রায়দিঘি, 10 মে : প্রতিদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ছে । অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা রোগীর । রায়দিঘি বিধানসভায কেন্দ্রে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের যোগান মেটানোর জন্য রায়দিঘির কৃষ্ণচন্দ্রপুরের মায়াভবনে উদ্বোধন হল অক্সিজেন পার্লার । উদ্বোধন করলেন রায়দিঘির নবনির্বাচিত বিধায়ক অলোক জলদাতা । এই অক্সিজেন পার্লারে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেনের পরিষেবায় উপকৃত হবেন রায়দিঘি-সহ সুন্দরবনের মানুষজন ।
আরও পড়ুন : অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রথম বৈঠক হল রবিবার
অক্সিজেন পার্লারে জার্মানি প্রযুক্তির একটি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করলেন রায়দিঘির বিধায়ক । করোনা পরিস্থিতিতে রায়দিঘির মানুষের কথা মাথায় রেখে মোট আটটি কনসেনট্রেটর রায়দিঘির বিভিন্ন প্রান্তে বসানো হবে এমনটাই জানিয়েছে রায়দিঘির নবনির্বাচিত বিধায়ক । করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতে বিধায়কের অভিনব উদ্যোগে আনন্দিত রায়দিঘির মানুষ ।