ক্যানিং, 25 মে : শেষ বয়সে কাশী, বৃন্দাবন দর্শন করার ইচ্ছা নেই এমন হিন্দু বাঙালি খুঁজে পাওয়া মুশকিল । আবার হজে যেতে মন চায় না এমন ধর্মপ্রাণ মুসলিমও এ বঙ্গে পাওয়া ভার । কিন্তু ইচ্ছে থাকলেই তো আর হল না, টাকাও থাকতে হবে । টাকার অভাবে অনেকেই তীর্থযাত্রা করতে পারেন না । এমনই কিছু মানুষের পাশে দাঁড়ালেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস (mla of canning paschim helps to buy tickets the helpless devotees)।
নিজের বেতনের টাকা খরচ করে প্রত্যেকের তীর্থযাত্রার ব্যবস্থা করেছেন তিনি । ভোটে লড়াইয়ের সময়ই পরেশরামবাবু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর বিধানসভা এলাকায় কিছু দুঃস্থ মানুষের তীর্থযাত্রার ব্যবস্থা করবেন । সেই প্রতিশ্রুতি রেখেই নিজের বেতনের টাকা খরচ করে দুঃস্থদের তীর্থযাত্রায় করলেন আর্থিক সাহায্য ।
আরও পড়ুন : Panch Dham Yatra : স্ত্রীকে নিয়ে রিক্সায় পাঁচধামের পথে গিরিডির মহাদেব, পথে গঙ্গাসাগর দর্শন
এই বিষয়ে জানতে চাওয়া হলে পরেশবাবু বলেন, আমি বিধায়ক হিসেবে যে টাকা বেতন পাই তার কিছু অংশ গরীব মানুষকে দিয়ে বিভিন্ন ধামে তীর্থ করানোর ব্যবস্থা করি । এটা আমার বিধায়ক কোটার টাকা থেকে নয়, নিজের সরকারি বেতন থেকেই এই কাজ আমি করে থাকি ।"
আপাতত ক্যানিং পশ্চিম বিধানসভার বাসিন্দাদের জন্যই এই ব্যবস্থা । ইচ্ছুক ব্যক্তি যেখানে ঘুরতে যাবেন সেখানকার টিকিটের ফটোকপি এনে বিধায়কের কাছে দিলেই মিলবে অর্থ । প্রতি বছর 10-12 জন ব্যক্তি এই সুবিধা পাবেন । যতদিন পরেশবাবু বিধায়ক থাকবেন ততদিন এই কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি । বিধায়কের দেওয়া টাকায় তীর্থযাত্রা করার সুযোগ পেয়ে খুশি দুঃস্থ মানুষরা ।