বাসন্তী, 1 সেপ্টম্বর: আবার গোষ্ঠী কোন্দলের জেরে শিরোনাম দক্ষিণ 24 পরগনার বাসন্তী বিধানসভা । এবার পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে বিতর্কে ৷ পঞ্চায়েত ভোট হয়ে গেলেও গোষ্ঠী কোন্দলের কারণে গঠন হলো না কাঁঠাল বেরিয়া পঞ্চায়েত । বাসন্তীতে মোট 13টি পঞ্চায়েত ৷ 13টি পঞ্চায়েত তৃণমূলের হাতে থাকলেও 1টি পঞ্চায়েত গোষ্ঠী কোন্দলের কারণে গঠন করতে পারেনি তৃণমূল কংগ্রেস । এই চিত্র দেখা গেল দক্ষিণ 24 পরগনার বাসন্তী বিধানসভার কাঁঠাল বেরিয়া পঞ্চায়েতে ।
এলাকাবাসীর দাবি:- পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পরেও এলাকায় গোষ্ঠী কোন্দলের জেরে পঞ্চায়েত গঠন করতে পারেনি ৷ আর বোর্ড গঠন না হওয়ার ফলে ভুগতে হচ্ছে স্থানীদের ৷ এমনটা অভিযোগ এলকাবাসীর । ফলে এলাকার উন্নয়ন থমকে গিয়েছে ৷ সরকারি আধিকারিকরা এলেও তাঁরা ফিরে চলে যান ৷ পঞ্চায়েত গঠন না হওয়ার কারণে কেউ পঞ্চায়েতের সার্টিফিকেট পাচ্ছে না ।
তবে ঘটনা প্রসঙ্গেই তৃণমূল নেতা রাজা গাজী বলেন, "বাসন্তীতে গোষ্ঠী দ্বন্দ্ব কোনও ব্যাপার না ৷ তাই প্রশাসনের তরফ থেকে কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত গঠনের একটু সমস্যা আছে । তিনি এও বলেন কয়েক দিনের মধ্যে গঠন হয়ে যাবে পঞ্চায়েত । সাধারণ মানুষ যাকে প্রধান হিসেবে চাইবে, সেই প্রধান হবে । প্রধান ছাড়া যে কাজগুলো হয় সেই কাজ জারি আছে ৷ সার্টিফিকেট থেকে আরম্ভ করে সাধারণ মানুষের যাতে না সমস্যা পড়তে হয় তা আমি নিজে খতিয়ে দেখছি ।"
আরও পড়ুন: মিড-ডে মিলে ইলিশ থালি ! বেজায় খুশি পড়ুয়ারা
যুব তৃণমূল নেতা আমানুল্লাহ লস্কর জানান, প্রশাসনের তরফে একটু সমস্যা আছে । সেটা মিটে গেলে পঞ্চায়েত গঠন হবে । কাঁটাবেড়িয়া পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 26জন, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের 18টি, নির্দলের 8টি । দল যেটা ভালো মনে করবে সেটাই হবে জানান তিনি ৷
কাঁঠাল বেরিয়া পঞ্চায়েতে সচিব বলেন, "পঞ্চায়েতে যে কাজগুলো হওয়ার কথা সেগুলো সব হচ্ছে তেমন কোনও সমস্যা নেই । তবে প্রধান ছাড়া অনেক কাজে সমস্যা হচ্ছে । এখন সময়ের অপেক্ষা কবে পঞ্চায়েত গঠন হয়।"