কলকাতা, 3 এপ্রিল: কোরোনা হাসপাতাল করা যাবে না, এমন দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান হাসপাতাল কর্মীরা । ঘটনা MR বাঙুর হাসপাতালের।
M R বাঙুর হাসপাতাল দক্ষিণ 24 পরগনার জেলা সদর হাসপাতাল। এই হাসপাতালের নতুন বিল্ডিং গড়ে তৈরি করা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। জানা গিয়েছে, এই হাসপাতালের পুরোনো যে বিল্ডিং রয়েছে সেখানে কোরোনা হাসপাতাল গড়ে তোলা হবে অর্থাৎ, শুধুমাত্র নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এ আক্রান্তদের রাখা হবে এখানে। এমন বিষয়কে কেন্দ্র করে আজ সকালে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতালের কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভরতরা প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গিয়েছে।
COVID-19-এর সংক্রমণ সন্দেহে অথবা COVID-19-এর পজেটিভ রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালের নার্স, সাফাইকর্মীদের যথাযথ মাস্ক এবং পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কর্তৃপক্ষ। তবে, এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি ৷
কোরোনা হাসপাতাল নয়, বিক্ষোভ MR বাঙুরে - কোরোনা হাসপাতাল
M R বাঙুর হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ে কোরোনা হাসপাতাল গড়ে তোলা হবে এমন পরিকল্পনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান হাসপাতাল কর্মীরা ৷ হাসপাতালের নার্স, সাফাইকর্মীরা অভিযোগ করেন, COVID-19-এর পজেটিভ রোগীদের চিকিৎসার জন্য তাঁদের মাস্ক এবং পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) দেওয়া হচ্ছে না
কলকাতা, 3 এপ্রিল: কোরোনা হাসপাতাল করা যাবে না, এমন দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান হাসপাতাল কর্মীরা । ঘটনা MR বাঙুর হাসপাতালের।
M R বাঙুর হাসপাতাল দক্ষিণ 24 পরগনার জেলা সদর হাসপাতাল। এই হাসপাতালের নতুন বিল্ডিং গড়ে তৈরি করা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। জানা গিয়েছে, এই হাসপাতালের পুরোনো যে বিল্ডিং রয়েছে সেখানে কোরোনা হাসপাতাল গড়ে তোলা হবে অর্থাৎ, শুধুমাত্র নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এ আক্রান্তদের রাখা হবে এখানে। এমন বিষয়কে কেন্দ্র করে আজ সকালে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতালের কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভরতরা প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গিয়েছে।
COVID-19-এর সংক্রমণ সন্দেহে অথবা COVID-19-এর পজেটিভ রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালের নার্স, সাফাইকর্মীদের যথাযথ মাস্ক এবং পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কর্তৃপক্ষ। তবে, এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি ৷