ETV Bharat / state

Gangasagar Mela 2023: দীর্ঘ অপেক্ষাতেও মিলছে না বাস, গঙ্গাসাগরে হয়রানির সম্মুখীন তীর্থযাত্রীরা - Last Day Situation in Gangasagar

কেউ স্নান করতে পেরেছেন তো কেউ পারেননি ৷ শেষদিনে গঙ্গাসাগরে দেখা গেল হয়রানির ছবি ৷ দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ঠিকমতো বাস না মেলার অভিযোগ যাত্রীদের (Pilgrims are in Trouble in Gangasagar) ৷

ETV Bharat
গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার অপেক্ষায় তীর্থযাত্রীরা
author img

By

Published : Jan 15, 2023, 10:24 PM IST

গঙ্গাসাগর থকে ফেরার পথে হয়রানির অভিযোগ যাত্রীদের

গঙ্গাসাগর, 15 জানুয়ারি: মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে পারলেন না কয়েক লক্ষ তীর্থযাত্রী ৷ এছাড়াও সঠিক সময়ে স্নান করে পুজো দিয়েও বাড়ি ফিরতে বিলম্ব ৷ গঙ্গাসাগরে দীর্ঘক্ষণ আটকে রইলেন বহু পুণ্যার্থী । কার্যত ঘণ্টার পর ঘণ্টা গঙ্গাসাগরে বিভিন্ন বাসস্ট্যান্ডগুলিতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁদের (Last Day Situation in Gangasagar)।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ ছিল । স্বাভাবিকভাবেই গঙ্গাসাগরে শুক্রবার থেকে তিল ধারণের জায়গা ছিল না ৷ সরকারি হিসাব বলছে প্রায় 45 লক্ষেরও বেশি মানুষ গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছেন । এ বছর করোনা ও কুম্ভমেলা না-থাকার জন্য রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা আগেই করেছিল রাজ্য সরকার । সেই সরকারি অনুমান যে কতটা সত্যি তা প্রমাণ করল গঙ্গাসাগরের জনজোয়ার ।

আরও পড়ুন : পুণ্যস্নানে দুর্ঘটনা এড়াতে এনডিআরএফের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে লিলি-রোমিও

তবে রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে বেশ কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায় কাকদ্বীপ লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত ভেসেল চলাচল । যার জেরে সমস্যায় পড়েন বহু পুণ্যার্থী । দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন বহু বৃদ্ধ পুণ্যার্থীরা । বিভিন্ন ফেরিঘাটে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । কয়েক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ বাহিনী । পুলিশের সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে পুণ্যার্থীরা । এর পাশাপাশি গঙ্গাসাগরের কে 1 বাসস্ট্যান্ডের কাছে দীর্ঘক্ষণ ধরে লাইনে থেকে বেশ কিছু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন । তৈরি হয় চরম বিশৃঙ্খলা । হঠাৎ করে কে 1 বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের নতুন ঘটনা ঘটে এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে ।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দমকল আধিকারিকেরা বেশ কয়েকঘণ্টার প্রচেষ্টায় অবশেষে চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় জেলা প্রশাসনের আধিকারিকরা । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় ফেরি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন । গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু ও পরিবেশবান্ধব মেলা হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে বদ্ধপরিকর রাজ্য সরকার ৷

আরও পড়ুন : সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের

গঙ্গাসাগর থকে ফেরার পথে হয়রানির অভিযোগ যাত্রীদের

গঙ্গাসাগর, 15 জানুয়ারি: মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে পারলেন না কয়েক লক্ষ তীর্থযাত্রী ৷ এছাড়াও সঠিক সময়ে স্নান করে পুজো দিয়েও বাড়ি ফিরতে বিলম্ব ৷ গঙ্গাসাগরে দীর্ঘক্ষণ আটকে রইলেন বহু পুণ্যার্থী । কার্যত ঘণ্টার পর ঘণ্টা গঙ্গাসাগরে বিভিন্ন বাসস্ট্যান্ডগুলিতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁদের (Last Day Situation in Gangasagar)।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ ছিল । স্বাভাবিকভাবেই গঙ্গাসাগরে শুক্রবার থেকে তিল ধারণের জায়গা ছিল না ৷ সরকারি হিসাব বলছে প্রায় 45 লক্ষেরও বেশি মানুষ গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছেন । এ বছর করোনা ও কুম্ভমেলা না-থাকার জন্য রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা আগেই করেছিল রাজ্য সরকার । সেই সরকারি অনুমান যে কতটা সত্যি তা প্রমাণ করল গঙ্গাসাগরের জনজোয়ার ।

আরও পড়ুন : পুণ্যস্নানে দুর্ঘটনা এড়াতে এনডিআরএফের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে লিলি-রোমিও

তবে রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে বেশ কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায় কাকদ্বীপ লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত ভেসেল চলাচল । যার জেরে সমস্যায় পড়েন বহু পুণ্যার্থী । দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন বহু বৃদ্ধ পুণ্যার্থীরা । বিভিন্ন ফেরিঘাটে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । কয়েক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ বাহিনী । পুলিশের সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করে পুণ্যার্থীরা । এর পাশাপাশি গঙ্গাসাগরের কে 1 বাসস্ট্যান্ডের কাছে দীর্ঘক্ষণ ধরে লাইনে থেকে বেশ কিছু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন । তৈরি হয় চরম বিশৃঙ্খলা । হঠাৎ করে কে 1 বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের নতুন ঘটনা ঘটে এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে ।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দমকল আধিকারিকেরা বেশ কয়েকঘণ্টার প্রচেষ্টায় অবশেষে চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় জেলা প্রশাসনের আধিকারিকরা । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় ফেরি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন । গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু ও পরিবেশবান্ধব মেলা হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে বদ্ধপরিকর রাজ্য সরকার ৷

আরও পড়ুন : সাগরমেলায় বাঘ ও ম্যানগ্রোভ রক্ষার বার্তা বন বিভাগের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.