ETV Bharat / state

মা-বোনের সম্মান আমরাও আশা করি : মিমি

author img

By

Published : Jun 30, 2019, 5:57 PM IST

Updated : Jun 30, 2019, 7:04 PM IST

"আমরা প্রথম দিন থেকে ট্রোল হচ্ছি । সংসদে জিন্স, চুড়িদার, সিঁদুর যাই পরে যার তাতেই ট্রোল করা হচ্ছে । আমাদেরও ব্যক্তিগত জীবন আছে ।" নিন্দুকদের আক্রমণ মিমির ।

2

বারুইপুর, 30 জুন : লোকসভায় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে বার বার ট্রোলিংয়ের শিকার হয়েছেন মিমি চক্রবর্তী । এবার ট্রোলিং নিয়ে মুখ খুললেন তিনি । পাশাপাশি সিঁদুর, মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণের জন্য মৌলবিদের রোষের মুখে পড়েন নুসরত জাহান । এর নিন্দা করেন মিমি ।

লোকসভায় অধিবেশনের মাঝেই আজ বারুইপুর পূর্ব বিধানসভার ধোসা এলাকায় একটি রক্তদান উৎসবে যোগ দিতে আসেন তিনি । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন । সেখানেই ভাঙড়ে তৃণমূল আয়োজিত বিজয় উৎসবের নিন্দা করেন । বলেন, "যেখানে MP একজন মহিলা, সেখানে এই ধরনের চটুল নাচ নিন্দার । আমি বা আরাবুল ইসলাম কেউই এই বিষয়ে অবগত ছিলাম না । বিনা অনুমতিতেই করা হয়েছে এই অনুষ্ঠান ।" পাশাপাশি যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না হয় তাও দেখবেন বলে জানিয়েছেন তিনি ।

শুনুন মিমি চক্রবর্তীর বক্তব্য

বিয়ের জন্য সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নুসরত জাহান । তাঁর বিয়েতে উপস্থিত থাকার জন্য শপথে থাকতে পারেননি মিমি চক্রবর্তীও । যদিও পরে তাঁরা দু'জনেই শপথ নেন । সিঁদুর পরে শপথ নেন নুসরত । যা নিয়ে মৌলবিদের একাংশ নিন্দায় মুখর হয় । এবার এবিষয়ে মুখ খোলেন মিমি । বলেন, "ও কী পরবে সেটা ওর সিদ্ধান্ত । আমি বন্ধু হিসেবে ওর সব সিদ্ধান্তকে সমর্থন করব ।"

1
সিঁদুর পরে শপথ নেন নুসরত । যা নিয়ে শুরু হয় বিতর্ক

ট্রোলিংয়ের বিষয়ে তিনি বলেন, "আমরা প্রথম দিন থেকে ট্রোল হচ্ছি । সংসদে জিন্স, চুড়িদার, সিঁদুর যাই পরে যার তাতেই ট্রোল করা হচ্ছে । আমাদেরও ব্যক্তিগত জীবন আছে । নারীদের ক্ষমতায়নে যেখানে এত জোর দেওয়া হচ্ছে সেখানে কিছু ভালো করতে গেলে একটা শ্রেণী এসে পিছন থেকে টানছে । কাজ করতে দেওয়া হচ্ছে না । অনেকগুলো লোক আটকে দিচ্ছে । যেটুকু সম্মান মা-বোনকে দেবে, সেটুকু আমরাও আশা করি ।"

1
জিন্স পরে সংসদে যাওয়ায় ট্রোলিংয়ের শিকার হন মিমি

বারুইপুর, 30 জুন : লোকসভায় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে বার বার ট্রোলিংয়ের শিকার হয়েছেন মিমি চক্রবর্তী । এবার ট্রোলিং নিয়ে মুখ খুললেন তিনি । পাশাপাশি সিঁদুর, মঙ্গলসূত্র পরে শপথ গ্রহণের জন্য মৌলবিদের রোষের মুখে পড়েন নুসরত জাহান । এর নিন্দা করেন মিমি ।

লোকসভায় অধিবেশনের মাঝেই আজ বারুইপুর পূর্ব বিধানসভার ধোসা এলাকায় একটি রক্তদান উৎসবে যোগ দিতে আসেন তিনি । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন । সেখানেই ভাঙড়ে তৃণমূল আয়োজিত বিজয় উৎসবের নিন্দা করেন । বলেন, "যেখানে MP একজন মহিলা, সেখানে এই ধরনের চটুল নাচ নিন্দার । আমি বা আরাবুল ইসলাম কেউই এই বিষয়ে অবগত ছিলাম না । বিনা অনুমতিতেই করা হয়েছে এই অনুষ্ঠান ।" পাশাপাশি যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না হয় তাও দেখবেন বলে জানিয়েছেন তিনি ।

শুনুন মিমি চক্রবর্তীর বক্তব্য

বিয়ের জন্য সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নুসরত জাহান । তাঁর বিয়েতে উপস্থিত থাকার জন্য শপথে থাকতে পারেননি মিমি চক্রবর্তীও । যদিও পরে তাঁরা দু'জনেই শপথ নেন । সিঁদুর পরে শপথ নেন নুসরত । যা নিয়ে মৌলবিদের একাংশ নিন্দায় মুখর হয় । এবার এবিষয়ে মুখ খোলেন মিমি । বলেন, "ও কী পরবে সেটা ওর সিদ্ধান্ত । আমি বন্ধু হিসেবে ওর সব সিদ্ধান্তকে সমর্থন করব ।"

1
সিঁদুর পরে শপথ নেন নুসরত । যা নিয়ে শুরু হয় বিতর্ক

ট্রোলিংয়ের বিষয়ে তিনি বলেন, "আমরা প্রথম দিন থেকে ট্রোল হচ্ছি । সংসদে জিন্স, চুড়িদার, সিঁদুর যাই পরে যার তাতেই ট্রোল করা হচ্ছে । আমাদেরও ব্যক্তিগত জীবন আছে । নারীদের ক্ষমতায়নে যেখানে এত জোর দেওয়া হচ্ছে সেখানে কিছু ভালো করতে গেলে একটা শ্রেণী এসে পিছন থেকে টানছে । কাজ করতে দেওয়া হচ্ছে না । অনেকগুলো লোক আটকে দিচ্ছে । যেটুকু সম্মান মা-বোনকে দেবে, সেটুকু আমরাও আশা করি ।"

1
জিন্স পরে সংসদে যাওয়ায় ট্রোলিংয়ের শিকার হন মিমি
sample description
Last Updated : Jun 30, 2019, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.