ETV Bharat / state

Bhangar : ভাঙড়ে পুলিশের তাড়ায় জলে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের, খুনের অভিযোগ পরিবারের - ভাঙড়ে পুলিশের তাড়া খেয়ে জলে ডুবে মৃত্যুর অভিযোগ

পুলিশের তাড়া খেয়ে খালে ঝাঁপ যুবকের ৷ তাতেই মৃত্যু বলে দাবি পরিবারের ৷ দিন তিনেক নিখোঁজ থাকার পর মঙ্গলবার তাঁর মৃতদের উদ্ধারের পর পরিবারের সদস্যরা পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন ৷ পুলিশের তরফে ঘটনার কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

ভাঙড়ে পুলিশে বিরুদ্ধে খুনের অভিযোগ
ভাঙড়ে পুলিশে বিরুদ্ধে খুনের অভিযোগ
author img

By

Published : Aug 31, 2021, 10:15 PM IST

ভাঙড়, 31 অগস্ট : ভাঙড়ে অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য । পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন মৃত যুবকের পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, পুলিশের তোলাবাজি থেকে বাঁচতে ওই যুবক পালাতে গিয়ে একটি খালে ঝাঁপ মারে ৷ সেখানেই ডুবে মৃত্যু হয় তাঁর ৷

মৃত মহম্মদ আলাউদ্দিনের বাড়ি ট্যাংরা থানা এলাকায় । শিয়ালদা বাজারে তিনি সবজি বিক্রি করতেন ৷ গত শনিবার রাতে দুই সঙ্গীকে নিয়ে গাড়িতে করে ঘটকপুকুর থেকে সবজি নিয়ে রাতে শিয়ালদার বাজারে বিক্রির উদ্দেশ্যেই যাচ্ছিলেন । তাঁর পরিবারের অভিযোগ, শিয়ালদায় যাওয়ার পথে বাসন্তী হাইওয়ের ভাঙড় থানার বড়ালি এলাকায় পুলিশ তাঁদের সবজির গাড়ি আটকায় ৷ এরপরই তাঁদের কাছে মোটা টাকার দাবি করে । টাকা দিতে পারবেন না সেই ভয়ে পুলিশের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন আলাউদ্দিন ৷ পালাতে গিয়ে পাশের একটি খালে ঝাঁপ মারেন তিনি ৷ তবে তাঁর দুই সঙ্গীকে পুলিশ থানায় ধরে আনে ৷ তাঁদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হয় বলেও অভিযোগ ।

আলাউদ্দিনের পরিবারের অভিযোগ, তাঁর দুই বন্ধুকে থানায় ধরে আনলেও খালে ঝাঁপ দেওয়ার পর কোনও পুলিশ কর্মী আলাউদ্দিনের আর খোঁজ করেননি । ঘটনার পর রবিবার পরিবারের পক্ষ থেকে ভাঙড় থানায় মিসিং ডায়েরি করা হয় ৷ তাও পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ তারপর মঙ্গলবার বাসন্তী হাইওয়ের পাশের খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ।

ঘটনার পর কার্যত মুখে কুলুপ এঁটেছে পুলিশ-প্রশাসন ৷ সংশ্লিষ্ট থানার তরফেও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে ৷

আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4

ভাঙড়, 31 অগস্ট : ভাঙড়ে অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য । পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন মৃত যুবকের পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, পুলিশের তোলাবাজি থেকে বাঁচতে ওই যুবক পালাতে গিয়ে একটি খালে ঝাঁপ মারে ৷ সেখানেই ডুবে মৃত্যু হয় তাঁর ৷

মৃত মহম্মদ আলাউদ্দিনের বাড়ি ট্যাংরা থানা এলাকায় । শিয়ালদা বাজারে তিনি সবজি বিক্রি করতেন ৷ গত শনিবার রাতে দুই সঙ্গীকে নিয়ে গাড়িতে করে ঘটকপুকুর থেকে সবজি নিয়ে রাতে শিয়ালদার বাজারে বিক্রির উদ্দেশ্যেই যাচ্ছিলেন । তাঁর পরিবারের অভিযোগ, শিয়ালদায় যাওয়ার পথে বাসন্তী হাইওয়ের ভাঙড় থানার বড়ালি এলাকায় পুলিশ তাঁদের সবজির গাড়ি আটকায় ৷ এরপরই তাঁদের কাছে মোটা টাকার দাবি করে । টাকা দিতে পারবেন না সেই ভয়ে পুলিশের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন আলাউদ্দিন ৷ পালাতে গিয়ে পাশের একটি খালে ঝাঁপ মারেন তিনি ৷ তবে তাঁর দুই সঙ্গীকে পুলিশ থানায় ধরে আনে ৷ তাঁদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হয় বলেও অভিযোগ ।

আলাউদ্দিনের পরিবারের অভিযোগ, তাঁর দুই বন্ধুকে থানায় ধরে আনলেও খালে ঝাঁপ দেওয়ার পর কোনও পুলিশ কর্মী আলাউদ্দিনের আর খোঁজ করেননি । ঘটনার পর রবিবার পরিবারের পক্ষ থেকে ভাঙড় থানায় মিসিং ডায়েরি করা হয় ৷ তাও পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ তারপর মঙ্গলবার বাসন্তী হাইওয়ের পাশের খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ।

ঘটনার পর কার্যত মুখে কুলুপ এঁটেছে পুলিশ-প্রশাসন ৷ সংশ্লিষ্ট থানার তরফেও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে ৷

আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.