ETV Bharat / state

Maghi Purnima Mela at Gangasagar: গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে পুণ্যার্থীদের ভিড় - Pilgrims flock at Gangasagar

মাঘী পূর্ণিমা তিথিতে পূণ্য স্নান করতে ভিড় জমেছে সাগরদ্বীপে ৷ রাজ্যের দূর দূরান্ত থেকে এসেছে মানুষজন ৷ শনি ও রবি বাদে আরও দু'দিন ব্যাপী চলবে মেলা (Maghi Purnima Mela) ৷

Gangasagar
মাঘী পূর্ণিমা
author img

By

Published : Feb 5, 2023, 10:45 PM IST

গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে পুণ্যার্থীদের ভিড়

গঙ্গাসাগর, 5 ফেব্রুয়ারি: কথায় রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার । দক্ষিণ 24 পরগনা সর্ববৃহত্‍ মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা । আর গঙ্গাসাগরের পরেই শুরু হয় মাঘী পূর্ণিমার মেলা (Maghi Purnima Mela at Gangasagar) । দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের এই মেলাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে থেকে জেলা প্রশাসন ও সাগর ব্লক প্রশাসন চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে । পঞ্জিকা মতে চলতি বছর 4 ফেব্রুয়ারি রাত 9টা 29 মিনিটে শুরু হয়েছে মাঘী পূর্ণিমার তিথি ৷ এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি রাত 11টা 58 মিনিট পর্যন্ত ৷ সূর্যোদয়ের সময় পূর্ণিমা থাকার কারণে রবিবারই পালিত হল মাঘী পূর্ণিমা তিথি ৷

শনিবার থেকে মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে পুণ্যার্থীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ সাগরদ্বীপ । কোথাও তিল ধারণের জায়গা নেই । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভায় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এখনও পর্যন্ত তিন থেকে চার লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে ত্রসেছেন মাঘী পূর্ণিমায় স্নান করতে । প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে । পুণ্যার্থীদের কোনওরকম অসুবিধা যাতে না হয় সেই জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে । গঙ্গাসাগরে পূণ্য স্নানের পর কপিলমুনি মন্দিরে পুজো দিচ্ছে পুর্ণ্যার্থীরা । পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে আরও দু'দিন ব্যাপী মেলা চলবে এবং তারা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে ।

Gangasagar
পূণ্য স্নান করতে ভিড় জমেছে সাগরদ্বীপে

তবে এখনও লক্ষাধিক পুণ্যার্থী রয়েছে কচুবেড়িয়া ঘাটে । রবিবার ভোর থেকেই 117 নম্বর জাতীয় সড়কে পুণ্যার্থীদের লম্বা লাইন । কাকদ্বীপের মহকুমা শাসক জানান, পুণ্যার্থীদের পারাপারে তারা সবরকমভাবে তৈরি রয়েছেন ৷ কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না পুণ্যার্থীদের । গঙ্গাসাগর মেলার সময় সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমায় । কিন্তু মাঘী পূর্ণিমা থেকে চিত্রটায় একটু পরিবর্তন ঘটে । মাঘী পূর্ণিমার ক্ষেত্রে সাধারণত রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় থেকে পুন্যার্থীরা পূণ্য লাভের আশায় সাগরে ভিড় জমায় । সাধারণতভাবে মাঘী পূর্ণিমাতে সাগরে ভিড় দেখা যায় বাঙালি পুণ্যার্থীদের (Pilgrims flock at Gangasagar) ।

Gangasagar
আরও দু'দিন ব্যাপী চলবে মেলা

আরও পড়ুন: শাহীস্নানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রায় 40 লক্ষ তীর্থযাত্রী

গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে পুণ্যার্থীদের ভিড়

গঙ্গাসাগর, 5 ফেব্রুয়ারি: কথায় রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার । দক্ষিণ 24 পরগনা সর্ববৃহত্‍ মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা । আর গঙ্গাসাগরের পরেই শুরু হয় মাঘী পূর্ণিমার মেলা (Maghi Purnima Mela at Gangasagar) । দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের এই মেলাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে থেকে জেলা প্রশাসন ও সাগর ব্লক প্রশাসন চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে । পঞ্জিকা মতে চলতি বছর 4 ফেব্রুয়ারি রাত 9টা 29 মিনিটে শুরু হয়েছে মাঘী পূর্ণিমার তিথি ৷ এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি রাত 11টা 58 মিনিট পর্যন্ত ৷ সূর্যোদয়ের সময় পূর্ণিমা থাকার কারণে রবিবারই পালিত হল মাঘী পূর্ণিমা তিথি ৷

শনিবার থেকে মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে পুণ্যার্থীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ সাগরদ্বীপ । কোথাও তিল ধারণের জায়গা নেই । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভায় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এখনও পর্যন্ত তিন থেকে চার লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে ত্রসেছেন মাঘী পূর্ণিমায় স্নান করতে । প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে । পুণ্যার্থীদের কোনওরকম অসুবিধা যাতে না হয় সেই জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে । গঙ্গাসাগরে পূণ্য স্নানের পর কপিলমুনি মন্দিরে পুজো দিচ্ছে পুর্ণ্যার্থীরা । পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে আরও দু'দিন ব্যাপী মেলা চলবে এবং তারা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে ।

Gangasagar
পূণ্য স্নান করতে ভিড় জমেছে সাগরদ্বীপে

তবে এখনও লক্ষাধিক পুণ্যার্থী রয়েছে কচুবেড়িয়া ঘাটে । রবিবার ভোর থেকেই 117 নম্বর জাতীয় সড়কে পুণ্যার্থীদের লম্বা লাইন । কাকদ্বীপের মহকুমা শাসক জানান, পুণ্যার্থীদের পারাপারে তারা সবরকমভাবে তৈরি রয়েছেন ৷ কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না পুণ্যার্থীদের । গঙ্গাসাগর মেলার সময় সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমায় । কিন্তু মাঘী পূর্ণিমা থেকে চিত্রটায় একটু পরিবর্তন ঘটে । মাঘী পূর্ণিমার ক্ষেত্রে সাধারণত রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় থেকে পুন্যার্থীরা পূণ্য লাভের আশায় সাগরে ভিড় জমায় । সাধারণতভাবে মাঘী পূর্ণিমাতে সাগরে ভিড় দেখা যায় বাঙালি পুণ্যার্থীদের (Pilgrims flock at Gangasagar) ।

Gangasagar
আরও দু'দিন ব্যাপী চলবে মেলা

আরও পড়ুন: শাহীস্নানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রায় 40 লক্ষ তীর্থযাত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.