ETV Bharat / state

বিদ্যাধরপুর রেললাইনে আটকে গেল মিমির গাড়ি - mimi

আজ সকালে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী প্রচারে বেরোন। বিদ্যাধরপুর রেললাইনের উপর আটকে যায় তাঁর গাড়ি ।

আটকে যাওয়া গাড়ি
author img

By

Published : Apr 23, 2019, 1:14 PM IST

Updated : Apr 23, 2019, 1:55 PM IST

বিদ্যাধরপুর, 23 এপ্রিল : বিদ্যাধরপুর রেললাইনের উপর আটকে গেল যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর গাড়ি । তিনি গাড়ি থেকে নেমে পড়েন। শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের চেষ্টায় গাড়িটিকে রেলগেট ক্রস করানো যায় । এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে সকাল নটার লেডিজ় স্পেশাল ট্রেন ।

দেখুন ভিডিয়ো

বিদ্যাধরপুরের এই রেলগেটে কোনও ক্রসিং নেই । যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে । সাধারণত এলাকার মানুষ ভ্যান বা পায়ে হেঁটেই যাতায়াত করেন । দীর্ঘদিন ধরেই এখানে রেলগেটের দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা ।

আজ মিমি চক্রবর্তী ছাড়াও প্রচারে গেছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায় ও সাংসদ শুভাশিস চক্রবর্তী । সকাল 8টা থেকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচার করেন তৃণমূলের প্রার্থী ।

রেল পুলিশ জানায়, ঘটনার খবর জানানো হয়েছে । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।

বিদ্যাধরপুর, 23 এপ্রিল : বিদ্যাধরপুর রেললাইনের উপর আটকে গেল যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর গাড়ি । তিনি গাড়ি থেকে নেমে পড়েন। শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের চেষ্টায় গাড়িটিকে রেলগেট ক্রস করানো যায় । এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে সকাল নটার লেডিজ় স্পেশাল ট্রেন ।

দেখুন ভিডিয়ো

বিদ্যাধরপুরের এই রেলগেটে কোনও ক্রসিং নেই । যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে । সাধারণত এলাকার মানুষ ভ্যান বা পায়ে হেঁটেই যাতায়াত করেন । দীর্ঘদিন ধরেই এখানে রেলগেটের দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা ।

আজ মিমি চক্রবর্তী ছাড়াও প্রচারে গেছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক জীবন মুখোপাধ্যায় ও সাংসদ শুভাশিস চক্রবর্তী । সকাল 8টা থেকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচার করেন তৃণমূলের প্রার্থী ।

রেল পুলিশ জানায়, ঘটনার খবর জানানো হয়েছে । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।

Ahmedabad (Gujarat), Apr 23 (ANI): Prime Minister Narendra Modi arrived at his mother's residence in Ahmedabad where he will be casting his vote for the Lok Sabha elections. BJP president Amit Shah reached the polling booth in Ahmedabad where PM Modi is due to cast his vote. The third phase of the Lok Sabha elections is underway in 116 parliamentary seats across 15 states and union territories.
Last Updated : Apr 23, 2019, 1:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.