ETV Bharat / state

করোনা মোকাবিলায় ক্য়ানিংয়ে 250 শয্যার নতুন কোভিড হাসপাতাল

author img

By

Published : Apr 23, 2021, 7:29 PM IST

ক্যানিংয়ে 250 শয্যার নতুন কোভিড হাসপাতাল চালুর উদ্যোগ ৷ ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে তৈরি হওয়া মাদার অ্য়ান্ড চাইল্ড হাবের ভবনেই নতুন করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷

Wb_s24_01_canning_covid_action_wbs10024
করোনা মোকাবিলায় ক্য়ানিংয়ে নতুন কোভিড হাসপাতাল

ক্যানিং, 23 এপ্রিল : ক্যানিংয়ে 250 শয্যার নতুন কোভিড হাসপাতাল চালুর উদ্যোগ ৷ গত বছর করোনার প্রথম ধাক্কা সামলাতে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে তড়িঘড়ি কোভিড হাসপাতাল চালু করা হয়েছিল ৷ সেখানে বর্তমানে 55টি শয্যা রয়েছে ৷ যার মধ্যে পাঁচটি শয্যায় রয়েছে সিসিইউয়ের সুবিধা ৷ ইতিমধ্যেই এই হাসপাতালের বেশিরভাগ শয্যাই ভর্তি।

অন্যদিকে, রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতালও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ৷ অধিকাংশ শয্য়াই আর ফাঁকা নেই ৷ করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়েছে, তাতে এবার অনেক বেশি মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা ৷ সেই বিপুল পরিমাণ রোগীদের চিকিৎসার কথা ভেবেই ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে তৈরি হওয়া মাদার অ্য়ান্ড চাইল্ড হাবের ভবনেই নতুন করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন : কোভিড হাসপাতালে বেড বাড়লেও নেই পর্যাপ্ত ডাক্তার ও নার্স , উদ্বেগে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর

আগামী আট থেকে 10 দিনের মধ্যেই এই ভবনের পরিকাঠামো কোভিড চিকিৎসার উপযোগী করে তোলার নির্দেশ দিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার জেলাশাসক অন্তরা আচার্য ৷ শুক্রবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন জেলাশাসক ৷

প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই এই ভবনটি নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ শুধুমাত্র বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা হলেই ভবনটি চালু করা সম্ভব ৷ সেই মোতাবেক, এদিন বিদ্য়ুৎ বিভাগ, জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের আধিকারিকদের দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক ৷

ক্যানিং, 23 এপ্রিল : ক্যানিংয়ে 250 শয্যার নতুন কোভিড হাসপাতাল চালুর উদ্যোগ ৷ গত বছর করোনার প্রথম ধাক্কা সামলাতে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে তড়িঘড়ি কোভিড হাসপাতাল চালু করা হয়েছিল ৷ সেখানে বর্তমানে 55টি শয্যা রয়েছে ৷ যার মধ্যে পাঁচটি শয্যায় রয়েছে সিসিইউয়ের সুবিধা ৷ ইতিমধ্যেই এই হাসপাতালের বেশিরভাগ শয্যাই ভর্তি।

অন্যদিকে, রাজ্যের বেশিরভাগ কোভিড হাসপাতালও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ৷ অধিকাংশ শয্য়াই আর ফাঁকা নেই ৷ করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়েছে, তাতে এবার অনেক বেশি মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা ৷ সেই বিপুল পরিমাণ রোগীদের চিকিৎসার কথা ভেবেই ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে তৈরি হওয়া মাদার অ্য়ান্ড চাইল্ড হাবের ভবনেই নতুন করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন : কোভিড হাসপাতালে বেড বাড়লেও নেই পর্যাপ্ত ডাক্তার ও নার্স , উদ্বেগে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর

আগামী আট থেকে 10 দিনের মধ্যেই এই ভবনের পরিকাঠামো কোভিড চিকিৎসার উপযোগী করে তোলার নির্দেশ দিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার জেলাশাসক অন্তরা আচার্য ৷ শুক্রবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন জেলাশাসক ৷

প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই এই ভবনটি নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ শুধুমাত্র বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা হলেই ভবনটি চালু করা সম্ভব ৷ সেই মোতাবেক, এদিন বিদ্য়ুৎ বিভাগ, জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের আধিকারিকদের দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.