ETV Bharat / state

Missing Boy Rescued: পুলিশের সাহায্যে 6 বছর পর উদ্ধার নিখোঁজ ছেলে - Missing Boy Rescued

6 বছর পর পুলিশের সাহায্যেই এক পরিবার ফিরে পেতে চলেছে তাদের সন্তানকে (Missing Boy Rescued) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনায় ৷

Missing boy rescued after 6 years by police
Missing boy rescued after 6 years by police
author img

By

Published : Nov 1, 2022, 8:27 PM IST

ডায়মন্ড হারবার, 1 নভেম্বর: হাসপাতাল চত্বর থেকে আড়াই বছর বয়সে চুরি হয়ে গিয়েছিল শিশুটি ৷ চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছিল তাকে ৷ সেই শিশুটিকে 6 বছর পর উদ্ধার করল পুলিশ (Missing Boy Rescued) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার রামনগর থানার শিমলা গ্রামের বাসিন্দা সৈয়েদা আসমুদা বেগম ৷ 2016 সালের 26 অক্টোবর তাঁর আড়াই বছরের ছেলেকে নিয়ে তিনি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে যান । সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক মহিলার কাছে নিজের ছেলেকে রাখতে দেন ৷ পরে সেই মহিলা শিশুটিকে নিয়ে চম্পট দেয় ।

শিশু সন্তানের বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন আসমুদা বেগমের পরিবারের লোকজন । পরে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা । ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 6 বছর ৷ অবশেষে ডায়মন্ড হারবার পুলিশ পাচার হওয়া শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় (Missing boy rescued after 6 years by police) ৷

পুলিশি তৎপরতায় 6 বছর পর উদ্ধার নিখোঁজ ছেলে

শিশুটির পরিবার জানতে পেরেছিল হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের সন্তান একাধিক হাত ফেরত হয়ে চড়া দামে বিক্রি হয়েছে । এমনকী তাদের সন্তান হাওড়ার সাঁকরাইলে রয়েছে । এই খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় ৷ সোমবার রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশচন্দ্র ঢালির নেতৃত্বে হাওড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায়

পাশাপাশি শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত কুতুবউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ । তবে শিশুটিকে এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি । পরিবারের হাতে তুলে দেওয়ার আগে পুলিশের বেশ কিছু প্রক্রিয়া রয়েছে ৷ সেই সমস্ত বিষয় সম্পূর্ণ হলে তবে পরিবারের হাতে তুলে দেওয়া হবে শিশু সন্তানটিকে ৷ এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে । তবে 6 বছর পর পাচার হওয়া সন্তানকে ফিরে পাবে বলে আনন্দিত শিশুটির পরিবার ।

ডায়মন্ড হারবার, 1 নভেম্বর: হাসপাতাল চত্বর থেকে আড়াই বছর বয়সে চুরি হয়ে গিয়েছিল শিশুটি ৷ চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছিল তাকে ৷ সেই শিশুটিকে 6 বছর পর উদ্ধার করল পুলিশ (Missing Boy Rescued) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার রামনগর থানার শিমলা গ্রামের বাসিন্দা সৈয়েদা আসমুদা বেগম ৷ 2016 সালের 26 অক্টোবর তাঁর আড়াই বছরের ছেলেকে নিয়ে তিনি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে যান । সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক মহিলার কাছে নিজের ছেলেকে রাখতে দেন ৷ পরে সেই মহিলা শিশুটিকে নিয়ে চম্পট দেয় ।

শিশু সন্তানের বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন আসমুদা বেগমের পরিবারের লোকজন । পরে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা । ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 6 বছর ৷ অবশেষে ডায়মন্ড হারবার পুলিশ পাচার হওয়া শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় (Missing boy rescued after 6 years by police) ৷

পুলিশি তৎপরতায় 6 বছর পর উদ্ধার নিখোঁজ ছেলে

শিশুটির পরিবার জানতে পেরেছিল হাসপাতাল থেকে চুরি হওয়ার পর তাদের সন্তান একাধিক হাত ফেরত হয়ে চড়া দামে বিক্রি হয়েছে । এমনকী তাদের সন্তান হাওড়ার সাঁকরাইলে রয়েছে । এই খবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় ৷ সোমবার রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশচন্দ্র ঢালির নেতৃত্বে হাওড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায়

পাশাপাশি শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত কুতুবউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ । তবে শিশুটিকে এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি । পরিবারের হাতে তুলে দেওয়ার আগে পুলিশের বেশ কিছু প্রক্রিয়া রয়েছে ৷ সেই সমস্ত বিষয় সম্পূর্ণ হলে তবে পরিবারের হাতে তুলে দেওয়া হবে শিশু সন্তানটিকে ৷ এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে । তবে 6 বছর পর পাচার হওয়া সন্তানকে ফিরে পাবে বলে আনন্দিত শিশুটির পরিবার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.