ETV Bharat / state

Dog Lovers Face Heat: পাড়ার কুকুরদের শিক দিয়ে আঘাত যুবকদের ! প্রতিবাদ করায় আক্রান্ত পশুপ্রেমী প্রতিবেশীরা - প্রতিবাদ করাায় আক্রান্ত পশুপ্রেমী প্রতিবেশী

পাড়ার কুকুরদের শিক দিয়ে আঘাত করার অভিযোগ যুবকদের বিরুদ্ধে ৷ প্রতিবাদ করে তাঁদের হাতে আক্রান্ত হলেন পশুপ্রেমী প্রতিবেশীরা ৷

Dog Lovers beaten up
কুকুরদের অত্যাচার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 4:37 PM IST

পাড়ার কুকুরদের আঘাতের প্রতিবাদ করায় আক্রান্ত পশুপ্রেমী প্রতিবেশী

বারুইপুর, 11 সেপ্টেম্বর: পাড়ার কুকুরদের লক্ষ্য করে শিক দিয়ে আঘাত যুবকদের ! এর প্রতিবাদ করায় তাঁদের হাতে আক্রান্ত হলেন পশুপ্রেমী প্রতিবেশীরা ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকার নড়িদানার ৷ অভিযোগ, এলাকারই কয়েকজন যুবক কুকুরদের উপর অত্যাচার করছিল । আর তাদের হাত থেকে কুকুরদের বাঁচাতে গেলে মারধর করা হয় আশেপাশের বাসিন্দাদের । এর জেরে কারও মাথা ফাটল, তো কারও শরীরে একাধিক আঘাত লাগে, যুবকদের হামলায় একেবারে রক্তারক্তি কাণ্ড । ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ । সবচেয়ে বেশি আহত হয়েছেন অভিষেক মণ্ডল ও তাঁর বাবা কার্তিক মণ্ডল ।

আক্রান্ত অভিষেক মণ্ডল বলেন, "মাঠে ছিলাম, হঠাৎ শুনি আমরা যে কুকুরগুলোকে খেতে দিই, দেখাশোনা করি, তারা খুব চিৎকার করছে । কাছে গিয়ে দেখি, একটা কুকুরের পায়ে এফোড়-ওফোড় করে শিক গেঁথে গিয়েছে । পাড়ারই কয়েকজন ছেলে এই কাণ্ড ঘটিয়েছে । আমি প্রতিবাদ করতে গেলে ব্য়াপক ঝামেলা হয় । তারপর বাড়িতে এসে মারধর করে ।" কার্তিক মণ্ডল বলেন, "ওই যুবকদের কথাবার্তাই আলাদা । বলছে, কী করবেন করে নিন । কুকুরদের উপর এভাবে অত্যাচার করছে ! ওদের কি প্রাণ নেই?"

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা এলাকার বেশ কিছু কুকুরকে রোজ খাবার দেন ও তাদের দেখভাল করেন । অভিযোগ, তাঁদের চোখের সামনেই একটি কুকুরকে ধারালো লোহার শিক দিয়ে পায়ে আঘাত করে এলাকার কিছু যুবক । ঘটনার প্রতিবাদ জানান অভিষেক মণ্ডল নামে ওই যুবক ও তাঁর পরিবার । তাঁদের দাবি, তারপরই তাঁদেরকে এসে প্রথমে গালিগালাজ করে ওই যুবকরা । পরে বাড়িতে চড়াও হয়ে মারধর করে প্রায় 25 থেকে 30 জন মদ্যপ ।

আরও পড়ুন: দেরাদুনে পোষা কুকুরকে বিয়ার খাওয়ানোর ভিডিয়ো ভাইরাল, মালিকের বিরুদ্ধে দায়ের মামলা

অভিযোগ, কার্তিক মণ্ডলের ছেলে অভিষেকের মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । এই ঘটনায় একাধিকজনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা ।

পাড়ার কুকুরদের আঘাতের প্রতিবাদ করায় আক্রান্ত পশুপ্রেমী প্রতিবেশী

বারুইপুর, 11 সেপ্টেম্বর: পাড়ার কুকুরদের লক্ষ্য করে শিক দিয়ে আঘাত যুবকদের ! এর প্রতিবাদ করায় তাঁদের হাতে আক্রান্ত হলেন পশুপ্রেমী প্রতিবেশীরা ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকার নড়িদানার ৷ অভিযোগ, এলাকারই কয়েকজন যুবক কুকুরদের উপর অত্যাচার করছিল । আর তাদের হাত থেকে কুকুরদের বাঁচাতে গেলে মারধর করা হয় আশেপাশের বাসিন্দাদের । এর জেরে কারও মাথা ফাটল, তো কারও শরীরে একাধিক আঘাত লাগে, যুবকদের হামলায় একেবারে রক্তারক্তি কাণ্ড । ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ । সবচেয়ে বেশি আহত হয়েছেন অভিষেক মণ্ডল ও তাঁর বাবা কার্তিক মণ্ডল ।

আক্রান্ত অভিষেক মণ্ডল বলেন, "মাঠে ছিলাম, হঠাৎ শুনি আমরা যে কুকুরগুলোকে খেতে দিই, দেখাশোনা করি, তারা খুব চিৎকার করছে । কাছে গিয়ে দেখি, একটা কুকুরের পায়ে এফোড়-ওফোড় করে শিক গেঁথে গিয়েছে । পাড়ারই কয়েকজন ছেলে এই কাণ্ড ঘটিয়েছে । আমি প্রতিবাদ করতে গেলে ব্য়াপক ঝামেলা হয় । তারপর বাড়িতে এসে মারধর করে ।" কার্তিক মণ্ডল বলেন, "ওই যুবকদের কথাবার্তাই আলাদা । বলছে, কী করবেন করে নিন । কুকুরদের উপর এভাবে অত্যাচার করছে ! ওদের কি প্রাণ নেই?"

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা এলাকার বেশ কিছু কুকুরকে রোজ খাবার দেন ও তাদের দেখভাল করেন । অভিযোগ, তাঁদের চোখের সামনেই একটি কুকুরকে ধারালো লোহার শিক দিয়ে পায়ে আঘাত করে এলাকার কিছু যুবক । ঘটনার প্রতিবাদ জানান অভিষেক মণ্ডল নামে ওই যুবক ও তাঁর পরিবার । তাঁদের দাবি, তারপরই তাঁদেরকে এসে প্রথমে গালিগালাজ করে ওই যুবকরা । পরে বাড়িতে চড়াও হয়ে মারধর করে প্রায় 25 থেকে 30 জন মদ্যপ ।

আরও পড়ুন: দেরাদুনে পোষা কুকুরকে বিয়ার খাওয়ানোর ভিডিয়ো ভাইরাল, মালিকের বিরুদ্ধে দায়ের মামলা

অভিযোগ, কার্তিক মণ্ডলের ছেলে অভিষেকের মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । এই ঘটনায় একাধিকজনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.