ETV Bharat / state

Corruption Arrest : আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল প্রধানের স্বামী ও উপপ্রধান - আর্থিক দুর্নীতি

তৃণমূল প্রধানের স্বামী ও উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৷ 100 দিনের কাজে দুর্নীতি এবং তহবিল তছরুপের অভিযোগ ওঠে দু’জনের বিরুদ্ধে ৷ শুক্রবার দু’জনকেই গ্রেফতার করে পুলিশ ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার-2 ব্লকের এই ঘটনায় ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷

police arrested two TMC leaders in charge of corruption in Diamond Harbour
Corruption Arrest : আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল প্রধানের স্বামী ও উপপ্রধান
author img

By

Published : Aug 7, 2021, 2:39 PM IST

ডায়মন্ড হারবার, 7 অগস্ট : 100 দিনের কাজে দুর্নীতি এবং তহবিল তছরুপ ৷ এই দুই অভিযোগে পুলিশের জালে পঞ্চায়েত প্রধানের স্বামী ৷ গ্রেফতার করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকেও ৷ দু’জনেই শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ৷ ধৃতরা হলেন মনসুর দফতরি এবং হাসানুজ্জামান মোল্লা ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার-2 ব্লকের এই ঘটনায় ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযুক্তদের আগেই দল থেকে পদত্যাগ করানো হয়েছে ৷ আইন আইনের পথেই চলবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার-2 ব্লকের তৃণমূল সভাপতি অরুময় গায়েন ৷ দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছে বিজেপিও ৷

আরও পড়ুন : Rakhal Bera: কীভাবে ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা, প্রশ্ন হাইকোর্টের

ডায়মন্ড হারবার-2 ব্লকের পাতড়া গ্রাম পঞ্চায়েত ৷ রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের হাতে থাকা এই পঞ্চায়েতের প্রধান সাবেরা বিবি ৷ সম্প্রতি তাঁর স্বামী মনসুর দফতরির বিরুদ্ধে 100 দিনের কাজে দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগ ওঠে ৷ শুক্রবার তাঁকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ৷ একই অভিযোগে গ্রেফতার করা হয় পাতড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসানুজ্জামান মোল্লাকেও ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারাই অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগের তদন্তে নেমে যথেষ্ট তথ্যপ্রমাণ হাতে আসে পুলিশের ৷ তারই ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ ডায়মন্ড হারবারের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) মিতুন দে এই প্রসঙ্গে জানান, ‘‘ধৃতদের বিরুদ্ধে সাধারণ মানুষ বহুবার অভিযোগ জানিয়েছেন ৷ ওঁদের বিরুদ্ধে তদন্ত চলছে ৷ তদন্তের ভিত্তিতেই ওঁদের গ্রেফতার করা হয়েছে ৷’’

আইন আইনের পথেই চলবে ৷ দলের দুই নেতার গ্রেফতারি প্রসঙ্গে মত ডায়মন্ড হারবার-2 ব্লকর তৃণমূল সভাপতির ৷

গোটা ঘটনায় বেকায়দায় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তবে বিরোধীরা এ নিয়ে কোমর বেঁধে মাঠে নামার আগেই পরিস্থিতি অনুকূলে আনার প্রচেষ্টা শুরু করে দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ ডায়মন্ড হারবার-2 ব্লকের তৃণমূল সভাপতি অরুময় গায়েনের এই প্রসঙ্গে বক্তব্য হল, তৃণমূল কংগ্রেস কোনও দুর্নীতি বরদাস্ত করে না ৷ যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা দলকে কালিমালিপ্ত করছেন ৷ সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত দু’জনকেই দল থেকে পদত্যাগ করানো হয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে ৷ আইন আইনের পথে চলবে ৷ অভিযুক্তরা দোষী হলে আইনি পথেই সাজা পাবেন ৷

আরও পড়ুন : জন বারলা সহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

তবে তৃণমূল নেতৃত্ব যাই বলুক, তাতে বিতর্ক থেমে থাকেনি ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করে দিয়েছে গেরুয়াশিবির ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে ধৃতদের কঠোর শাস্তি দাবি করা হয়েছে ৷ স্থানীয় বিজেপি নেতা দেবাংশু পন্ডার দাবি, এই এলাকায় এমন ঘটনা নজিরবিহীন ৷

ডায়মন্ড হারবার, 7 অগস্ট : 100 দিনের কাজে দুর্নীতি এবং তহবিল তছরুপ ৷ এই দুই অভিযোগে পুলিশের জালে পঞ্চায়েত প্রধানের স্বামী ৷ গ্রেফতার করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকেও ৷ দু’জনেই শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ৷ ধৃতরা হলেন মনসুর দফতরি এবং হাসানুজ্জামান মোল্লা ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার-2 ব্লকের এই ঘটনায় ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযুক্তদের আগেই দল থেকে পদত্যাগ করানো হয়েছে ৷ আইন আইনের পথেই চলবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার-2 ব্লকের তৃণমূল সভাপতি অরুময় গায়েন ৷ দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছে বিজেপিও ৷

আরও পড়ুন : Rakhal Bera: কীভাবে ফের গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা, প্রশ্ন হাইকোর্টের

ডায়মন্ড হারবার-2 ব্লকের পাতড়া গ্রাম পঞ্চায়েত ৷ রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের হাতে থাকা এই পঞ্চায়েতের প্রধান সাবেরা বিবি ৷ সম্প্রতি তাঁর স্বামী মনসুর দফতরির বিরুদ্ধে 100 দিনের কাজে দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগ ওঠে ৷ শুক্রবার তাঁকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ৷ একই অভিযোগে গ্রেফতার করা হয় পাতড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসানুজ্জামান মোল্লাকেও ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারাই অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগের তদন্তে নেমে যথেষ্ট তথ্যপ্রমাণ হাতে আসে পুলিশের ৷ তারই ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ ডায়মন্ড হারবারের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) মিতুন দে এই প্রসঙ্গে জানান, ‘‘ধৃতদের বিরুদ্ধে সাধারণ মানুষ বহুবার অভিযোগ জানিয়েছেন ৷ ওঁদের বিরুদ্ধে তদন্ত চলছে ৷ তদন্তের ভিত্তিতেই ওঁদের গ্রেফতার করা হয়েছে ৷’’

আইন আইনের পথেই চলবে ৷ দলের দুই নেতার গ্রেফতারি প্রসঙ্গে মত ডায়মন্ড হারবার-2 ব্লকর তৃণমূল সভাপতির ৷

গোটা ঘটনায় বেকায়দায় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তবে বিরোধীরা এ নিয়ে কোমর বেঁধে মাঠে নামার আগেই পরিস্থিতি অনুকূলে আনার প্রচেষ্টা শুরু করে দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ ডায়মন্ড হারবার-2 ব্লকের তৃণমূল সভাপতি অরুময় গায়েনের এই প্রসঙ্গে বক্তব্য হল, তৃণমূল কংগ্রেস কোনও দুর্নীতি বরদাস্ত করে না ৷ যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা দলকে কালিমালিপ্ত করছেন ৷ সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত দু’জনকেই দল থেকে পদত্যাগ করানো হয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে ৷ আইন আইনের পথে চলবে ৷ অভিযুক্তরা দোষী হলে আইনি পথেই সাজা পাবেন ৷

আরও পড়ুন : জন বারলা সহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

তবে তৃণমূল নেতৃত্ব যাই বলুক, তাতে বিতর্ক থেমে থাকেনি ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করে দিয়েছে গেরুয়াশিবির ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে ধৃতদের কঠোর শাস্তি দাবি করা হয়েছে ৷ স্থানীয় বিজেপি নেতা দেবাংশু পন্ডার দাবি, এই এলাকায় এমন ঘটনা নজিরবিহীন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.