ETV Bharat / state

Basanti Blast Death: বাসন্তীতে বোমা বিস্ফোরণে মৃত 1 - বাসন্তীতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের

দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বোমা ফেটে মৃত্যু হল একজনের (Basanti Blast Death) ৷ মৃতের নাম ফারুক সর্দার ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Basanti Blast Death
বাসন্তীতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের
author img

By

Published : Mar 29, 2022, 10:24 PM IST

বাসন্তী, 29 মার্চ : মঙ্গলবার সকালে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বোমা ফেটে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি (Basanti Blast Death)। সেই বিস্ফোরণে মারা গেলেন একজন ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ফারুক সর্দারের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটেছিল। আগাম বিপদের পূর্বাভাস পেয়ে বাড়ি থেকে দূরে সরে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই বিস্ফোরণের পরও প্রাণে রক্ষা পেয়েছেন অনেকেই। ঠিক কী ঘটনা ঘটেছিল বাড়ির মালিককে জেরা করে তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

বাসন্তীতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের

আরও পড়ুন: বাসন্তীতে বোমা বিস্ফোরণে ভস্মীভূত বাড়ি, আতঙ্কে গ্রামবাসী

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। বাড়ির মালিক হামিজউদ্দিন সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বাসন্তী, 29 মার্চ : মঙ্গলবার সকালে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বোমা ফেটে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি (Basanti Blast Death)। সেই বিস্ফোরণে মারা গেলেন একজন ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ফারুক সর্দারের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হলে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটেছিল। আগাম বিপদের পূর্বাভাস পেয়ে বাড়ি থেকে দূরে সরে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই বিস্ফোরণের পরও প্রাণে রক্ষা পেয়েছেন অনেকেই। ঠিক কী ঘটনা ঘটেছিল বাড়ির মালিককে জেরা করে তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

বাসন্তীতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের

আরও পড়ুন: বাসন্তীতে বোমা বিস্ফোরণে ভস্মীভূত বাড়ি, আতঙ্কে গ্রামবাসী

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। বাড়ির মালিক হামিজউদ্দিন সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.