নরেন্দ্রপুর, 24 মে: উচ্চমাধ্যমিকে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৷ 496 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া শুভ্রাংশু সরদার ৷ তার প্রাপ্ত নম্বরের হার 99.2 শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে শুভ্রাংশুর প্রতিক্রিয়া, তার ভালো রেজাল্ট হবে সে আশা করেছিল কিন্তু, প্রথমস্থান লাভ করবে সেটা ভাবতে পারেনি ৷ শুভ্রাংশুর স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম দশের মধ্যে রয়েছে আরও 10 পড়ুয়া ৷
শুভ্রাংশু মাধ্যমিক পাশ করার পর, প্যারা-সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে ৷ বাংলা ও ইংরেজি বাদ দিয়ে তার বাকি বিষয়গুলি ছিল অর্থনীতি, স্ট্যাটিসটিক্স ও কম্পিউটার সায়েন্স ৷ বুধবার পরীক্ষার ফলাফল ঘোষণার সময় শুভ্রাংশুর প্রশংসাও করেন উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷ শুভ্রাংশু জানিয়েছে, উচ্চমাধ্যমিকে প্রথম হবে সে ভাবেনি ৷
তার কথায়, ‘‘আমরাই এমন ব্যাচ, যারা মাধ্যমিক দিতে পারিনি ৷ জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল উচ্চমাধ্যমিক ৷ মাধ্যমিকের সময় সায়েন্সর বিষয়গুলি নিয়ে দুর্দান্ত প্রস্তুতি ছিল ৷ তারপর পরীক্ষা হবে হবে করেও হল না ৷ ভীষণ আশাহত হয়েছিলাম ৷ ওই বিষয়গুলির প্রতি ভালোবাসাটা কমে গিয়েছিল ৷ তাই উচ্চমাধ্যমিকের সময় এই কম্বিনেশনগুলি বেছে নিয়েছিলাম ৷ অর্থনীতি বিষয়টা ভালো লাগত ৷ অংকও ছিল আমার পছন্দের বিষয় ৷ তাই ওই দু’টি বিষয় বেছে নিয়েছিলাম ৷
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় 87 পডুয়া, প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরদার
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে যে আরও 10 জন পড়ুয়া মেধাতালিকায় রয়েছে, তাদের মধ্যে চতু্র্থ স্থান লাভ করেছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৷ তার প্রাপ্ত নম্বর 493 ৷ যুগ্মভাবে 491 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে অর্কদীপ ঘড়া ৷ 490 পেয়ে সপ্তম হয়েছে বিটব শাসমল এবং অর্ক ঘোষ ৷ এ বছর উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মোট 87 জন পরীক্ষার্থী জায়গা করে নিয়েছে ৷ যার মধ্যে 18 জনই হুগলির ৷ মেধাতালিকায় সবার আগে রয়েছে এই জেলা ৷