ETV Bharat / state

বাসন্তীতে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা, প্রতিবাদে অবরোধ

author img

By

Published : Sep 22, 2019, 6:56 PM IST

বাসন্তীতে যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন যুব তৃণমূল কর্মীরা । অবিলম্বে মাজিদ মোল্লাকে মুক্তির দাবি জানান তাঁরা ।

TMC protest

বাসন্তী, 22 সেপ্টেম্বর : দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে বাসন্তীর নির্দেশখালি ও পানিখালি মোড়ে অবরোধ করেন যুব তৃণমূল কর্মীরা ৷ পরে বারুইপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

আজ দুপুরে বাসন্তী ব্লকের যুব তৃণমূল নেতা মাজেদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ । এরপরে ক্ষোভে ফেটে পড়েন যুব তৃণমূল কর্মীরা । মাজিদ মোল্লার মুক্তির দাবি জানান তাঁরা।

গত এক মাস ধরে বাসন্তীর চুনোখালি ও ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগে রয়েছে । গতরাতেও এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে । তার তদন্তে নেমে আজ মাজেদ মোল্লাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিস সূত্রে খবর, এলাকায় অশান্তি তৈরির জন্য ধরা হয়েছে মাজেদ মোল্লাকে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

বাসন্তী, 22 সেপ্টেম্বর : দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে বাসন্তীর নির্দেশখালি ও পানিখালি মোড়ে অবরোধ করেন যুব তৃণমূল কর্মীরা ৷ পরে বারুইপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

আজ দুপুরে বাসন্তী ব্লকের যুব তৃণমূল নেতা মাজেদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ । এরপরে ক্ষোভে ফেটে পড়েন যুব তৃণমূল কর্মীরা । মাজিদ মোল্লার মুক্তির দাবি জানান তাঁরা।

গত এক মাস ধরে বাসন্তীর চুনোখালি ও ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগে রয়েছে । গতরাতেও এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে । তার তদন্তে নেমে আজ মাজেদ মোল্লাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিস সূত্রে খবর, এলাকায় অশান্তি তৈরির জন্য ধরা হয়েছে মাজেদ মোল্লাকে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Intro:যুব তৃনমূল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বাসন্তীর যুব তৃণমূল কর্মীরা। রবিবার দুপুরে বাসন্তী ব্লক যুব তৃণমূল নেতা মাজেদ মোল্লা কে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন যুব তৃণমূল কর্মীরা। বাসন্তীর নির্দেশ খালি ও পানিখালী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অবিলম্বে মাজিদ মোল্লাকে মুক্তির দাবি জানান যুব তৃণমূল কর্মীরা।

বিগত এক মাস ধরে বাসন্তীর চুনোখালি ও ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগে রয়েছে। শনিবার রাতেও এলাকায় একাধিক বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে রবিবার দুপুরে নিজের বাড়ি থেকেই মাজেদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাসন্তীর ফুল মালঞ্চ চুনোখালি এলাকায়। পরে অবশ্য বারইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বোস নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে অবরোধকারীদের হটিয়ে দেয়।Body:এদিনের ঘটনার পর যুব তৃণমূল কর্মীরা হুঁশিয়ারি দেয় অবিলম্বে তাদের নেতাকে ছেড়ে না দিলে এর থেকে ও বড় আন্দোলন করবে তারা। যুব তৃণমূল কর্মীরা এই গ্রেফতারের পিছনে মূল তৃণমূল কর্মীদের হাত আছে বলে দাবি করেন।Conclusion:যদিও পুলিশ সূত্রে খবর এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা চালানোর অভিযোগে আপাতত আটক করা হয়েছে। আটকের পর জিগ্যেসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে খবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.