সুলতানপুর, 9 এপ্রিল : হিন্দু যুবকের মৃতদেহ দাহ করতে এগিয়ে এল মুসলিম যুবকরা । অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের । কলকাতায় এক হাসপাতাল মারা যান তিনি ৷ এরপর ওই যুবকের কোরোনা ভাইরাস সংক্রমণ হয়েছে, এই ভয়ে পরিবার - প্রতিবেশীরা কেউ এলেন না দেহ দাহ করার কাজে । বাধ্য হয়ে হিন্দু যুবকের মৃতদেহের শেষকৃত্য করার দায়িত্ব নিলেন মুসলিম যুবকরাই । দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের সুলতানপুর গ্রামের ঘটনা । পুলিশ জানিয়েছে মৃতের নাম শিবনাথ ঘোষ (২৬) ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সুলতানপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় ও তার স্ত্রী ঊষা দুই মেয়ে ও এক ছেলে । সঞ্জয় পেশায় ট্রেনে হকারি করেন ৷ সঞ্জয়ের দুই মেয়ে অনেক আগেই বিয়ে হয়ে গেছে ৷ বাড়িতে স্ত্রী ও ছেলে শিবনাথকে নিয়ে থাকেন । লকডাউনের জেরে ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনে হকারির কাজ বন্ধ রয়েছে সঞ্জয়ের । ছেলে শিবনাথও বেকার । আয়ের পথ বন্ধ থাকায় তাই দিন কয়েক ধরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে পরিবারে । দিন আনা দিন খাওয়া পরিবারের অর্থনৈতিক সঙ্কটের কারণে 28 মার্চ দুপুরে স্বামী স্ত্রী ও ছেলের মধ্যে চরম অশান্তি বাঁধে । ওই দিন রান্নাবান্না বন্ধ করে যে যার মত আলাদা ছিল । পরে বিকেল 4 টে নাগাদ সঞ্জয় দেখে ছেলের ঘরের থেকে ধোঁয়া বের হচ্ছে । এরপর স্বামী-স্ত্রী দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন শিবনাথ । তড়িঘড়ি কোনওভাবে আগুন নিভিয়ে প্রতিবেশীদের সাহায্যে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে । পরের দিন ডায়মন্ডহারবার জেলা হাসপাতাল থেকে কলকাতা নীলরতন হাসপাতালে রেফার করে চিকিৎসক । গতকাল শিবনাথকে নিয়ে তাঁর বাবা ও প্রতিবেশী কয়েকজন নীলরতন সরকার হাসপাতালে যায় । সেখানে চিকিৎসক ঘোষণা করেন শিবনাথ মারা গেছে ৷
এরপর খবর পেয়ে পুলিশ আসে ৷ মৃতদেহ নিয়ে যাওয়া হয় মন্দিরবাজার থানায় । মৃতের দেহে কোরোনা ভাইরাসের জীবাণু রয়েছে ৷ এই ভয়ে থানায় দেহ ফেলে পালিয়ে যান তাঁর বাবা ও পরিবারের লোকজন । পুলিশ বাড়িতে খবর দিলে দেহ নিতে কেউ আসেনি । খবর যায় ওই এলাকার তৃণমূল নেতা রিঙ্কু ঘোষের কাছে । তিনি পাশের গ্রাম সুলতানপুরের তৃণমূল নেতা আনসারউদ্দিন গায়েনকে জানায় । এরপর মন্দিরবাজার রায়পুর গ্রামের তৃণমূল নেতা আনসার উদ্দিন গায়েন মুসলিম যুবকদের নিয়ে ওই হিন্দু যুবকের শেষকৃত্য করার সিদ্ধান্ত নেন ৷ তাঁদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে প্রশাসন ।