ETV Bharat / state

মাইক্রোফোনেই শুনছেন অভিযোগ, কোভিড রুখতে অভিনব উদ্যোগ নরেন্দ্রপুর থানার - narendrapur police are using microphone to maintain social distance due to covid situation

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু পুলিশকর্মী ৷ এবার যাতে আগের ঘটনার পুণরাবৃত্তি না হয় তাই নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকদের এক বিশেষ উদ্যোগ দেখা গেল ৷ সামাজিক দুরত্ব মেনে , নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে মাইক্রোফোনের সাহায্যে অভিযোগকারীর অভাব অভিযোগ শুনছেন পুলিশ আধিকারিক ৷ পাশাপাশি অভিযোগের পরিপ্রেক্ষিতে মাইক্রোফোনেই জবাবও দিচ্ছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ৷

মাইক্রোফোনেই শুনছেন অভিযোগ
মাইক্রোফোনেই শুনছেন অভিযোগ
author img

By

Published : May 7, 2021, 11:39 AM IST

নরেন্দ্রপুর, 7 মে: করোনার দাপটে একাধিক পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। গত বছর করোনার কোপে প্রাণ হারিয়েছেন রাজ্য ও কলকাতা পুলিশের বহু কর্মী। তাই এবার আগে থেকে সাবধানতা অবলম্বন করছেন তাঁরা। পরিষেবা বন্ধ করা তো সম্ভব নয়। তাই সচেতন হওয়াই একমাত্র উপায়। আর সেই কারণেই এক অভিনব ছবি দেখা গেল নরেন্দ্রপুর থানায়। মাইক্রোফোন ব্যবহার করে অভিযোগ জানাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই পুলিশ আধিকাররিকও মাইক্রোফোনের মাধ্যমেই তাদের অভিযোগের উত্তর দিচ্ছেন ৷ সংক্রমণ যাতে না ছড়ায় তাই এই বিশেষ ব্যবস্থা বলে খবর নরেন্দ্রপুর থানা সূত্রে ৷

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখাই একমাত্র উদ্দেশ্য। এই অবস্থায় মাইক্রোফোন ব্যবহার করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই নিজেদের অভিযোগ জানাতে পারছেন সাধারণ মানুষ ৷ তাঁদের বক্তব্য, তাঁরা মাইক্রোফোনের সাহায্যে তাঁদের অভিযোগ জানাচ্ছেন ৷ অন্যদিকে কর্তব্যরত পুলিশ অফিসারও তাঁর বক্তব্য ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাইক্রোফোনের সাহায্যে করছেন ৷

এছাড়া থানায় আসা ব্যাক্তিরা যাতে কোভিড বিধি মেনে চলেন তার জন্য প্রচারও চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে ৷ হাত ধুয়ে থানায় ঢোকার জন্য বেসিনের ব্যবস্থাও করা হয়েছে ৷ থানায় ঢোকার মুখে গোল দাগ কেটে রাখা হয়েছে ৷ যাতে সকলেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে পারেন ৷ থানায় অভিযোগ জানাতে আসা এক ব্যক্তি জানিয়েছেন এই সিস্টেমে খুবই সুবিধা হচ্ছে ।

আরও পড়ুন : স্ট্রংরুমে গেল নন্দীগ্রামের ইভিএম

বারুইপুর পুলিশের ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী বলেন, ‘পুলিশ আক্রান্ত হলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে । পুলিশ ও অভিযোগকারীর মধ্যে একটি কাঁচের দেওয়ালও থাকছে । পাশপাশি পুলিশ আধিকারিক ও অভিযোগকারী মাইক্রোফোনের সাহায্যে কথাবার্তা বলছে ৷ আপাতভাবে সমস্তরকম কোভিড প্রটোকল মানা হচ্ছে নরেন্দ্রপুর থানায় ৷ "

নরেন্দ্রপুর, 7 মে: করোনার দাপটে একাধিক পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। গত বছর করোনার কোপে প্রাণ হারিয়েছেন রাজ্য ও কলকাতা পুলিশের বহু কর্মী। তাই এবার আগে থেকে সাবধানতা অবলম্বন করছেন তাঁরা। পরিষেবা বন্ধ করা তো সম্ভব নয়। তাই সচেতন হওয়াই একমাত্র উপায়। আর সেই কারণেই এক অভিনব ছবি দেখা গেল নরেন্দ্রপুর থানায়। মাইক্রোফোন ব্যবহার করে অভিযোগ জানাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই পুলিশ আধিকাররিকও মাইক্রোফোনের মাধ্যমেই তাদের অভিযোগের উত্তর দিচ্ছেন ৷ সংক্রমণ যাতে না ছড়ায় তাই এই বিশেষ ব্যবস্থা বলে খবর নরেন্দ্রপুর থানা সূত্রে ৷

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখাই একমাত্র উদ্দেশ্য। এই অবস্থায় মাইক্রোফোন ব্যবহার করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই নিজেদের অভিযোগ জানাতে পারছেন সাধারণ মানুষ ৷ তাঁদের বক্তব্য, তাঁরা মাইক্রোফোনের সাহায্যে তাঁদের অভিযোগ জানাচ্ছেন ৷ অন্যদিকে কর্তব্যরত পুলিশ অফিসারও তাঁর বক্তব্য ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাইক্রোফোনের সাহায্যে করছেন ৷

এছাড়া থানায় আসা ব্যাক্তিরা যাতে কোভিড বিধি মেনে চলেন তার জন্য প্রচারও চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে ৷ হাত ধুয়ে থানায় ঢোকার জন্য বেসিনের ব্যবস্থাও করা হয়েছে ৷ থানায় ঢোকার মুখে গোল দাগ কেটে রাখা হয়েছে ৷ যাতে সকলেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে পারেন ৷ থানায় অভিযোগ জানাতে আসা এক ব্যক্তি জানিয়েছেন এই সিস্টেমে খুবই সুবিধা হচ্ছে ।

আরও পড়ুন : স্ট্রংরুমে গেল নন্দীগ্রামের ইভিএম

বারুইপুর পুলিশের ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী বলেন, ‘পুলিশ আক্রান্ত হলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে । পুলিশ ও অভিযোগকারীর মধ্যে একটি কাঁচের দেওয়ালও থাকছে । পাশপাশি পুলিশ আধিকারিক ও অভিযোগকারী মাইক্রোফোনের সাহায্যে কথাবার্তা বলছে ৷ আপাতভাবে সমস্তরকম কোভিড প্রটোকল মানা হচ্ছে নরেন্দ্রপুর থানায় ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.