ETV Bharat / state

আমফানে ছিঁড়েছে নাইলনের জাল, বাঘের হানা বাড়বে; আশঙ্কায় সুন্দরবন

আমফানের জেরে ছিঁড়ে গিয়েছে 132 কিলোমিটার জুড়ে থাকা নাইলনের জাল ৷ আর এতেই শুরু হয়েছে বাঘ আতঙ্ক ৷ সুন্দরবনবাসীদের পাশে থাকতে ও ভরসা জোগাতে নিজেই পরিদর্শনে গিয়েছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷

বাঘ আতঙ্কে সুন্দরবন
বাঘ আতঙ্কে সুন্দরবন
author img

By

Published : Jun 4, 2020, 1:28 PM IST

সুন্দরবন, 4 জুন : আমফানের জেরে ক্ষতিগ্রস্ত গোটা দক্ষিণবঙ্গ ৷ ক্ষতির মুখে কৃষক ও মৎস্যজীবীরা ৷ সুন্দরবনে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি ৷ এক কোটির উপর গাছ নষ্ট হয়েছে ৷ ছিঁড়ে গিয়েছে 132 কিলোমিটার জুড়ে থাকা নাইলনের জাল ৷ আর এতেই শুরু হয়েছে আতঙ্ক ৷

এই নাইলনের জাল বা ফেন্সিং সুন্দরবনের জনবসতি এলাকাগুলিকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করে ৷ এই ফেন্সিংয়ের জন্যই বাঘ ঢুকতে পারে না গ্রামগুলিতে ৷ কিন্তু, আমফানের জেরে ছিঁড়ে গিয়েছে এই জাল ৷ ফলে বাঘের হামলার আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবাসীর ৷ তাঁদের আশ্বস্ত করতে আজ সুন্দরবন পরিদর্শনে গিয়েছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ যে সমস্ত জায়গায় জাল ছিঁড়ে গিয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখেন তিনি ৷

বনকর্মীদের মনোবল বাড়াতে বাঘ আটকানোর এই নাইলনের জাল দিয়ে জঙ্গল ঘিরতে সাহায্য করেন নিজেই ৷ রাজীববাবু বলেন, "আমফানের জেরে 132 কিলোমিটার জুড়ে থাকা নাইলনের জাল ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে ৷ ড্রোনের সাহায্যে দেখা গিয়েছে, কয়েক জায়গায় বাঁঘ সাঁতরে আসার চেষ্টা করেছে ৷ কিন্তু, এখনও সেরকম হামলার কোনও খবর পাইনি ৷ বনকর্মীরা সারাক্ষণ পাহারা দিচ্ছেন ৷ এক সপ্তাহের মধ্যে নতুন করে এই জাল লাগানোর কাজ শেষ হবে ৷"

এক সপ্তাহের মধ্যে নাইলনের জাল দিয়ে ফের ঘিরে ফেলা হবে বলে জানালেন বনমন্ত্রী

এছাড়া সুন্দরবন এলাকায় প্রায় এক কোটি গাছ উপড়ে পড়ে গিয়েছে ৷ তাই পশ্চিমবঙ্গজুড়ে প্রায় তিন কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে বন দপ্তর ৷ সুন্দরবনের জঙ্গলে প্রায় 10 লাখ ম্যানগ্রোভ লাগানো হবে বলেও জানান রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

সুন্দরবন, 4 জুন : আমফানের জেরে ক্ষতিগ্রস্ত গোটা দক্ষিণবঙ্গ ৷ ক্ষতির মুখে কৃষক ও মৎস্যজীবীরা ৷ সুন্দরবনে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি ৷ এক কোটির উপর গাছ নষ্ট হয়েছে ৷ ছিঁড়ে গিয়েছে 132 কিলোমিটার জুড়ে থাকা নাইলনের জাল ৷ আর এতেই শুরু হয়েছে আতঙ্ক ৷

এই নাইলনের জাল বা ফেন্সিং সুন্দরবনের জনবসতি এলাকাগুলিকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করে ৷ এই ফেন্সিংয়ের জন্যই বাঘ ঢুকতে পারে না গ্রামগুলিতে ৷ কিন্তু, আমফানের জেরে ছিঁড়ে গিয়েছে এই জাল ৷ ফলে বাঘের হামলার আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবাসীর ৷ তাঁদের আশ্বস্ত করতে আজ সুন্দরবন পরিদর্শনে গিয়েছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ যে সমস্ত জায়গায় জাল ছিঁড়ে গিয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখেন তিনি ৷

বনকর্মীদের মনোবল বাড়াতে বাঘ আটকানোর এই নাইলনের জাল দিয়ে জঙ্গল ঘিরতে সাহায্য করেন নিজেই ৷ রাজীববাবু বলেন, "আমফানের জেরে 132 কিলোমিটার জুড়ে থাকা নাইলনের জাল ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে ৷ ড্রোনের সাহায্যে দেখা গিয়েছে, কয়েক জায়গায় বাঁঘ সাঁতরে আসার চেষ্টা করেছে ৷ কিন্তু, এখনও সেরকম হামলার কোনও খবর পাইনি ৷ বনকর্মীরা সারাক্ষণ পাহারা দিচ্ছেন ৷ এক সপ্তাহের মধ্যে নতুন করে এই জাল লাগানোর কাজ শেষ হবে ৷"

এক সপ্তাহের মধ্যে নাইলনের জাল দিয়ে ফের ঘিরে ফেলা হবে বলে জানালেন বনমন্ত্রী

এছাড়া সুন্দরবন এলাকায় প্রায় এক কোটি গাছ উপড়ে পড়ে গিয়েছে ৷ তাই পশ্চিমবঙ্গজুড়ে প্রায় তিন কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে বন দপ্তর ৷ সুন্দরবনের জঙ্গলে প্রায় 10 লাখ ম্যানগ্রোভ লাগানো হবে বলেও জানান রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.