গঙ্গাসাগর, 9 জানুয়ারি :গঙ্গাসাগরে যাওয়ার পথে দু'জন তীর্থযাত্রীর মৃত্য়ু হল । ঘটনায় গুরুতর জখম আরও চার জন যাত্রী। বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাটি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার থানা এলাকার 117 নম্বর জাতীয় সড়কের দেবীপুর মোড় এলাকার।
আজ ভোর পাঁচটার সময় ডায়মন্ড হারবার থেকে অটোটি নুরপুরের দিকে যাচ্ছিল। অটোতে 6 জন যাত্রী ছিল বলেও জানা যায়। এরপরে দেবীপুর এর কাছে গঙ্গাসাগরের তীর্থযাত্রী বাস সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। স্থানীয়রা ছুটে এসে বাকিদের উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আহতরা।
ঘটনায় মোহনপুর পাম্পের দুই মহিলা কর্মী গুরুতর জখম হয়েছে। মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ভোরবেলা ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল। এর ফলে দুটি গাড়ি মুখোমুখি চলে আসে। বাসের তীর্থযাত্রীর কোনও ক্ষতি না হলেও অটোর চালকসহ সকলেই আহত হয়। সবাইকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত দুজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।