ETV Bharat / state

Murder in Baruipur: জমি বিবাদের জেরে কাকাকে কুপিয়ে খুন ভাইপোর - Nephew allegedly killed uncle in Baruipur

ভাইপোর বিরুদ্ধে ছুরি দিয়ে কাকাকে আক্রমণের অভিযোগ উঠল ৷ জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি ৷ মৃত্যু হয় কাকার ৷ জমি নিয়ে বিবাদের জেরেই খুন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
ভাইপোর হাতে কাকা খুন
author img

By

Published : Jun 29, 2023, 3:10 PM IST

ছুরি দিয়ে হামলা চালিয়ে কাকাকে খুনের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

বারুইপুর, 29 জুন: জমিতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ ৷ আর সেই বিবাদের জেরে ভাইপোর হাতে 'খুন' হলেন কাকা ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরে কুমোরহাটে ৷ অভিযোগ এদিন রাতে কাকা বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় ভাইপো ৷ কাকা দোকান বন্ধ করে ফেরার পথে পিছন থেকে অভিযুক্ত যুবক কাকাকে ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ৷ জখম ব্যক্তিকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো ৷ তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উসমান ঢালি (34) ৷ অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে তাঁকে ছুরি মারে ভাইপো হাসাম ঢালি ৷

উসমানকে রক্তাক্ত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তিনি এতটাই জখম ছিলেন যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, উসমান ঢালির প্রতিবেশী হাসাম ঢালি ৷ তাঁরা সম্পর্কে কাকা-ভাইপো ৷ সূর্যপুর সেতুর কাছে উসমান ঢালির কাপড়ের দোকান আছে ৷ সেই দোকান বন্ধ করেই বুধবার রাতে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে ।

উসমান ঢালির বোনের জমিতে পাঁচিল দেওয়া হচ্ছিল ৷ এই জমির সীমানা ছিল হাসাম ঢালির জমির দিকে ৷ এনিয়ে মঙ্গলবার বিকেলে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে ৷ পাঁচিলও ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আত্মীয়রা । তারপর রাতে এই খুনের ঘটনা ঘটে ৷ বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

আরও পড়ুন: কাকাকে বাঁশ দিয়ে পিটিয়ে 'খুন', অভিযুক্ত ভাইপো

কয়েকদিন আগে কাকাকে খুন করার ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ এখানেও অভিযোগ ওঠে ভাইপোর বিরুদ্ধে ৷ গরুর খাবার তৈরির সময় কাকাকে বাঁশ দিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় ৷

ছুরি দিয়ে হামলা চালিয়ে কাকাকে খুনের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

বারুইপুর, 29 জুন: জমিতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ ৷ আর সেই বিবাদের জেরে ভাইপোর হাতে 'খুন' হলেন কাকা ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরে কুমোরহাটে ৷ অভিযোগ এদিন রাতে কাকা বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় ভাইপো ৷ কাকা দোকান বন্ধ করে ফেরার পথে পিছন থেকে অভিযুক্ত যুবক কাকাকে ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ৷ জখম ব্যক্তিকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো ৷ তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উসমান ঢালি (34) ৷ অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে তাঁকে ছুরি মারে ভাইপো হাসাম ঢালি ৷

উসমানকে রক্তাক্ত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তিনি এতটাই জখম ছিলেন যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, উসমান ঢালির প্রতিবেশী হাসাম ঢালি ৷ তাঁরা সম্পর্কে কাকা-ভাইপো ৷ সূর্যপুর সেতুর কাছে উসমান ঢালির কাপড়ের দোকান আছে ৷ সেই দোকান বন্ধ করেই বুধবার রাতে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে ।

উসমান ঢালির বোনের জমিতে পাঁচিল দেওয়া হচ্ছিল ৷ এই জমির সীমানা ছিল হাসাম ঢালির জমির দিকে ৷ এনিয়ে মঙ্গলবার বিকেলে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে ৷ পাঁচিলও ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আত্মীয়রা । তারপর রাতে এই খুনের ঘটনা ঘটে ৷ বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

আরও পড়ুন: কাকাকে বাঁশ দিয়ে পিটিয়ে 'খুন', অভিযুক্ত ভাইপো

কয়েকদিন আগে কাকাকে খুন করার ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ এখানেও অভিযোগ ওঠে ভাইপোর বিরুদ্ধে ৷ গরুর খাবার তৈরির সময় কাকাকে বাঁশ দিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.