গঙ্গাসাগর, 15 জানুয়ারি: কোরোনা আবহে নির্বিঘ্নে সমাপ্ত হল গঙ্গাসাগর মেলা । মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণ বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয়েছিল পুণ্যযোগ । বৃহস্পতিবার ভোর-রাত থেকেই পুণ্যস্নান করলেন লাখ লাখ পুণ্যার্থী । যদিও মকরসংক্রান্তির পুণ্য তিথির পরেও বহু পুণ্যার্থী সাগরে স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরলেন । উল্লেখ্য, এবার কোরোনা আবহে ই-স্নানের পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই ই-স্নান জনপ্রিয় হয়েছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী ।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে সাগর মেলা নিয়ে বিস্তারিত জানালেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । সুব্রত মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত 20 লাখ 2 হাজার পুণ্যার্থী সাগরে স্নান করেছেন । পুণ্যতিথি ফুরোলেও এখনও বহু পুণ্যার্থী আসছেন । ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 2 লাখ 12 হাজার 500 জন ই-স্নান অর্ডার করেছেন । মেলা প্রাঙ্গনের 55টি কাউন্টার থেকে 75 হাজার তীর্থযাত্রীর হাতে বিনামূল্যে কৌটো ভরতি গঙ্গাজল তুলে দেওয়া হয়েছে । সারা ভারতের প্রায় 73 লাখ মানুষ সোশাল মিডিয়ার মাধ্যমে সাগর মেলার ই-দর্শন করেছেন ।
আরও পড়ুন: নাতিপুতি সহায়, বিহার থেকে হুইল চেয়ারে গঙ্গাসাগরে অশীতিপর শান্তি দেবী
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী আরও জানান, মেলার প্রবেশপথে প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । প্রায় 1 লাখ পুণ্যার্থীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে । 10 হাজারের বেশি র্যানডম টেস্ট করানো হয়েছে । যদিও সাগরমেলার কোনও তীর্থযাত্রীর শরীরেই কোরোনার ভাইরাস মেলেনি বলে দাবি প্রশাসনের । তবে, মহামারীর কথা মাথায় রেখে প্রশাসনের তরফে 15 লাখের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে পুণ্যার্থীদের ।