ETV Bharat / state

Road Accident : ডায়মন্ড হারবারে জাতীয় সড়কে লরি উল্টে মৃত 1, জখম 3 - ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনায় মৃত 1

ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 1 জনের ৷ জখম হয়েছেন আরও 3 জন ৷ আহতরা ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনায় মৃত 1
ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনায় মৃত 1
author img

By

Published : Jul 6, 2021, 7:20 AM IST

ডায়মন্ড হারবার, 6 জুলাই : ডায়মন্ড হারবারে 117 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ নারায়ণপুরের কাছে রাস্তার মাঝখানে চলে আসা এক ভবঘুরেকে বাঁচাতে গিয়ে উল্টে গেল একটি পণ্য বোঝাই লরি ৷ কাকদ্বীপ থেকে কলকাতার দিকে আসার সময়ই ঘটে বিপত্তি ৷ মৃত্যু হয়েছে এই ভবঘুরের ৷ জখম হয়েছেন আরও 3 জন ৷ লরির চালক, খালাসির পাশাপাশি জখম হয়েছেন এক বাইক আরোহীও ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷

সোমবার রাতে কাকদ্বীপ থেকে কলকাতার দিকে আসছিল মালবোঝাই একটি লরি ৷ নারায়ণপুরের উপর দিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের উপর হঠাৎ এক ভবঘুরে চলে আসে ৷ তাঁকে বাঁচাতে গিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন লরির চালক ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে লরিটি । উল্টো দিক থেকে আসা একটি বাইকও এর মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায় ৷ বাইকটি ধাক্কা মারে লরিতে ৷ লরিটি রাস্তার পাশে উল্টে যায় ৷ লরির চালক-খালাসি এবং বাইক আরোহী গুরুতর জখম হন ৷ জখম হয় ওই ভবঘুরেও ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ ৷ 4 জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ভবঘুরের । বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ তীব্র যানজট তৈরি হয় জাতীয় সড়কের উপরে ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় যানজট নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

আরও পড়ুন : Road Accident : বারাসতে ট্র্যাফিক বুথের গার্ডওয়াল ভাঙল সরকারি বাস, আহত পুলিশকর্মী

ডায়মন্ড হারবার, 6 জুলাই : ডায়মন্ড হারবারে 117 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ নারায়ণপুরের কাছে রাস্তার মাঝখানে চলে আসা এক ভবঘুরেকে বাঁচাতে গিয়ে উল্টে গেল একটি পণ্য বোঝাই লরি ৷ কাকদ্বীপ থেকে কলকাতার দিকে আসার সময়ই ঘটে বিপত্তি ৷ মৃত্যু হয়েছে এই ভবঘুরের ৷ জখম হয়েছেন আরও 3 জন ৷ লরির চালক, খালাসির পাশাপাশি জখম হয়েছেন এক বাইক আরোহীও ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷

সোমবার রাতে কাকদ্বীপ থেকে কলকাতার দিকে আসছিল মালবোঝাই একটি লরি ৷ নারায়ণপুরের উপর দিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের উপর হঠাৎ এক ভবঘুরে চলে আসে ৷ তাঁকে বাঁচাতে গিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন লরির চালক ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে লরিটি । উল্টো দিক থেকে আসা একটি বাইকও এর মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায় ৷ বাইকটি ধাক্কা মারে লরিতে ৷ লরিটি রাস্তার পাশে উল্টে যায় ৷ লরির চালক-খালাসি এবং বাইক আরোহী গুরুতর জখম হন ৷ জখম হয় ওই ভবঘুরেও ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ ৷ 4 জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ভবঘুরের । বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ তীব্র যানজট তৈরি হয় জাতীয় সড়কের উপরে ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় যানজট নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

আরও পড়ুন : Road Accident : বারাসতে ট্র্যাফিক বুথের গার্ডওয়াল ভাঙল সরকারি বাস, আহত পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.