ETV Bharat / state

Minakhan Murder Case : মিনাখাঁয় পিটিয়ে খুনের ঘটনায় ধৃত তিন - Minakhan Murder Case

মেলার চাঁদা নিয়ে বৈঠক চলাকালীন মেলা কমিটির একপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পুলিন মণ্ডল । বচসা চলাকালীনই পুলিনকে বেধড়ক মারধর শুরু করে মেলা কমিটির কয়েকজন । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা (Minakhan Murder Case)।

Minakhan Murder Case
মিনাখাঁয় পিটিয়ে খুনের ঘটনায় ধৃত তিন
author img

By

Published : Dec 23, 2021, 11:00 PM IST

মিনাখাঁ, 23 ডিসেম্বর : প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ (Police Arrest three accused in Minakhan Murder Case) । ধৃতদের নাম বুদ্ধেশ্বর মণ্ডল, লক্ষীকান্ত মণ্ডল ও কালোসোনা মণ্ডল । ঘটনার 24 ঘণ্টার মধ্যেই রাজেন্দ্রপুর গ্রাম থেকে ওই তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও এখনও ফেরার চারজন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে (Minakhan Murder Case) ।

চাঁদার জুলুমের প্রতিবাদ করায় মঙ্গলবার রাতে মিনাখাঁর রাজেন্দ্রপুর গ্রামে পুলিন মণ্ডল নামে ওই প্রতিবাদীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে মেলা কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে । বৃহস্পতিবার থেকে টানা তিনদিন ওই গ্রামেই বনবিবির মেলার আয়োজন হওয়ার কথা ছিল । সেই উপলক্ষে তোড়জোড়ও চলছিল । অভিযোগ, মেলার চাঁদা নিয়ে বৈঠক চলাকালীন মেলা কমিটির একপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পুলিন । তাঁরা চাইছিলেন মেলার আয়োজনে অতিরিক্ত চাঁদা নেওয়া হোক গ্রামের সকলের কাছ থেকে । যার প্রতিবাদ করেছিলেন তিনি ।

ঘটনার 24 ঘণ্টার মধ্যেই রাজেন্দ্রপুর গ্রাম থেকে ওই তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও এখনও ফেরার চারজন ।

তখনই বচসা শুরু হয় মেলা কমিটির দুই পক্ষের মধ্যে । অভিযোগ, বচসা চলাকালীনই পুলিনকে বেধড়ক মারধর শুরু করে মেলা কমিটির কয়েকজন । মাটিতে ফেলে বাঁশ দিয়ে তাঁকে পেটানো হয় ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।

আরও পড়ুন : মিনাখাঁয় তৃণমূল প্রার্থীর স্বামীর গাড়িতে হামলা , গ্রেফতার 3

পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা নিহত পুলিন মণ্ডলের পরিবারের । কীভাবে সংসার চলবে, কীভাবেই বা দুই শিশু সন্তানের ভরণপোষণ হবে, তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না তাঁরা । সেই কারণে প্রশাসনের সহযোগিতার দিকেই এখন তাকিয়ে রয়েছেন নিহতের পরিবার ।

মিনাখাঁ, 23 ডিসেম্বর : প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ (Police Arrest three accused in Minakhan Murder Case) । ধৃতদের নাম বুদ্ধেশ্বর মণ্ডল, লক্ষীকান্ত মণ্ডল ও কালোসোনা মণ্ডল । ঘটনার 24 ঘণ্টার মধ্যেই রাজেন্দ্রপুর গ্রাম থেকে ওই তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও এখনও ফেরার চারজন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে (Minakhan Murder Case) ।

চাঁদার জুলুমের প্রতিবাদ করায় মঙ্গলবার রাতে মিনাখাঁর রাজেন্দ্রপুর গ্রামে পুলিন মণ্ডল নামে ওই প্রতিবাদীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে মেলা কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে । বৃহস্পতিবার থেকে টানা তিনদিন ওই গ্রামেই বনবিবির মেলার আয়োজন হওয়ার কথা ছিল । সেই উপলক্ষে তোড়জোড়ও চলছিল । অভিযোগ, মেলার চাঁদা নিয়ে বৈঠক চলাকালীন মেলা কমিটির একপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পুলিন । তাঁরা চাইছিলেন মেলার আয়োজনে অতিরিক্ত চাঁদা নেওয়া হোক গ্রামের সকলের কাছ থেকে । যার প্রতিবাদ করেছিলেন তিনি ।

ঘটনার 24 ঘণ্টার মধ্যেই রাজেন্দ্রপুর গ্রাম থেকে ওই তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও এখনও ফেরার চারজন ।

তখনই বচসা শুরু হয় মেলা কমিটির দুই পক্ষের মধ্যে । অভিযোগ, বচসা চলাকালীনই পুলিনকে বেধড়ক মারধর শুরু করে মেলা কমিটির কয়েকজন । মাটিতে ফেলে বাঁশ দিয়ে তাঁকে পেটানো হয় ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।

আরও পড়ুন : মিনাখাঁয় তৃণমূল প্রার্থীর স্বামীর গাড়িতে হামলা , গ্রেফতার 3

পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা নিহত পুলিন মণ্ডলের পরিবারের । কীভাবে সংসার চলবে, কীভাবেই বা দুই শিশু সন্তানের ভরণপোষণ হবে, তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না তাঁরা । সেই কারণে প্রশাসনের সহযোগিতার দিকেই এখন তাকিয়ে রয়েছেন নিহতের পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.