

সোনারপুরে মাদকবিরোধী মিছিলে পা টলমল 'মত্ত' IC-র, সাসপেন্ড ! - সোনারপুর

মাদকবিরোধী প্রচার মিছিলে মদ্যপ অবস্থায় হাঁটলেন সোনারপুর থানার IC অসিতবরণ কুইলা । তাঁকে সাসপেন্ড করা হয়েছে ।

পুলিশ
author img

By

Published : Jun 27, 2019, 5:41 PM IST

Updated : Jun 27, 2019, 5:52 PM IST

সোনারপুর, 27 জুন : থানার উদ্যোগে চলছে মাদকবিরোধী প্রচার মিছিল । আর সেখানেই মত্ত অবস্থায় দেখা গেল সোনারপুর থানার IC অসিতবরণ কুইলাকে । এই ঘটনায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে ।

আজ সোনারপুর থানার উদ্যোগে মাদক বিরোধী প্রচারের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন বারুইপুরের SP রশিদ মুনির খান । ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা । তাঁদের সামনেই রীতিমতো মদ্যপান করে প্রচারে অংশ নেন সোনারপুর থানার IC । কখনও টলমল পায়ে হাঁটছেন । কখনও বা প্রচারে অংশ নেওয়া এক ব্যক্তিকে মারছেন চাপড় ।

মদ্যপ অবস্থায় মিছিলে সোনারপুর থানার IC

বিষয়টি সামনে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয় । তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন ভাঙড় থানার IC সৌগত রায় । আপাতত তিনিই এই দায়িত্ব সামলাবেন ।

সোনারপুর, 27 জুন : থানার উদ্যোগে চলছে মাদকবিরোধী প্রচার মিছিল । আর সেখানেই মত্ত অবস্থায় দেখা গেল সোনারপুর থানার IC অসিতবরণ কুইলাকে । এই ঘটনায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে ।

আজ সোনারপুর থানার উদ্যোগে মাদক বিরোধী প্রচারের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন বারুইপুরের SP রশিদ মুনির খান । ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা । তাঁদের সামনেই রীতিমতো মদ্যপান করে প্রচারে অংশ নেন সোনারপুর থানার IC । কখনও টলমল পায়ে হাঁটছেন । কখনও বা প্রচারে অংশ নেওয়া এক ব্যক্তিকে মারছেন চাপড় ।

মদ্যপ অবস্থায় মিছিলে সোনারপুর থানার IC

বিষয়টি সামনে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয় । তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন ভাঙড় থানার IC সৌগত রায় । আপাতত তিনিই এই দায়িত্ব সামলাবেন ।


New Delhi, June 27, ANI: Sanjay Dutt's struggle with drug addiction is not a hidden reality. From fighting the addiction to emerging victorious, the actos has been open about it all. On World Drug Day, Sanjay shared a video for his social media followers, asking people to not to listen to people who offer them any kind of drugs. Having been a victim of drug abuse myself, I feel responsible to do my bit in spreading awareness about this menace. It was a moving experience to initiate the Drug Free India campaign earlier this year with guruji Sri Sri Ravi Shankar. Today on World Drug Day, let us continue our mission," he wrote in the caption. In the video, the actor shares his own experience with addiction and urged people to say no to drugs. Sanjay's struggles with drug and alcohol addiction during the initial years of his Bollywood career were portrayed in his biopic 'Sanju' starring Ranbir Kapoor. On the work front, Sanjay was last seen in Abhishek Varman's multi-starrer drama 'Kalank'. He will be featuring next in 'Panipat' by Ashutosh Gowariker, 'Torbaaz' and 'Prassthanam'.

Last Updated : Jun 27, 2019, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.