ETV Bharat / state

Migrant Worker Died: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের - মৃত্যু পরিযায়ী শ্রমিকের

ফের রাজ্য়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের ৷ কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে জামাল শেখ নামে ওই পরিযায়ী শ্রমিকের ৷ কাজের সময় একটি উঁচু বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ বিস্তারিত ঘটনাটি পড়ুন প্রতিবেদনটিতে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 10:55 PM IST

পরিয়ায়ী শ্রমিকের মৃত্যু

গঙ্গাসাগর, 6 সেপ্টেম্বর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের । মৃত ওই শ্রমিকের নাম জামাল শেখ (38) ৷ তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকার বাসিন্দা । জামালের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমেছে পরিবারে। কেরলে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷ বুধবার শ্রমিকের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ৷

জানা গিয়েছে, 9 মাস আগে কেরলের এক ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জামাল । মঙ্গলবার কাজ করার সময় অবসাবধানতা উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন জামাল। মাথায় গুরুতর আঘাত লাগে ৷ তার সহকর্মীরা তড়িঘড়ি জামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনা প্রসঙ্গেই মৃত শ্রমিকের পরিবারের এক সদস্য শেখ করিম বলেন, "প্রায় 8 থেকে 9 বছর হল পরিবারের হাল ধরতে জামাল বিভিন্ন যায়গায় কাজে যেত। সেইররকমই এইবার 9 মাসের জন্য কেরালাতে কাজে গিয়েছিল ৷ কয়েক মাস পরেই ফিরে আসব বললেও ও আর এল না ৷ এল ওর নিথর দেহ ৷ সংসারের একমাত্র রোজগারে ছিল এই জামাল। গতকাল খবর পাওয়ার পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে আমাদের।" পরিবারের পক্ষ থেকে জামালের দেহ আনার জন্য ইতিমধ্যেই পরিবারের সদস্যরা কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।

আরও পড়ছে: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল সরকারি বাস, পিষ্ট হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

বারবার ভিনরাজ্য়ে কাজে গিয়ে পরিয়ায়ী শ্রমিকের মৃত্যু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের শ্রমিকদের কঙ্কালসার দশা ৷ কয়েকমাস আগেই করমণ্ডল এক্সপ্রসের দুর্ঘটনা মৃত্যু হয়েছিল কয়েকশ পরিযায়ী শ্রমিকের ৷ সেই ঘটনার রেশ এখনও কাটেনি ৷ রাজ্যবাসীর মন এখনও করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃ্তি টাটকা ৷ তারমধ্যেই মিজোরামে মৃত্যু হয়েছে প্রায় 18 জন পরিযায়ী শ্রমিকের ৷ বারংবার শ্রমিক মৃত্যুর ঘটনা রাজ্যের কর্ম সংস্থানের বেহাল দশাকতে যেন আরও প্রকট করছে ৷

পরিয়ায়ী শ্রমিকের মৃত্যু

গঙ্গাসাগর, 6 সেপ্টেম্বর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের । মৃত ওই শ্রমিকের নাম জামাল শেখ (38) ৷ তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকার বাসিন্দা । জামালের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমেছে পরিবারে। কেরলে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷ বুধবার শ্রমিকের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ৷

জানা গিয়েছে, 9 মাস আগে কেরলের এক ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জামাল । মঙ্গলবার কাজ করার সময় অবসাবধানতা উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন জামাল। মাথায় গুরুতর আঘাত লাগে ৷ তার সহকর্মীরা তড়িঘড়ি জামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনা প্রসঙ্গেই মৃত শ্রমিকের পরিবারের এক সদস্য শেখ করিম বলেন, "প্রায় 8 থেকে 9 বছর হল পরিবারের হাল ধরতে জামাল বিভিন্ন যায়গায় কাজে যেত। সেইররকমই এইবার 9 মাসের জন্য কেরালাতে কাজে গিয়েছিল ৷ কয়েক মাস পরেই ফিরে আসব বললেও ও আর এল না ৷ এল ওর নিথর দেহ ৷ সংসারের একমাত্র রোজগারে ছিল এই জামাল। গতকাল খবর পাওয়ার পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে আমাদের।" পরিবারের পক্ষ থেকে জামালের দেহ আনার জন্য ইতিমধ্যেই পরিবারের সদস্যরা কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।

আরও পড়ছে: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল সরকারি বাস, পিষ্ট হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

বারবার ভিনরাজ্য়ে কাজে গিয়ে পরিয়ায়ী শ্রমিকের মৃত্যু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের শ্রমিকদের কঙ্কালসার দশা ৷ কয়েকমাস আগেই করমণ্ডল এক্সপ্রসের দুর্ঘটনা মৃত্যু হয়েছিল কয়েকশ পরিযায়ী শ্রমিকের ৷ সেই ঘটনার রেশ এখনও কাটেনি ৷ রাজ্যবাসীর মন এখনও করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃ্তি টাটকা ৷ তারমধ্যেই মিজোরামে মৃত্যু হয়েছে প্রায় 18 জন পরিযায়ী শ্রমিকের ৷ বারংবার শ্রমিক মৃত্যুর ঘটনা রাজ্যের কর্ম সংস্থানের বেহাল দশাকতে যেন আরও প্রকট করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.