নরেন্দ্রপুর, 6 জুন : গৃহবধূকে প্রকাশ্যে রাস্তায় বন্দুক দেখিয়ে তুলে নিয়ে গেল প্রেমিক ৷ বারুইপুরে প্রেমিকের বাড়িতে গৃহবধূকে উদ্ধার করতে গেলে চলল গুলি ৷ জখম হয়েছেন তিন পুলিশ কর্মী । একেবারে সিনেমার ধাঁচে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরে ৷ প্রেমিক টুকান দাসকে শেষ পর্যন্ত গ্রফতার করেছে পুলিশ ৷ রবিবার তাকে আদালতে পেশ করা হয় ৷
বারুইপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুকান দাসের সঙ্গে ফেসবুকে আলাপ হয় বারুইপুরের বাসিন্দা এক গৃহবধূর ৷ আলাপ প্রেমে পরিণত হয় ৷ দু'জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ৷ বেশ কিছুদিন ধরেই এই সম্পর্ক চলছিল ৷ গৃহবধূর এক কন্যাসন্তান রয়েছে । গত কয়েকদিন ধরে ওই গৃহবধূ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন । কিন্তু তাঁর প্রেমিক তা কিছুতেই মানতে পারছিল না । টানাপোড়েনের জেরে গৃহবধূ মাস দুয়েক আগে নরেন্দ্রপুরে বাপেরবাড়ি চলে যান ৷ প্রেমিকের মোবাইল নম্বরও ব্লক করে দেন ৷ দিন দুয়েক আগে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে টুকান ৷ এরপর আবার শনিবার দুপুরে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির লোককে হুমকিও দেয় বলে অভিযোগ । গৃহবধূকেও ফোনে হুঁশিয়ারি দেয় ৷ এই হুমকি ফোন পাওয়ার পরই শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ বারুইপুর থানায় অভিযোগ জানাতে আসছিলেন ৷ তখনই রাজপুর বাজারের কাছে প্রেমিক টুকান দাস প্রকাশ্যে রাস্তায় বন্দুক দেখিয়ে ওই গৃহবধূকে একটি প্রাইভেট গাড়িতে তুলে নিয়ে যায় বলে গৃহবধূর বাবা বারুইপুর থানায় অভিযোগ করেন ।
বারুইপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরেই প্রেমিকের বাড়িতে যায় ওই গৃহবধূকে উদ্ধার করতে । সেখানে পুলিশকে বাধা দেয় টুকান ৷ শূন্যে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে । তাকে ধরতে গেলে ধস্তাধস্তিতে তিনজন পুলিশ কর্মী আহত হন ৷ প্রেমিককে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে । ধৃতকে রবিবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয় ৷
আরও পড়ুন : নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ জোড়া দেহ উদ্ধার