ETV Bharat / state

রেললাইন থেকে আজও বঞ্চিত সুন্দরবন, তাকিয়ে বাজেটের দিকে

author img

By

Published : Jan 31, 2020, 9:19 PM IST

ক্যানিং রেল স্টেশন থেকে সুন্দরবনের ভাঙনখালি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল ৷ সেই বরাদ্দ অর্থে মাতলা নদীর উপর দিয়ে রেললাইন সম্প্রসারণের জন্য সেতু তৈরির কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু প্রায় 85 শতাংশ কাজ হওয়ার পর মাঝপথে তা বন্ধ হয়ে যায় ৷ সুন্দরবনের মানুষ চাইছেন রেল সেতু ও রেললাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করুক কেন্দ্রীয় সরকার ৷

Rail lines at Sundarban
মাতলা নদীর উপর রেল সেতু

ক্যানিং, 31 জানুয়ারি : রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন সুন্দরবন পর্যন্ত রেল লাইন সম্প্রসারণে ৷ সেই মতন বাজেটে অর্থ বরাদ্দও করা হয়েছিল ৷ তাতে মাতলা নদীর উপর দিয়ে রেললাইন সম্প্রসারণের জন্য সেতু তৈরির কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু প্রায় 85 শতাংশ কাজ হওয়ার পর মাঝপথে তা বন্ধ হয়ে যায় ৷ সুন্দরবনের মানুষ চাইছেন রেল সেতু ও রেললাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ করার জন্য অর্থ বরাদ্দ করুক কেন্দ্রীয় সরকার ৷

সুন্দরবনের প্রবেশদ্বার হল ক্যানিং ৷ আর ক্যানিং রেল স্টেশন থেকে সুন্দরবনের ভাঙনখালি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল ৷

স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমার স্বপ্ন দেখেছিলাম এই রেলপথ চালু হলে সুন্দরবনের মানুষ সহজে শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে পারবেন ৷ কিন্তু মাতলা নদীর উপর সেতু নির্মাণের কাজ 85 শতাংশ হওয়ার পর বন্ধ হয়ে যায় ৷ আমরা চাই এই বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হোক ৷ সুন্দরবন পর্যন্ত রেলপথ চালু হোক ৷"

রেললাইন থেকে আজও বঞ্চিত সুন্দরবনবাসী

স্থানীয়দের বক্তব্য, রেল সেতুর কাজ শুরুর জন্য একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষ থেকে প্রশাসনের আধিকারিক ও রেল দপ্তরে চিঠি পাঠানো হয় ৷ অভিযোগ, এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি ৷

তাই ফের সাধারণ বাজেটের দিকেই তাকিয়ে সুন্দরবনের মানুষ ৷ বাজেটে এই রেলপথের জন্য অর্থ বরাদ্দ হোক এটাই চাইছে তারা ৷

ক্যানিং, 31 জানুয়ারি : রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন সুন্দরবন পর্যন্ত রেল লাইন সম্প্রসারণে ৷ সেই মতন বাজেটে অর্থ বরাদ্দও করা হয়েছিল ৷ তাতে মাতলা নদীর উপর দিয়ে রেললাইন সম্প্রসারণের জন্য সেতু তৈরির কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু প্রায় 85 শতাংশ কাজ হওয়ার পর মাঝপথে তা বন্ধ হয়ে যায় ৷ সুন্দরবনের মানুষ চাইছেন রেল সেতু ও রেললাইন সম্প্রসারণের কাজ সম্পূর্ণ করার জন্য অর্থ বরাদ্দ করুক কেন্দ্রীয় সরকার ৷

সুন্দরবনের প্রবেশদ্বার হল ক্যানিং ৷ আর ক্যানিং রেল স্টেশন থেকে সুন্দরবনের ভাঙনখালি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল ৷

স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমার স্বপ্ন দেখেছিলাম এই রেলপথ চালু হলে সুন্দরবনের মানুষ সহজে শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে পারবেন ৷ কিন্তু মাতলা নদীর উপর সেতু নির্মাণের কাজ 85 শতাংশ হওয়ার পর বন্ধ হয়ে যায় ৷ আমরা চাই এই বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হোক ৷ সুন্দরবন পর্যন্ত রেলপথ চালু হোক ৷"

রেললাইন থেকে আজও বঞ্চিত সুন্দরবনবাসী

স্থানীয়দের বক্তব্য, রেল সেতুর কাজ শুরুর জন্য একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষ থেকে প্রশাসনের আধিকারিক ও রেল দপ্তরে চিঠি পাঠানো হয় ৷ অভিযোগ, এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি ৷

তাই ফের সাধারণ বাজেটের দিকেই তাকিয়ে সুন্দরবনের মানুষ ৷ বাজেটে এই রেলপথের জন্য অর্থ বরাদ্দ হোক এটাই চাইছে তারা ৷

Intro:সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং আরে ক্যানিং দিয়েই দেশ-বিদেশের বহু পর্যটক সুন্দরবনে যায়। এর পাশাপাশি সুন্দরবনের মানুষ যাতে সহজে কলকাতা মুখি হতে পারে সেই কথা ভেবে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সুন্দরবনের বাঘে কুমিরে সঙ্গে লড়াই করা মানুষদেরকে কলকাতা মুখি করার জন্য রেললাইনের পরিকল্পনা করেছিলেন। সেই মতন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ক্যানিং স্টেশন থেকে সুন্দরবনের ভাঙ্গনখালি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের চিন্তাভাবনা করেছিল সেই মতন অর্থ বরাদ্দ করেছি। যে অর্থ বরাদ্দ হয়েছিল তার থেকে মাতলা নদীর উপর সেতু নির্মাণের কাজ হয়। সেই সেতুর কাজের প্রায় 85 শতাংশ হয়ে গেলেও আর কোনো অর্থ বরাদ্দ না হয় কাজ বন্ধ হয়ে গেছে। তারপর থেকে সুন্দরবনের বহু স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা রেল দপ্তরে একাধিক চিঠি লিখলে ও সাড়া মেলেনি কোন।


Body:আবারও কেন্দ্র সরকারের বাজেট ঘোষণা হবে সুন্দরবনের মানুষ সেদিকেই তাকিয়ে আছে। তারা চাই কেন্দ্র সরকার সুন্দরবনের রেললাইন নিয়ে যাওয়ার জন্য অর্থ বরাদ্দ করুক। বাজেটেও এই রেল লাইনের জন্য অর্থ বরাদ্দ হোক চাইছে সবাই।


Conclusion:intro ও body তে কপি দিলাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.