ETV Bharat / state

Student Returns From India: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন জয়নগরের ডাক্তারি পড়ুয়া - Returning Home From War-Torn Ukraine

ভারত সরকারের ‘অপারেশন গঙ্গা’য় দেশে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা । অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মজিলপুরের চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া বিলকিস পারভিন (Returning Home From War-Torn Ukraine) । 2019 সালে কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে যান তিনি।

Mbbs Student Return To India
ইউক্রেন থেকে বাড়ি ফিরল জয়নগরের ডাক্তারি পড়ুয়া
author img

By

Published : Mar 7, 2022, 7:36 PM IST

জয়নগর, 7 মার্চ: অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়িতে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মজিলপুরের ডাক্তারির পড়ুয়া বিলকিস পারভিন । ২০১৯ সালে ডাক্তারি পড়তে কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে যান তিনি । চতুর্থবর্ষের পড়ুয়া ছিলেন বিলকিস। ভারত সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের দেশের মাটিতে ফেরানোর জন্য শুরু হয় ‘অপারেশন গঙ্গা’। এর মাধ্যমে বহু ভারতীয় ছাত্রছাত্রীকে দেশের মাটিতে ফেরানো হয়েছে (Returning Home From War-Torn Ukraine)। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন এখনও কিছু ভারতীয় ছাত্র-ছাত্রী । তাঁদের দ্রুত দেশের মাটিতে ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্র সরকার।

আরও পড়ুন: Student Returns from Ukraine : ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন সৌরভ, আনন্দাশ্রু মা-বাবার

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সোমবার জয়নগরের বাড়িতে ফিরলেন মজিলপুরের ডাক্তারির পড়ুয়া বিলকিস পারভিন । পরিবারের সদস্যদের কাছে ফিরলেও আতঙ্ক তাঁর চোখে মুখে । প্রাণে বেঁচে ফিরলেও ডিগ্রি কিভাবে শেষ করবেন তা নিয়ে উৎকণ্ঠায় তিনি । চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া বিলকিস পারভিন সরকারি সাহায্যে বাকি পড়াশোনা শেষ করতে চান। সরকারের কাছে ইতিমধ্যে সেই আবেদনও জানিয়ছেন । এপ্রসঙ্গে বিলকিস পারভিন বলেন, "কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে আমার চতুর্থ বর্ষ চলছে ৷ আর বাকি ছিল মাত্র দু'বছর । কিন্তু যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আমার মনে হয় না আর ইউক্রেনে পড়াশোনার মত পরিবেশ থাকবে । তবে আমার ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি । ভারত সরকার ও রাজ্য সরকারের নিকট আবেদন, আমাদের মতো হাজার হাজার পড়ুয়াদের স্বপ্নপূরণের ব্যবস্থা করে দিক ।"

পরিবারের সদস্যরা জানান, যখন থেকে ইউক্রেনের রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই তাঁরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। চিন্তায় দু‘ চোখের পাতা এক করতে পারেননি। ঘরের মেয়ে ঘরে ফেরায় অবশেষে স্বস্তি ৷ বিলকিস জানান, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে আরও তৎপর হোক ভারত সরকার ।

জয়নগর, 7 মার্চ: অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়িতে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মজিলপুরের ডাক্তারির পড়ুয়া বিলকিস পারভিন । ২০১৯ সালে ডাক্তারি পড়তে কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে যান তিনি । চতুর্থবর্ষের পড়ুয়া ছিলেন বিলকিস। ভারত সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের দেশের মাটিতে ফেরানোর জন্য শুরু হয় ‘অপারেশন গঙ্গা’। এর মাধ্যমে বহু ভারতীয় ছাত্রছাত্রীকে দেশের মাটিতে ফেরানো হয়েছে (Returning Home From War-Torn Ukraine)। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন এখনও কিছু ভারতীয় ছাত্র-ছাত্রী । তাঁদের দ্রুত দেশের মাটিতে ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্র সরকার।

আরও পড়ুন: Student Returns from Ukraine : ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন সৌরভ, আনন্দাশ্রু মা-বাবার

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সোমবার জয়নগরের বাড়িতে ফিরলেন মজিলপুরের ডাক্তারির পড়ুয়া বিলকিস পারভিন । পরিবারের সদস্যদের কাছে ফিরলেও আতঙ্ক তাঁর চোখে মুখে । প্রাণে বেঁচে ফিরলেও ডিগ্রি কিভাবে শেষ করবেন তা নিয়ে উৎকণ্ঠায় তিনি । চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া বিলকিস পারভিন সরকারি সাহায্যে বাকি পড়াশোনা শেষ করতে চান। সরকারের কাছে ইতিমধ্যে সেই আবেদনও জানিয়ছেন । এপ্রসঙ্গে বিলকিস পারভিন বলেন, "কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে আমার চতুর্থ বর্ষ চলছে ৷ আর বাকি ছিল মাত্র দু'বছর । কিন্তু যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আমার মনে হয় না আর ইউক্রেনে পড়াশোনার মত পরিবেশ থাকবে । তবে আমার ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি । ভারত সরকার ও রাজ্য সরকারের নিকট আবেদন, আমাদের মতো হাজার হাজার পড়ুয়াদের স্বপ্নপূরণের ব্যবস্থা করে দিক ।"

পরিবারের সদস্যরা জানান, যখন থেকে ইউক্রেনের রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই তাঁরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। চিন্তায় দু‘ চোখের পাতা এক করতে পারেননি। ঘরের মেয়ে ঘরে ফেরায় অবশেষে স্বস্তি ৷ বিলকিস জানান, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে আরও তৎপর হোক ভারত সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.