ETV Bharat / state

পুকুরে ডুবে মৃত নাবালক, সরকারি প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন - Narendrapur boy death news

সকাল 11 টা নাগাদ পাড়ার আরও কয়েকটি বাচ্চার সঙ্গে খেলতে গেছিল সন্দীপ । তারপরই পুকুরে পড়ে যায় সে ৷ অনুপ সূত্রধর নামে এক ক্লাব সদস্য তাকে জল থেকে তুলে আনে । সন্দীপকে গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

death
author img

By

Published : Sep 29, 2019, 11:37 PM IST

নরেন্দ্রপুর , 29 সেপ্টেম্বর : লস্করপুর পেয়ারাবাগানে জলে ডুবে মৃত্যু এক নাবালকের ৷ মৃত নাবালকের নাম সন্দীপ দাস (8) ৷ সেই এলাকায় চলছে একটি সরকারি প্রকল্প ৷ সরকারি প্রকল্পের ঘেরা জায়গায় নিরাপত্তারক্ষীদের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ ৷

সকাল 11 টা নাগাদ পাড়ার আরও কয়েকটি বাচ্চার সঙ্গে সে খেলতে গেছিল । তারপরই পুকুরে পড়ে যায় সে ৷ দুপুর দেড়টা নাগাদ তার বন্ধুরা স্থানীয় উজ্জ্বল সংঘ ক্লাবের সদস্যদের বিষয়টি জানায় । খবর পেয়ে ক্লাবের দু'জন ঘটনাস্থানে যান ৷ সন্দীপকে খুঁজতে জলে নামেন তাঁরা ৷ অনুপ সূত্রধর নামে এক ক্লাব সদস্য তাকে জল থেকে তুলে আনে । সন্দীপকে গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

শুনুন বক্তব্য...
ক্লাবের সদস্যরা বলেন, কোনও নিরাপত্তারক্ষী এখানে নেই ৷ সরকারি প্রকল্পের জন্য আমাদের এলাকার রাস্তা খারাপ হয়েছে ৷ বারবার অভিযোগ করার পরও কোনও পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ ৷ মৃতের পিসি তনুশ্রী মৃধা বলেন, " সেখানে যদি 8 জন নিরাপত্তারক্ষীরা থাকেন তাহলে তাঁদের কাজই হল বাচ্চাদের নিরাপদ রাখা ৷ কোটি টাকার প্রকল্পে তারা নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও করতে পারে না ৷ বেড়াবাগান অনেক বড় এলাকা ৷ তাদের গাফিলতির কারণে আজ দুর্ঘটনা ঘটল ৷ " ওই এলাকায় সাধারণের ঢোকা নিষেধ ৷ তা সত্ত্বেও নাবালকরা সেখানে গেল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

স্থানীয় কাউন্সিলর নীতু দাস বলেন , "একজন শিশুর মৃত্যু সবসময়ই দুঃখজনক ঘটনা ৷ কিন্তু এটি একটি দুর্ঘটনা৷ সেখানে নিরাপত্তারক্ষীরা ছিলেন ৷ কেন তাঁরা লক্ষ্য করেননি তা আমরা দেখছি ৷"

নরেন্দ্রপুর , 29 সেপ্টেম্বর : লস্করপুর পেয়ারাবাগানে জলে ডুবে মৃত্যু এক নাবালকের ৷ মৃত নাবালকের নাম সন্দীপ দাস (8) ৷ সেই এলাকায় চলছে একটি সরকারি প্রকল্প ৷ সরকারি প্রকল্পের ঘেরা জায়গায় নিরাপত্তারক্ষীদের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ ৷

সকাল 11 টা নাগাদ পাড়ার আরও কয়েকটি বাচ্চার সঙ্গে সে খেলতে গেছিল । তারপরই পুকুরে পড়ে যায় সে ৷ দুপুর দেড়টা নাগাদ তার বন্ধুরা স্থানীয় উজ্জ্বল সংঘ ক্লাবের সদস্যদের বিষয়টি জানায় । খবর পেয়ে ক্লাবের দু'জন ঘটনাস্থানে যান ৷ সন্দীপকে খুঁজতে জলে নামেন তাঁরা ৷ অনুপ সূত্রধর নামে এক ক্লাব সদস্য তাকে জল থেকে তুলে আনে । সন্দীপকে গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

শুনুন বক্তব্য...
ক্লাবের সদস্যরা বলেন, কোনও নিরাপত্তারক্ষী এখানে নেই ৷ সরকারি প্রকল্পের জন্য আমাদের এলাকার রাস্তা খারাপ হয়েছে ৷ বারবার অভিযোগ করার পরও কোনও পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ ৷ মৃতের পিসি তনুশ্রী মৃধা বলেন, " সেখানে যদি 8 জন নিরাপত্তারক্ষীরা থাকেন তাহলে তাঁদের কাজই হল বাচ্চাদের নিরাপদ রাখা ৷ কোটি টাকার প্রকল্পে তারা নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও করতে পারে না ৷ বেড়াবাগান অনেক বড় এলাকা ৷ তাদের গাফিলতির কারণে আজ দুর্ঘটনা ঘটল ৷ " ওই এলাকায় সাধারণের ঢোকা নিষেধ ৷ তা সত্ত্বেও নাবালকরা সেখানে গেল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

স্থানীয় কাউন্সিলর নীতু দাস বলেন , "একজন শিশুর মৃত্যু সবসময়ই দুঃখজনক ঘটনা ৷ কিন্তু এটি একটি দুর্ঘটনা৷ সেখানে নিরাপত্তারক্ষীরা ছিলেন ৷ কেন তাঁরা লক্ষ্য করেননি তা আমরা দেখছি ৷"

Intro:সরকারী প্রজেক্টে জলে ডুবে মৃত্যু হল এক ৮ বছরের বালকের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে। মৃত শিশুর নাম সন্দীপ দাস(৮)। তার বাড়ি পেয়ারাবাগান এলাকাতেই। পাড়ার আরও কয়েকটি বাচ্ছার সাথে সে খেলতে গিয়েছিল সকাল ১১টা নাগাদ। দুপুর দেড়টা নাগাদ তার বন্ধুরাই স্থানীয় উজ্জ্বল সংঘ ক্লাবের সদস্যদের বিষয়টি জানায়। সাথে সাথেই দুজন জলে নামে অনুপ সুত্রধর নামে এক ক্লাব সদস্য তাকে উদ্ধার করে। তারপর গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোনোরকম নিরাপত্তা ছাড়ায় কাজ করা হচ্ছে। ফলে প্রায়ই নানানধরনের দুর্ঘটনা ঘটে। নির্মানকারী সংস্থার উদাসীনতার কারনেই এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।
বাইট১ - তনুশ্রী মৃধা, মৃতের পিসি।
বাইট২ - নীতু দাস, কাউন্সিলার ৩১ নম্বর ওয়ার্ড।
বাইট৩ - অনুপ সুত্রধর, উদ্ধারকারী
বাইট৪ - রাজু সরকার, এলাকার বাসিন্দা।Body:সরকারী প্রজেক্টে জলে ডুবে মৃত্যু হল এক ৮ বছরের বালকের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে। মৃত শিশুর নাম সন্দীপ দাস(৮)। তার বাড়ি পেয়ারাবাগান এলাকাতেই। পাড়ার আরও কয়েকটি বাচ্ছার সাথে সে খেলতে গিয়েছিল সকাল ১১টা নাগাদ। দুপুর দেড়টা নাগাদ তার বন্ধুরাই স্থানীয় উজ্জ্বল সংঘ ক্লাবের সদস্যদের বিষয়টি জানায়। সাথে সাথেই দুজন জলে নামে অনুপ সুত্রধর নামে এক ক্লাব সদস্য তাকে উদ্ধার করে। তারপর গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোনোরকম নিরাপত্তা ছাড়ায় কাজ করা হচ্ছে। ফলে প্রায়ই নানানধরনের দুর্ঘটনা ঘটে। নির্মানকারী সংস্থার উদাসীনতার কারনেই এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।
বাইট১ - তনুশ্রী মৃধা, মৃতের পিসি।
বাইট২ - নীতু দাস, কাউন্সিলার ৩১ নম্বর ওয়ার্ড।
বাইট৩ - অনুপ সুত্রধর, উদ্ধারকারী
বাইট৪ - রাজু সরকার, এলাকার বাসিন্দা।Conclusion:সরকারী প্রজেক্টে জলে ডুবে মৃত্যু হল এক ৮ বছরের বালকের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে। মৃত শিশুর নাম সন্দীপ দাস(৮)। তার বাড়ি পেয়ারাবাগান এলাকাতেই। পাড়ার আরও কয়েকটি বাচ্ছার সাথে সে খেলতে গিয়েছিল সকাল ১১টা নাগাদ। দুপুর দেড়টা নাগাদ তার বন্ধুরাই স্থানীয় উজ্জ্বল সংঘ ক্লাবের সদস্যদের বিষয়টি জানায়। সাথে সাথেই দুজন জলে নামে অনুপ সুত্রধর নামে এক ক্লাব সদস্য তাকে উদ্ধার করে। তারপর গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোনোরকম নিরাপত্তা ছাড়ায় কাজ করা হচ্ছে। ফলে প্রায়ই নানানধরনের দুর্ঘটনা ঘটে। নির্মানকারী সংস্থার উদাসীনতার কারনেই এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।
বাইট১ - তনুশ্রী মৃধা, মৃতের পিসি।
বাইট২ - নীতু দাস, কাউন্সিলার ৩১ নম্বর ওয়ার্ড।
বাইট৩ - অনুপ সুত্রধর, উদ্ধারকারী
বাইট৪ - রাজু সরকার, এলাকার বাসিন্দা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.