ETV Bharat / state

লকেট চ্যাটার্জির ছবি দিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট - budgebudge

BJP নেত্রী লকেট চ্যাটার্জির ছবি নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করল BJP-র জেলা সহ সভাপতি।

Locket
author img

By

Published : Mar 17, 2019, 11:32 PM IST

বজবজ, ১৭ মার্চ : BJP নেত্রী লকেট চ্যাটার্জির ছবি নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করল BJP-র জেলা সহ সভাপতি। তাঁর অভিযোগ, বজবজের শ্যামপুরের বাসিন্দা বাবলু মল্লিকের অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করা হয়েছে।

বাবলুর বিরুদ্ধে জেলাশাসক ও বজবজ থানায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন BJP-র জেলা সহ সভাপতি সুফল ঘাঁটু। বাবলু তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করেছেন সুফল।

সুফল বলেন, "ফেসবুক খুলে দেখলাম বজবজের বাসিন্দা বাবলু মল্লিক আমার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জির ছবি দিয়ে কুরুচিকর পোস্ট করেছে। ওর তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই পোস্টের ফলে ভারতীয় জনতা পার্টির এবং আমার নেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই কারণে আমি চাই বাবলু মল্লিককে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। "

বজবজ, ১৭ মার্চ : BJP নেত্রী লকেট চ্যাটার্জির ছবি নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করল BJP-র জেলা সহ সভাপতি। তাঁর অভিযোগ, বজবজের শ্যামপুরের বাসিন্দা বাবলু মল্লিকের অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করা হয়েছে।

বাবলুর বিরুদ্ধে জেলাশাসক ও বজবজ থানায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন BJP-র জেলা সহ সভাপতি সুফল ঘাঁটু। বাবলু তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করেছেন সুফল।

সুফল বলেন, "ফেসবুক খুলে দেখলাম বজবজের বাসিন্দা বাবলু মল্লিক আমার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জির ছবি দিয়ে কুরুচিকর পোস্ট করেছে। ওর তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই পোস্টের ফলে ভারতীয় জনতা পার্টির এবং আমার নেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই কারণে আমি চাই বাবলু মল্লিককে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। "

Moradabad (Uttar Pradesh), Mar 17 (ANI): In a horrific incident, a minor girl in Uttar Pradesh's Moradabad was allegedly gang raped by four men. All four have been arrested by the police. The incident took place when the 16-year-old was leaving her house to use a nearby toilet, where the men abducted her and gang raped her in the field. The police was fortunately on patrolling and reached the spot to arrest the culprits after the girl screamed for help.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.