গঙ্গাসাগর, 28 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কপিলমুনি আশ্রমের মোহন্ত জ্ঞানদাস ৷ মঙ্গলবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী (Mamata at Gangasagar) ৷ পুজো দেন কপিলমুনি আশ্রমে ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন ৷
সেখানেই মোহন্ত জ্ঞানদাস বলেন,"সততা কখনও হারে না ৷ সততার জয় সবসময় ৷ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মঙ্গল করছেন তেমনই উনি প্রধানমন্ত্রী হলে দেশের অনেক মঙ্গল হবে ৷ আগে এই এলাকা থেকে কাউকে মন্ত্রী করা হয়নি ৷ উনি এখানকার বঙ্কিম চন্দ্র হাজরাকে মন্ত্রী করেছেন ৷"
প্রসঙ্গত, প্রতি বছরই গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি বৈঠক করে পুণ্যার্থীদের সুবিধার্থে নিরাপত্তা থেকে শুরু করে সমস্তরকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ এবছরও বৈঠক করে তিনি জানান, মেলায় আগত পর্যটকদের জন্য অতিরিক্ত বাস, ট্রেন চলবে । হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় অতিরিক্ত ট্রেন চলবে । থাকবে 70টি বাড়তি ট্রেন । শুধু ট্রেন নয়, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট 2250টি বাস চলাচল করবে মেলার সময় ।
এছাড়াও করোনা পরীক্ষার জন্য মেলায় 13টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে । ময়দানে বাসে ওঠার আগে তীর্থযাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানো হবে । মেলা এলাকায় থাকছে 600 শয্যার একটি কোভিড হাসপাতাল । থাকছে 5টি আইসোলেশন সেন্টার । সকলকে মাস্ক পরতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী । সেই মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা । মানতে হবে শারীরিক দূরত্ববিধিও ।
আরও পড়ুন : Mamata at Gangasagar Mela Meeting : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক