নরেন্দ্রপুর , 29 সেপ্টেম্বর : লস্করপুর পেয়ারাবাগানে জলে ডুবে মৃত্যু এক নাবালকের ৷ মৃত নাবালকের নাম সন্দীপ দাস (8) ৷ সেই এলাকায় চলছে একটি সরকারি প্রকল্প ৷ সরকারি প্রকল্পের ঘেরা জায়গায় নিরাপত্তারক্ষীদের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ ৷
সকাল 11 টা নাগাদ পাড়ার আরও কয়েকটি বাচ্চার সঙ্গে সে খেলতে গেছিল । তারপরই পুকুরে পড়ে যায় সে ৷ দুপুর দেড়টা নাগাদ তার বন্ধুরা স্থানীয় উজ্জ্বল সংঘ ক্লাবের সদস্যদের বিষয়টি জানায় । খবর পেয়ে ক্লাবের দু'জন ঘটনাস্থানে যান ৷ সন্দীপকে খুঁজতে জলে নামেন তাঁরা ৷ অনুপ সূত্রধর নামে এক ক্লাব সদস্য তাকে জল থেকে তুলে আনে । সন্দীপকে গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
স্থানীয় কাউন্সিলর নীতু দাস বলেন , "একজন শিশুর মৃত্যু সবসময়ই দুঃখজনক ঘটনা ৷ কিন্তু এটি একটি দুর্ঘটনা৷ সেখানে নিরাপত্তারক্ষীরা ছিলেন ৷ কেন তাঁরা লক্ষ্য করেননি তা আমরা দেখছি ৷"