ETV Bharat / state

গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন - গঙ্গাসাগর মেলা

Gangesagar Mela: গঙ্গাসাগর মেলায় অসুস্থ হয়ে পড়লেন বিহার থেকে আসা এক পুণ্যার্থী ৷ তাঁকে আশংকাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠানো হয়েছে ৷ এরপর অসুস্থ হয়ে পড়া আরও এক পুণ্যার্থীকেও এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 7:33 PM IST

Updated : Jan 12, 2024, 8:58 PM IST

অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন

গঙ্গাসাগর ও হাওড়া 12 জানুয়ারি: গঙ্গাসাগর মেলায় অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা পুণ্যার্থী ৷ আজ কপিল মুনি আশ্রমের বাইরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিহারের ওই বাসিন্দা ৷ তাঁকে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতার এমআর বাঙুর নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা স্বপ্না মুখোপাধ্যায় নামে এক মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে গত সোমবার অর্থাৎ, 8 জানুয়ারি থেকে ৷ ইতিমধ্যে, মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য পুণ্যার্থীরা ভিড় করছেন গঙ্গাসাগরের ঘাটে ৷ সেখানে পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে ৷ কিন্তু, বিহার থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নানে আসা 55 বছরের সুমিত্রা দেবী শুক্রবার সকালে কপিল মুনির আশ্রমের সামনে হঠাৎই জ্ঞান হারান ৷ সেখানে উপস্থিত লোকজন তাঁকে ধরে মেলার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় সুমিত্রা দেবীকে ৷ জানা গিয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর ৷

কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করতে বলেন হাসপাতালের চিকিৎসক ৷ তাই গঙ্গাসাগর উপলক্ষে সরকারের তরফে তৈরি রাখা এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দ্রুত কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ গঙ্গাসাগর থেকে প্রথমে হাওড়ায় নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে অ্যাম্বুল্যান্সে দ্রুত কলকাতার এমআর বাঙুর নিউরো সায়েন্সে ভরতি করানো হয় ওই মহিলাকে ৷ সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৷

অন্যদিকে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্বপ্না মুখোপাধ্যায় নামে আরও এক মহিলা অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকেও এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় পাঠানো হয়েছে ৷ তবে, তাঁর ঠিক কী হয়েছে ? তা জানা যায়নি ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়, গঙ্গাসাগরে গিয়ে আপ্লুত রাজ্যপাল; দেখলেন নিরাপত্তা ব্যবস্থা
  2. তৃণমূলকে বিশ্বাস করে না বলেই গঙ্গাসাগর মেলায় কেন্দ্র টাকা দেয় না, মমতার অভিযোগের পালটা দিলীপের
  3. জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন

গঙ্গাসাগর ও হাওড়া 12 জানুয়ারি: গঙ্গাসাগর মেলায় অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা পুণ্যার্থী ৷ আজ কপিল মুনি আশ্রমের বাইরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বিহারের ওই বাসিন্দা ৷ তাঁকে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতার এমআর বাঙুর নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা স্বপ্না মুখোপাধ্যায় নামে এক মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে গত সোমবার অর্থাৎ, 8 জানুয়ারি থেকে ৷ ইতিমধ্যে, মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য পুণ্যার্থীরা ভিড় করছেন গঙ্গাসাগরের ঘাটে ৷ সেখানে পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে ৷ কিন্তু, বিহার থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নানে আসা 55 বছরের সুমিত্রা দেবী শুক্রবার সকালে কপিল মুনির আশ্রমের সামনে হঠাৎই জ্ঞান হারান ৷ সেখানে উপস্থিত লোকজন তাঁকে ধরে মেলার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় সুমিত্রা দেবীকে ৷ জানা গিয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর ৷

কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত কলকাতায় স্থানান্তরিত করতে বলেন হাসপাতালের চিকিৎসক ৷ তাই গঙ্গাসাগর উপলক্ষে সরকারের তরফে তৈরি রাখা এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দ্রুত কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ গঙ্গাসাগর থেকে প্রথমে হাওড়ায় নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে অ্যাম্বুল্যান্সে দ্রুত কলকাতার এমআর বাঙুর নিউরো সায়েন্সে ভরতি করানো হয় ওই মহিলাকে ৷ সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৷

অন্যদিকে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্বপ্না মুখোপাধ্যায় নামে আরও এক মহিলা অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকেও এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় পাঠানো হয়েছে ৷ তবে, তাঁর ঠিক কী হয়েছে ? তা জানা যায়নি ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়, গঙ্গাসাগরে গিয়ে আপ্লুত রাজ্যপাল; দেখলেন নিরাপত্তা ব্যবস্থা
  2. তৃণমূলকে বিশ্বাস করে না বলেই গঙ্গাসাগর মেলায় কেন্দ্র টাকা দেয় না, মমতার অভিযোগের পালটা দিলীপের
  3. জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
Last Updated : Jan 12, 2024, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.