ETV Bharat / state

যশের প্রকোপে জলস্ফীতি, সাগরে নিখোঁজ শিশু, মৃত 1 - one child missing and one dead after cyclone Yaas hit in sagar

ঘূর্ণিঝড় যশের প্রভাবে জলস্ফীতিতে সাগরে স্রোতের মুখে পড়ে নিখোঁজ হল একটি শিশু ৷ বাড়ি থেকে ফ্লাড শেল্টারে যাওয়ার সময় মায়ের হাত থেকে ফসকে যায় সে ৷ পাশাপাশি স্রোতের ধাক্কায় ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের ৷ তবে পুলিশের তরফে নিশ্চিত করে কিছু জানায়নি ৷

সাগরে নিখোঁজ শিশু, মৃত 1
সাগরে নিখোঁজ শিশু, মৃত 1
author img

By

Published : May 26, 2021, 10:23 PM IST

সাগর, 26 মে : ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার পর সুন্দরবনের বিভিন্ন নদীর বাঁধভাঙা স্রোতের মুখে পড়ে মৃত্যু হল দ্বীপে আটকে থাকা এক ব্যক্তির । এক শিশুও নিখোঁজ রয়েছে বলে দাবি গ্রামবাসীর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাগর ব্লকের ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপে । স্থানীয়রা জানান, মৃতের নাম বৃন্দাবন জানা ৷ বয়স তেষট্টি বছর ৷ নিখোঁজ শিশুর নাম আতাউল্লা গায়েন । এই নিয়ে যশের তাণ্ডবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন ৷

নদী ও সমুদ্রে জলস্ফীতির জেরে বেহাল অবস্থা তৈরি হয়েছে সুন্দরবন উপকূলের ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপে । গোটা দ্বীপটা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে । আগে বাসিন্দাদের অনেককেই সরিয়ে আনা হলেও কিছু বাসিন্দা ঘোড়ামারা দ্বীপেই ছিলেন । কিন্তু ক্রমশ জলস্তর বাড়তে থাকায় তাঁদের সরকারি স্কুল ও ফ্লাড শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

বৃন্দাবন জানার বাড়ি ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় । তিনি ফ্লাড শেল্টারেই ছিলেন ৷ নিজের বাড়ির কী অবস্থায় আছে তা দেখতে বুধবার দুপুরে ফ্লাড শেল্টার থেকে বেরিয়ে বাড়ির দিকে গিয়েছিলেন তিনি । ঠিক সেই সময়ই নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে ৷ স্রোতের মুখে পড়ে ভেসে যান বৃন্দাবন । অনেক পরে জল কিছুটা নামলে স্থানীয় একটি পানের বরজে তাঁর দেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা । স্রোতের মুখে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷

ঘূর্ণিঝড় যশের প্রকোপে জলস্ফীতিতে বুধবার সাগর ব্লকের ঘোড়ামারায় নিখোঁজ হয়েছে এক শিশু ৷ পাশাপাশি স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের ৷

অন্যদিকে দ্বীপের আর এক বাসিন্দা তাঁর বাচ্চা ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে ফ্লাড শেল্টারেরে দিকে রওনা দিয়েছেন । কিন্তু আচমকা মায়ের হাত থেকে বাচ্চা ফসকে গেলে বিপদসীমার উপরে বইতে থাকা স্রোত তাকে টেনে নিয়ে যায় ৷ সেই থেকেই নিখোঁজ রয়েছে শিশুটিও ।

কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, "খবর পেয়েছি । কিন্তু নদী ও সমুদ্রে উত্তাল ঢেউ থাকায় দ্বীপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি । দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এনডিআরএফ কর্মীদের পাঠানোর ব্যবস্থা করছি ।" যদিও এই ধরনের কোনও মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা এখনও নিশ্চিত করেনি পুলিশ ।

আরও পড়ুন : ঝড় থামতেই ডায়মন্ড হারবারে অভিষেক, খতিয়ে দেখলেন পরিস্থিতি

সাগর, 26 মে : ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার পর সুন্দরবনের বিভিন্ন নদীর বাঁধভাঙা স্রোতের মুখে পড়ে মৃত্যু হল দ্বীপে আটকে থাকা এক ব্যক্তির । এক শিশুও নিখোঁজ রয়েছে বলে দাবি গ্রামবাসীর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাগর ব্লকের ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপে । স্থানীয়রা জানান, মৃতের নাম বৃন্দাবন জানা ৷ বয়স তেষট্টি বছর ৷ নিখোঁজ শিশুর নাম আতাউল্লা গায়েন । এই নিয়ে যশের তাণ্ডবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন ৷

নদী ও সমুদ্রে জলস্ফীতির জেরে বেহাল অবস্থা তৈরি হয়েছে সুন্দরবন উপকূলের ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপে । গোটা দ্বীপটা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে । আগে বাসিন্দাদের অনেককেই সরিয়ে আনা হলেও কিছু বাসিন্দা ঘোড়ামারা দ্বীপেই ছিলেন । কিন্তু ক্রমশ জলস্তর বাড়তে থাকায় তাঁদের সরকারি স্কুল ও ফ্লাড শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

বৃন্দাবন জানার বাড়ি ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় । তিনি ফ্লাড শেল্টারেই ছিলেন ৷ নিজের বাড়ির কী অবস্থায় আছে তা দেখতে বুধবার দুপুরে ফ্লাড শেল্টার থেকে বেরিয়ে বাড়ির দিকে গিয়েছিলেন তিনি । ঠিক সেই সময়ই নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে ৷ স্রোতের মুখে পড়ে ভেসে যান বৃন্দাবন । অনেক পরে জল কিছুটা নামলে স্থানীয় একটি পানের বরজে তাঁর দেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা । স্রোতের মুখে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের ৷

ঘূর্ণিঝড় যশের প্রকোপে জলস্ফীতিতে বুধবার সাগর ব্লকের ঘোড়ামারায় নিখোঁজ হয়েছে এক শিশু ৷ পাশাপাশি স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের ৷

অন্যদিকে দ্বীপের আর এক বাসিন্দা তাঁর বাচ্চা ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে ফ্লাড শেল্টারেরে দিকে রওনা দিয়েছেন । কিন্তু আচমকা মায়ের হাত থেকে বাচ্চা ফসকে গেলে বিপদসীমার উপরে বইতে থাকা স্রোত তাকে টেনে নিয়ে যায় ৷ সেই থেকেই নিখোঁজ রয়েছে শিশুটিও ।

কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, "খবর পেয়েছি । কিন্তু নদী ও সমুদ্রে উত্তাল ঢেউ থাকায় দ্বীপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি । দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এনডিআরএফ কর্মীদের পাঠানোর ব্যবস্থা করছি ।" যদিও এই ধরনের কোনও মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা এখনও নিশ্চিত করেনি পুলিশ ।

আরও পড়ুন : ঝড় থামতেই ডায়মন্ড হারবারে অভিষেক, খতিয়ে দেখলেন পরিস্থিতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.