ক্যানিং, 13 মে : করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় নিত্যনতুন রেকর্ড করছে ভারত ৷ রাজ্যেও করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ ৷ রাজ্যজুড়ে জারি করা হয়েছে আংশিক লকডাউন ৷ রাজ্যের সর্বত্র বাজার-হাট, দোকান খোলার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার ৷ যদিও বহু ক্ষেত্রেই ব্য়বসায়ীরা সেই নির্দেশ মানছেন না ৷
বৃহস্পতিবার ক্যানিংয়ের সাতমুখী বাজারে ধরা পড়ল এমনই নিয়ম ভাঙার ছবি ৷ প্রশাসনের নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সকাল 10 টার পরও খোলা থাকল দোকান, বাজার ৷ মাস্ক ছাড়াই চলল কেনাবেচা ৷ শিখে উঠল শরীরিক দূরত্বের বিধিও ৷
এদিন বাজার ঘুরে দেখা গেল, ক্রেতা ও বিক্রেতাদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই ৷ কারও মাস্ক কান থেকে ঝুলছে ৷ কারওর বা থুতনিতে নামিয়ে রাখা হয়েছে ৷ কারও মাস্ক আবার পোরা রয়েছে ব্য়াগে বা পকেটে ৷ উধাও পুলিশের নজরদারিও ৷
আরও পড়ুন : বালুরঘাটে আংশিক লকডাউন সফলে উদ্যোগী পুলিশ, পেটে টান ব্যবসায়ীদের
অতিমারি পরিস্থিতিতে এখনও পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা অভাব রয়েছে ৷ যার ফলে আরও বাড়ছে সংক্রমণ ৷ এতে রোগ বাগে আনা কার্যত অসম্ভব বলেই মত বিশেষজ্ঞদের ৷