ETV Bharat / state

দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে কামদুনির আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা - কামদুনি আন্দোলনের প্রতিবাদী দুই মুখ

Mousumi and Tumpa Koyal in Joynagar Village: এসএফআইয়ের পর দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছলেন কামদুনির আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা কয়াল ৷ রাজনীতি করতে আসেননি ৷ আবার এই গ্রামে আসবেন বলে জানান তাঁরা ৷

Mousumi and Tumpa Koyal in Joynagar Village
দলুয়াখাকি গ্রামে কামদুনি আন্দোলনের প্রতিবাদী দুই মুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:05 PM IST

দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে কামদুনির আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা

জয়নগর, 22 নভেম্বর: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আগেই দলুয়াখাকি গ্রামে গিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধি দল ৷ এবার ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে পৌঁছল কামদুনি আন্দোলনের প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা কয়াল । গ্রামে ঢুকে ঘরপোড়া মানুষদের অসহায় অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মৌসুমী । এরপর অসহায় মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন তাঁরা । তবে গ্রামে ঢোকার আগে বুধবার পুলিশি বাধার মুখে পড়তে হয় কামদুনির প্রতিবাদী এই দুই মুখকে । বেশ কিছুক্ষণ বারুইপুর পুলিশ জেলার পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ এরপর শর্ত সাপেক্ষে গ্রামে ত্রাণ নিয়ে ঢোকার অনুমতি মেলে মৌসুমী ও টুম্পাদের ।

মৌসুমী কয়াল গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর জানান, "পুরোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে । অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যৎসামান্য ত্রাণ নিয়ে এসেছি ৷ আমরা সাধারণ মানুষ ৷ আমরা কোনও রাজনীতি করতে এই গ্রামে আসেনি । আমরা আবারও আসব । অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াব । এটা কোনও ছোট ঘটনা নয়, এইটা অনেক বড় ঘটনা । একটা খুনকে কেন্দ্র করে শুধুমাত্র সন্দেহের বসে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে । শীতের সময় গ্রামের মহিলা ও শিশুরা অসহায় অবস্থায় রয়েছে ।"

প্রসঙ্গত, তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম । এরপর দলুয়াখাকি গ্রামের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগ ও অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । আতঙ্কের পর জনশূন্য হয়ে পড়ে সম্পূর্ণ গ্রাম । গ্রামের মহিলারা আশ্রয় নেয় দক্ষিণ 24 পরগনা জয়নগরের দক্ষিণ বারাসাতের সিপিএমের দলীয় কার্যালয় । সিপিএমের দলীয় কার্যালয় দু'দিন থাকার পর পুলিশের সাহায্যে গ্রামে ফেরে মহিলারা । তবে গ্রামে ফিরেও আগুনের গ্রাসে বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারগুলি ।

এই ঘটনার পর অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ওই গ্রামে পৌঁছলে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের । এরপর অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার থেকে গ্রামে ত্রাণ সামগ্রিক নিয়ে পৌঁছেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা । বুধবার বিকেলে ঘরপোড়া মানুষদের পাশে দাঁড়াতে ওই ত্রাণ সামগ্রিক নিয়ে গ্রামে পৌঁছল কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা কয়াল ।

আরও পড়ুন:

  1. হাইকোর্টের নির্দেশের পর দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই, ক্ষতিগ্রস্তদের দিল ত্রাণ-বইখাতা
  2. হাইকোর্টের নির্দেশে জয়নগরে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দিল কংগ্রেস
  3. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে কামদুনির আন্দোলনের প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা

জয়নগর, 22 নভেম্বর: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আগেই দলুয়াখাকি গ্রামে গিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধি দল ৷ এবার ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে পৌঁছল কামদুনি আন্দোলনের প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা কয়াল । গ্রামে ঢুকে ঘরপোড়া মানুষদের অসহায় অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মৌসুমী । এরপর অসহায় মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন তাঁরা । তবে গ্রামে ঢোকার আগে বুধবার পুলিশি বাধার মুখে পড়তে হয় কামদুনির প্রতিবাদী এই দুই মুখকে । বেশ কিছুক্ষণ বারুইপুর পুলিশ জেলার পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ এরপর শর্ত সাপেক্ষে গ্রামে ত্রাণ নিয়ে ঢোকার অনুমতি মেলে মৌসুমী ও টুম্পাদের ।

মৌসুমী কয়াল গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর জানান, "পুরোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে । অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যৎসামান্য ত্রাণ নিয়ে এসেছি ৷ আমরা সাধারণ মানুষ ৷ আমরা কোনও রাজনীতি করতে এই গ্রামে আসেনি । আমরা আবারও আসব । অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াব । এটা কোনও ছোট ঘটনা নয়, এইটা অনেক বড় ঘটনা । একটা খুনকে কেন্দ্র করে শুধুমাত্র সন্দেহের বসে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে । শীতের সময় গ্রামের মহিলা ও শিশুরা অসহায় অবস্থায় রয়েছে ।"

প্রসঙ্গত, তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম । এরপর দলুয়াখাকি গ্রামের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগ ও অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । আতঙ্কের পর জনশূন্য হয়ে পড়ে সম্পূর্ণ গ্রাম । গ্রামের মহিলারা আশ্রয় নেয় দক্ষিণ 24 পরগনা জয়নগরের দক্ষিণ বারাসাতের সিপিএমের দলীয় কার্যালয় । সিপিএমের দলীয় কার্যালয় দু'দিন থাকার পর পুলিশের সাহায্যে গ্রামে ফেরে মহিলারা । তবে গ্রামে ফিরেও আগুনের গ্রাসে বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারগুলি ।

এই ঘটনার পর অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ওই গ্রামে পৌঁছলে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের । এরপর অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার থেকে গ্রামে ত্রাণ সামগ্রিক নিয়ে পৌঁছেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা । বুধবার বিকেলে ঘরপোড়া মানুষদের পাশে দাঁড়াতে ওই ত্রাণ সামগ্রিক নিয়ে গ্রামে পৌঁছল কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমী ও টুম্পা কয়াল ।

আরও পড়ুন:

  1. হাইকোর্টের নির্দেশের পর দলুয়াখাকি গ্রামে ঢুকল এসএফআই, ক্ষতিগ্রস্তদের দিল ত্রাণ-বইখাতা
  2. হাইকোর্টের নির্দেশে জয়নগরে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দিল কংগ্রেস
  3. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.