ETV Bharat / state

Magrahat Murder : পুরানাে শত্রুতার জেরে মগরাহাটে প্রতিবেশীকে খুন, গ্রেফতার 2 - মগরাহাট খুন

পারিবারিক বিবাদের জের ৷ বচসায় এক ব্য়ক্তিকে কুপিয়ে খুন করল প্রতিবেশী (Magrahat neighbour murder) ৷ আহত আরও একজন ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার মাহিতলার ৷ গ্রেফতার দুই ৷

Magrahat Murder News
মগরাহাটে প্রতিবেশীকে খুন
author img

By

Published : May 4, 2022, 1:10 PM IST

মগরাহাট, 5 মে : পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে (Magrahat neighbour murder) ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার মাহিতলায় । মৃতের নাম ইজাজুল শেখ ও ঘটনায় আহত তাঁর দাদা সিরাজুল শেখ ওরফে মিন্টু ৷ পুলিশ অভিযুক্ত বাবলু শেখ ও দিলু শেখকে গ্রেফতার করেছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইজাজুল ও প্রতিবেশী বাবলু শেখের মধ্য়ে দীর্ঘদিনের ঝামেলা ৷ ঘটনার দিন অর্থাৎ ঈদের দিন মঙ্গলবার ইজাজুলের বাড়ির সদস্য়দের কটূক্তি করে বাবলু শেখ ৷ মুখে কথা কাটাকাটি হতে হতে অশান্তি চরমে ওঠে ৷ অভিযোগ, এই সময় বাবলু শেখ ও তার পরিবারের এক সদস্য দিলু শেখ ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ইজাজুলের উপর । এলোপাথাড়ি কোপাতে থাকে ইজাজুলকে । ভাইকে মার খেতে দেখে বাঁচাতে আসেন সিরাজুল ওরফে মিন্টু ৷ এরপর বাবলু শেখ অস্ত্র দিয়ে মিন্টুর ওপরও আঘাত করে ৷ অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইজাজুল । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মিন্টুও ৷ প্রচণ্ড চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে ৷ এরপরই অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালায় বাবলু ও দিলু শেখ ৷

মগরাহাটে প্রতিবেশীকে খুন

আরও পড়ুন : এখনও থমথমে বহরমপুরের গোরাবাজার, আতঙ্কে মেস ছাড়লেন বাকি ছাত্রীরা

স্থানীয়রা মিন্টু ও ইজাজুলকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই মারা যান ইজাজুল ৷ এদিকে মিন্টুর অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ হাসপাতালে । পরে কলকাতায় পাঠানো হয় ৷ সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত বাবলু ও দিলু-সহ তাদের পরিবারের লোকজনেরা । যদিও তাতে বিশেষ কোনও লাভ হয়নি ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাবলু ও দিলুকে ৷

এবিষয়ে ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করা হয়েছে । ধৃতদের কে আজ ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে । এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।

মগরাহাট, 5 মে : পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে (Magrahat neighbour murder) ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার মাহিতলায় । মৃতের নাম ইজাজুল শেখ ও ঘটনায় আহত তাঁর দাদা সিরাজুল শেখ ওরফে মিন্টু ৷ পুলিশ অভিযুক্ত বাবলু শেখ ও দিলু শেখকে গ্রেফতার করেছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইজাজুল ও প্রতিবেশী বাবলু শেখের মধ্য়ে দীর্ঘদিনের ঝামেলা ৷ ঘটনার দিন অর্থাৎ ঈদের দিন মঙ্গলবার ইজাজুলের বাড়ির সদস্য়দের কটূক্তি করে বাবলু শেখ ৷ মুখে কথা কাটাকাটি হতে হতে অশান্তি চরমে ওঠে ৷ অভিযোগ, এই সময় বাবলু শেখ ও তার পরিবারের এক সদস্য দিলু শেখ ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ইজাজুলের উপর । এলোপাথাড়ি কোপাতে থাকে ইজাজুলকে । ভাইকে মার খেতে দেখে বাঁচাতে আসেন সিরাজুল ওরফে মিন্টু ৷ এরপর বাবলু শেখ অস্ত্র দিয়ে মিন্টুর ওপরও আঘাত করে ৷ অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইজাজুল । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মিন্টুও ৷ প্রচণ্ড চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে ৷ এরপরই অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালায় বাবলু ও দিলু শেখ ৷

মগরাহাটে প্রতিবেশীকে খুন

আরও পড়ুন : এখনও থমথমে বহরমপুরের গোরাবাজার, আতঙ্কে মেস ছাড়লেন বাকি ছাত্রীরা

স্থানীয়রা মিন্টু ও ইজাজুলকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই মারা যান ইজাজুল ৷ এদিকে মিন্টুর অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ হাসপাতালে । পরে কলকাতায় পাঠানো হয় ৷ সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত বাবলু ও দিলু-সহ তাদের পরিবারের লোকজনেরা । যদিও তাতে বিশেষ কোনও লাভ হয়নি ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাবলু ও দিলুকে ৷

এবিষয়ে ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করা হয়েছে । ধৃতদের কে আজ ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে । এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.