ETV Bharat / state

হিলিতে 10 কেজি-গাঁজা সহ গ্রেপ্তার যুবক

বাংলাদেশে গাঁজা পাচার করতে গিয়ে BSF-র হাতে ধরা পড়ে বছর তেইশের গৌতম ৷ তার কাছ থেকে 10 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গাঁজা সহ তাকে শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে BSF ৷

গাঁজা সহ গ্রেপ্তার যুবক
গাঁজা সহ গ্রেপ্তার যুবক
author img

By

Published : Dec 11, 2019, 9:35 AM IST

হিলি (দক্ষিণ দিনাজপুর ) , 11 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের সময় 10 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল BSF ৷ গতরাতে হিলি থানার ভীমপুর BOP-র ঈশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ৷

ধৃতের নাম গৌতম রায় ৷ বাড়ি হিলি থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ৷ বাজেয়াপ্ত করা গাঁজার বাজারমূল্য এক লাখ টাকা ৷ গাঁজা সহ ধৃত গৌতমকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেন জওয়ানরা ৷ গতরাতে BSF-র কাছে গোপণ সূত্রে খবর আসে, বাংলাদেশে গাঁজা পাচার করা হচ্ছে ৷ সেই মতো অভিযান চালিয়ে গৌতমকে গ্রেপ্তার করেন জওয়ানরা ৷

BSF-র তরফে জানানো হয়, বাংলাদেশে পাচারের জন্য এই গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

হিলি (দক্ষিণ দিনাজপুর ) , 11 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের সময় 10 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল BSF ৷ গতরাতে হিলি থানার ভীমপুর BOP-র ঈশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ৷

ধৃতের নাম গৌতম রায় ৷ বাড়ি হিলি থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ৷ বাজেয়াপ্ত করা গাঁজার বাজারমূল্য এক লাখ টাকা ৷ গাঁজা সহ ধৃত গৌতমকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেন জওয়ানরা ৷ গতরাতে BSF-র কাছে গোপণ সূত্রে খবর আসে, বাংলাদেশে গাঁজা পাচার করা হচ্ছে ৷ সেই মতো অভিযান চালিয়ে গৌতমকে গ্রেপ্তার করেন জওয়ানরা ৷

BSF-র তরফে জানানো হয়, বাংলাদেশে পাচারের জন্য এই গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:বাংলাদেশে পাচারের আগে হিলিতে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার যুবক।। 

হিলি, ১১ ডিসেম্বর: বাংলাদেশে পাচারের আগে ১০ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল বিএসএফ। মঙ্গলবার রাতে হিলি থানার ভীমপুর বিওপির ঈশ্বরপুর এলাকায় হানা দিয়ে গৌতম রায়(৩৪) নামে ওই যুবককে গাঁজা সহ গ্রেপ্তার করে বিএসএফ। জিতের বাড়ি হিলি থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এক লাখ টাকা বলে জানা গেছে। ধৃত যুবককে উদ্ধার হওয়া গাঁজা সহ শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। 

জানা গেছে, এদিন রাতে গোপন সূত্রে বিএসএফের কাছে খবর আসে বাংলাদেশে নিষিদ্ধ গাঁজা পাচার করা হচ্ছে। এমন খবর পেয়ে বিএসএফের জওয়ানরা হিলি থানার ঈশ্বরপুর এলাকায় হানা দেয়। সেই সময় এক যুবককে গাঁজাসহ গ্রেপ্তার করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ধৃতের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএসএফের প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের জন্য গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজা পাচার চক্রের আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। এদিকে ধৃত যুবক ও উদ্ধার হওয়া গাজা শুল্ক তার হাতে তুলে দেয় বিএসএফ।

এবিষয়ে বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে পাচারের জন্য এই গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে ১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। গাঁজা পাচার চক্র আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।Body:Hili Conclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.