ETV Bharat / state

Migrant Labour Death: ভিন রাজ্যে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের! 'বাংলায় কাজ নেই', অভিযোগ পরিবারের

তেলেঙ্গানার খাম্মামে গিয়েছিলেন যুবক শুভঙ্কর ৷ সেখানে পাথরের আঘাতে তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ, পশ্চিমবঙ্গে কাজ নেই বলে তাদের অন্য রাজ্যে যেতে হচ্ছে ৷

ETV Bharat
তেলঙ্গানার খাম্মামে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 4:56 PM IST

তেলেঙ্গানার খাম্মামে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের

গঙ্গাসাগর, 10 নভেম্বর: পরিবারের অর্থনৈতিক হাল ফেরাতে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিলেন বাংলার এক শ্রমিক ৷ তেলেঙ্গানার খাম্মামে কাজে গিয়ে মৃত্যু হল তাঁর ৷ মৃতের নাম শুভঙ্কর মাহাতো (22) ৷ পরিবারের অভিযোগ, জব কার্ড থাকলেও রাজ্যে চাকরি নেই ৷ তাই কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হয়েছিল শুভঙ্করকে ৷

দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে মনসা দ্বীপের খাস মহল গ্রামে থাকতেন শুভঙ্কর মাহাতো ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 6 মাসে আগে কাজের খোঁজে হায়দরাবাদে গিয়েছিলেন তিনি ৷ তাঁর মৃত্যু প্রসঙ্গে বাবা হরেকৃষ্ণ মাহাতো বলেন, "ছেলে হায়দরাবাদের খাম্মামে পাথরের কাজ করতে গিয়েছিল ৷ ওখান থেকে জানতে পারলাম, একটা পাথর ওর বুকে লেগেছে ৷ তারপর ওর ঠিকাদার বাড়িতে ফোন করে বলল, ওকে হাসপাতালে চেকআপ করতে নিয়ে এসেছি ৷ শনিবার বিকেল নাগাদ ছেলে চোট পেয়েছিল ৷ রবিবার আমরা সেটা জানতে পারি ৷ আর মৃত্যুর খবর পাই মঙ্গলবার ৷"

মৃতের বাবা হরেকৃষ্ণ মাহাতোর আক্ষেপ, "এই রাজ্যে কাজ নেই ৷ এখানে কাজ থাকলে অন্য রাজ্যে যেত কেন ? এখানে কাজ কোথায় ?" স্থানীয় সূত্রে খবর, ছ'মাস আগে তেলেঙ্গানার খাম্মাম এলাকায় এক ঠিকাদার সংস্থার মাধ্যমে পাথর সারানোর কাজে গিয়েছিলেন শুভঙ্কর । কাজ করার সময় তাঁর দুর্ঘটনা ঘটে ৷ গুরুতর জখম হন শুভঙ্কর ৷ এরপর তাঁর সঙ্গীরা তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে মঙ্গলবার সকালে মৃত্যু হয় শুভঙ্করের ।

পরিবার থেকে প্রতিবেশী, সবারই অভিযোগ, পশ্চিমবঙ্গে শিল্প নেই ৷ কাজের অভাবের জন্য যুবকদের ভিন রাজ্যে যেতে হত ৷ এই বিষয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ এর ফলে রাজ্যের বহু মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে ৷ কেন্দ্রে বিজেপি সরকার রাজ্য সরকারকে ভাতে মারার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন:

1. ভিন রাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত আরও এক

2. সিকিমে কাজে গিয়ে নিখোঁজ 3 পরিযায়ী শ্রমিক

3. পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক

তেলেঙ্গানার খাম্মামে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের

গঙ্গাসাগর, 10 নভেম্বর: পরিবারের অর্থনৈতিক হাল ফেরাতে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিলেন বাংলার এক শ্রমিক ৷ তেলেঙ্গানার খাম্মামে কাজে গিয়ে মৃত্যু হল তাঁর ৷ মৃতের নাম শুভঙ্কর মাহাতো (22) ৷ পরিবারের অভিযোগ, জব কার্ড থাকলেও রাজ্যে চাকরি নেই ৷ তাই কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হয়েছিল শুভঙ্করকে ৷

দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে মনসা দ্বীপের খাস মহল গ্রামে থাকতেন শুভঙ্কর মাহাতো ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 6 মাসে আগে কাজের খোঁজে হায়দরাবাদে গিয়েছিলেন তিনি ৷ তাঁর মৃত্যু প্রসঙ্গে বাবা হরেকৃষ্ণ মাহাতো বলেন, "ছেলে হায়দরাবাদের খাম্মামে পাথরের কাজ করতে গিয়েছিল ৷ ওখান থেকে জানতে পারলাম, একটা পাথর ওর বুকে লেগেছে ৷ তারপর ওর ঠিকাদার বাড়িতে ফোন করে বলল, ওকে হাসপাতালে চেকআপ করতে নিয়ে এসেছি ৷ শনিবার বিকেল নাগাদ ছেলে চোট পেয়েছিল ৷ রবিবার আমরা সেটা জানতে পারি ৷ আর মৃত্যুর খবর পাই মঙ্গলবার ৷"

মৃতের বাবা হরেকৃষ্ণ মাহাতোর আক্ষেপ, "এই রাজ্যে কাজ নেই ৷ এখানে কাজ থাকলে অন্য রাজ্যে যেত কেন ? এখানে কাজ কোথায় ?" স্থানীয় সূত্রে খবর, ছ'মাস আগে তেলেঙ্গানার খাম্মাম এলাকায় এক ঠিকাদার সংস্থার মাধ্যমে পাথর সারানোর কাজে গিয়েছিলেন শুভঙ্কর । কাজ করার সময় তাঁর দুর্ঘটনা ঘটে ৷ গুরুতর জখম হন শুভঙ্কর ৷ এরপর তাঁর সঙ্গীরা তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে মঙ্গলবার সকালে মৃত্যু হয় শুভঙ্করের ।

পরিবার থেকে প্রতিবেশী, সবারই অভিযোগ, পশ্চিমবঙ্গে শিল্প নেই ৷ কাজের অভাবের জন্য যুবকদের ভিন রাজ্যে যেতে হত ৷ এই বিষয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ এর ফলে রাজ্যের বহু মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে ৷ কেন্দ্রে বিজেপি সরকার রাজ্য সরকারকে ভাতে মারার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন:

1. ভিন রাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত আরও এক

2. সিকিমে কাজে গিয়ে নিখোঁজ 3 পরিযায়ী শ্রমিক

3. পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.