ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশে জয়নগরে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দিল কংগ্রেস

Congress Gives Relief to Victims of Joyanagar: বামনগাছির দলুয়াখাকি গ্রামে বাড়িঘর পুঁড়ে যাওয়া গ্রামবাসীদের হাতে ত্রাণ তুলে দিল কংগ্রেস ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পুলিশি নিরাপত্তায় ত্রাণ দেওয়া হয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:08 PM IST

জয়নগরে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের সমালোচনা কংগ্রেসের

জয়নগর, 21 নভেম্বর: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছাল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ তিনদিন আগে কংগ্রেসের প্রতিনিধি দল জয়নগরে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয় ৷ ফলে দলুয়াখাকি গ্রামে না গিয়েই ফিরে আসে কংগ্রেস ৷

গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কংগ্রেসের প্রতিনিধি দল আজ জয়নগরে পৌঁছায় ৷ যদিও গ্রামে ঢোকেনি কংগ্রেস নেতারা ৷ জয়নগরে দক্ষিণ বারাসাত বয়েজ স্কুলের সামনে গ্রামের ক্ষতিগ্রস্ত মহিলাদের হাতে প্রয়োজনীয় সামগ্রিক তুলে দেওয়া হয় ৷ মূলত, অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না হয়, তাই জয়নগর দক্ষিণ বারাসাত বয়েজ সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ পুলিশের উপস্থিতিতে গ্রামবাসীদের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস ও পড়ুয়াদের জন্য বই খাতা তুলে দেওয়া হয় ৷

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ ত্রাণ পৌঁছে দিতে এসেছিলেন জয়নগরে ৷ ত্রাণ সামগ্রিক তুলে দিতে গিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন সৌম্য আইচ ৷ তিনি বলেন, ‘‘5000 টাকা প্রতি ব্যক্তি পিছু খাবার-দাবারের পিছনে খরচা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাণিজ্যের নামে কাঁচকলা করছেন উনি ৷ এখানে মানুষ অভুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে ৷ সে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷ আমরা এখানে রাজনীতি করতে আসিনি ৷ মানুষের পাশে থাকতে এসেছি ৷’’

তাঁর বক্তব্য মানুষের সাহায্যের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ত্রাণ সামগ্রিক পাঠিয়েছেন ৷ তবে, গ্রামে গিয়ে কেন ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন না কংগ্রেস নেতারা ? এ নিয়ে কোনও কথা বলেনি কংগ্রেস ৷ সৌম্য আইচ শুধু বলেন, ‘‘আমরা গ্রামে ঢুকিনি, গ্রামের ক্ষতিগ্রস্তের কয়েকজনকে এখানে ডেকে, তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি ৷ পুলিশ প্রশাসনের তদারকিতে যাতে গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ পৌঁছে যায়, সেই ব্যবস্থা করা হোক ৷’’

আরও পড়ুন:

  1. জয়নগরে গ্রাম জ্বালানোর ঘটনায় গ্রেফতার 3 তৃণমূল নেতা
  2. খুনের তদন্তে পুলিশের উপর আস্থা প্রকাশ নিহত তৃণমূল নেতা সইফুদ্দিনের বাবা

জয়নগরে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের সমালোচনা কংগ্রেসের

জয়নগর, 21 নভেম্বর: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছাল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ তিনদিন আগে কংগ্রেসের প্রতিনিধি দল জয়নগরে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয় ৷ ফলে দলুয়াখাকি গ্রামে না গিয়েই ফিরে আসে কংগ্রেস ৷

গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কংগ্রেসের প্রতিনিধি দল আজ জয়নগরে পৌঁছায় ৷ যদিও গ্রামে ঢোকেনি কংগ্রেস নেতারা ৷ জয়নগরে দক্ষিণ বারাসাত বয়েজ স্কুলের সামনে গ্রামের ক্ষতিগ্রস্ত মহিলাদের হাতে প্রয়োজনীয় সামগ্রিক তুলে দেওয়া হয় ৷ মূলত, অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না হয়, তাই জয়নগর দক্ষিণ বারাসাত বয়েজ সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ পুলিশের উপস্থিতিতে গ্রামবাসীদের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস ও পড়ুয়াদের জন্য বই খাতা তুলে দেওয়া হয় ৷

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ ত্রাণ পৌঁছে দিতে এসেছিলেন জয়নগরে ৷ ত্রাণ সামগ্রিক তুলে দিতে গিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন সৌম্য আইচ ৷ তিনি বলেন, ‘‘5000 টাকা প্রতি ব্যক্তি পিছু খাবার-দাবারের পিছনে খরচা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাণিজ্যের নামে কাঁচকলা করছেন উনি ৷ এখানে মানুষ অভুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে ৷ সে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷ আমরা এখানে রাজনীতি করতে আসিনি ৷ মানুষের পাশে থাকতে এসেছি ৷’’

তাঁর বক্তব্য মানুষের সাহায্যের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ত্রাণ সামগ্রিক পাঠিয়েছেন ৷ তবে, গ্রামে গিয়ে কেন ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন না কংগ্রেস নেতারা ? এ নিয়ে কোনও কথা বলেনি কংগ্রেস ৷ সৌম্য আইচ শুধু বলেন, ‘‘আমরা গ্রামে ঢুকিনি, গ্রামের ক্ষতিগ্রস্তের কয়েকজনকে এখানে ডেকে, তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি ৷ পুলিশ প্রশাসনের তদারকিতে যাতে গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ পৌঁছে যায়, সেই ব্যবস্থা করা হোক ৷’’

আরও পড়ুন:

  1. জয়নগরে গ্রাম জ্বালানোর ঘটনায় গ্রেফতার 3 তৃণমূল নেতা
  2. খুনের তদন্তে পুলিশের উপর আস্থা প্রকাশ নিহত তৃণমূল নেতা সইফুদ্দিনের বাবা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.