ETV Bharat / state

Mallikpur Police Camp : লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বারুইপুরে নয়া পুলিশ ক্যাম্প - মল্লিকপুর গ্রামপঞ্চায়েত

বারুইপুরের মল্লিকপুরে নতুন পুলিশ ক্যাম্প ৷ গতকাল রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ওই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন ৷

New Police Camp at Mallikpur under Baruipur District Police
আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে বারুইপুরে নয়া পুলিশ ক্যাম্প
author img

By

Published : Sep 15, 2021, 5:20 PM IST

বারুইপুর, 15 সেপ্টেম্বর : বারুইপুরের মল্লিকপুর গ্রামপঞ্চায়েত ও রেল স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা বারুইপুর পুলিশ স্টেশনের অন্তর্গত ৷ এই এলাকার বিশাল পরিধিকে মাথায় রেখে এবার নতুন একটি পুলিশ ক্যাম্প তৈরি হল বারুইপুরে ৷ মঙ্গলবার সন্ধ্যায় ওই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যে অনুষ্ঠানে বারুইপুর জেলা পুলিশের পদস্থ আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷

মল্লিকপুর এলাকার আইনশৃঙ্খলা এবং সেখানকার জনসংখ্যা এবং স্থানীয় ব্যবসায়িক পরিধি বিচার করে রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছে একটি নতুন পুলিশ ক্যাম্প খোলার আর্জি জানিয়েছিল বারুইপুর পুলিশ প্রশাসন ৷ সেই আর্জি মতো সবদিক বিবেচনা করে নতুন পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে মল্লিকপুর এলাকায় ৷ এবার ওই অঞ্চলের আইনশৃঙ্খলার উপর পুলিশের নিয়ন্ত্রণ আরও মজবুত হবে বলে আশা করছে স্থানীয়রা ৷

আরও পড়ুন : Engineers' Day: বিশ্বের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

নয়া এই ক্যাম্প নিয়ে বারুইপুর জেলা পুলিশের সুপার জানিয়েছেন, নতুন এই পুলিশ ক্যাম্প তৈরির ফলে মল্লিকপুরের নাগরিকদের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে ৷ সব নাগরিকই যাতে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, সেই আবেদন জানান তিনি ৷ পাশাপাশি নয়া এই পুলিশ ক্যাম্পে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যার অভিযোগ জানাতে পারবেন ৷ বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় মল্লিকপুর এলাকার নাগরিকদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন : Saayoni Ghosh on Tripura : মেদিনীপুর থেকে 100 ছেলে পাঠিয়ে ত্রিপুরায় বিজেপিকে ধূলিসাৎ করে দেব, হুঁশিয়ারি সায়নীর

বারুইপুর, 15 সেপ্টেম্বর : বারুইপুরের মল্লিকপুর গ্রামপঞ্চায়েত ও রেল স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা বারুইপুর পুলিশ স্টেশনের অন্তর্গত ৷ এই এলাকার বিশাল পরিধিকে মাথায় রেখে এবার নতুন একটি পুলিশ ক্যাম্প তৈরি হল বারুইপুরে ৷ মঙ্গলবার সন্ধ্যায় ওই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যে অনুষ্ঠানে বারুইপুর জেলা পুলিশের পদস্থ আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷

মল্লিকপুর এলাকার আইনশৃঙ্খলা এবং সেখানকার জনসংখ্যা এবং স্থানীয় ব্যবসায়িক পরিধি বিচার করে রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছে একটি নতুন পুলিশ ক্যাম্প খোলার আর্জি জানিয়েছিল বারুইপুর পুলিশ প্রশাসন ৷ সেই আর্জি মতো সবদিক বিবেচনা করে নতুন পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে মল্লিকপুর এলাকায় ৷ এবার ওই অঞ্চলের আইনশৃঙ্খলার উপর পুলিশের নিয়ন্ত্রণ আরও মজবুত হবে বলে আশা করছে স্থানীয়রা ৷

আরও পড়ুন : Engineers' Day: বিশ্বের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

নয়া এই ক্যাম্প নিয়ে বারুইপুর জেলা পুলিশের সুপার জানিয়েছেন, নতুন এই পুলিশ ক্যাম্প তৈরির ফলে মল্লিকপুরের নাগরিকদের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে ৷ সব নাগরিকই যাতে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, সেই আবেদন জানান তিনি ৷ পাশাপাশি নয়া এই পুলিশ ক্যাম্পে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যার অভিযোগ জানাতে পারবেন ৷ বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় মল্লিকপুর এলাকার নাগরিকদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন : Saayoni Ghosh on Tripura : মেদিনীপুর থেকে 100 ছেলে পাঠিয়ে ত্রিপুরায় বিজেপিকে ধূলিসাৎ করে দেব, হুঁশিয়ারি সায়নীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.