ETV Bharat / state

Mousuni Island : প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে পর্যটকদের অপেক্ষায় মৌসুনি দ্বীপ - mousuni island tourism

একাধিক ঘূর্ণিঝড়ে বারবার বিধ্বস্ত হয়েছে মৌসুনি দ্বীপ (Mousuni Island) ৷ তবুও হার মানতে নারাজ সে ৷ পর্যটকদের স্বাগত জানাতে একটু একটু করে সেজে উঠছে মৌসুনি ৷ করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে যদি একান্তে নির্জন সমুদ্র উপভোগ করতে চান, তবে আপনার গন্তব্য হতেই পারে সুন্দরবনের এই বিচ্ছিন্ন দ্বীপ ৷

মৌসুনি
মৌসুনি
author img

By

Published : Nov 21, 2021, 2:59 PM IST

মৌসুনি দ্বীপ, 21 নভেম্বর : একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ৷ বুলবুল, আমফান, ইয়াসের মতো দুর্যোগ বারবার আঘাত হেনেছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনিতেও । স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও চাষের জমির পাশপাশি নষ্ট হয়েছে এই দ্বীপের পর্যটন ব্যবসা ৷ বড় দুর্যোগ ছাড়াও প্রতি পূর্ণিমা ও অমাবস্যার কটালে প্লাবিত হয় উপকূলীয় এলাকাগুলি । ফলে বারবার ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসা ।

এখানকার পর্যটন ব্যবসা গড়ে উঠেছে কতগুলি কটেজ ও রিসর্টকে কেন্দ্র করে ৷ এর উপরেই তাদের জীবিকা নির্ভর করে ৷ ছোট দোকান থেকে শুরু করে অটো চালকদের আয়ের উৎস এই পর্যটন ।

প্রাকৃতিক বিপর্যয় ও করোনার জেরে টানা 15 মাস বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হতে চলেছে মৌসুনি দ্বীপের পর্যটন । পুজো থেকেই অল্পস্বল্প করে পর্যটকদের আনাগোনা বাড়ছে ৷ তবে শীত পড়তে শুরু করায় এবার ভিড় বাড়বে বলে আশায় বুক বাঁধছেন এখানকার ব্যবসায়ীরা ৷

আরও পড়ুন : Digha tourism : দিঘায় যাবেন ? থাকতে হবে টিকাকরণের শংসাপত্র কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট

নতুন করে সাজছে মৌসুনি (Mousuni Island) ৷ কটেজগুলিতে পড়ছে নতুন রঙের পোচ ৷ চলছে সংস্কারের কাজ ৷ সকলের আশা, করোনাকালে ভ্রমণপিপাসু বাঙালি নির্জন সমুদ্র সৈকত হিসেবে মৌসুনিকেই বেছে নেবেন ৷ ভিড় জমাবেন চিনাই, মুড়িগঙ্গা, বটতলা নদী ও চারিদিক সমুদ্রে ঘেরা নির্জন এই দ্বীপে । দ্বীপের সল্টঘেরিতে 2017 সালে হাতেগোনা কয়েকটি কটেজ দিয়ে শুরু হয় এখানকার পর্যটন ব্যবসা । প্রথম দিকে পর্যটকের দেখা তেমন না মিললেও ধীরে ধীরে জায়গাটি পরিচিতি পায় । সল্টঘেরির ঝাউয়ের জঙ্গলের নির্জন এই পরিবেশে পাখির কলতান শুনে, সমুদ্রের ঢেউ দেখতে এখানে ছুটি কাটাতে পছন্দ করেন অনেকেই ।

প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে পর্যটকদের অপেক্ষায় মৌসুনি দ্বীপ
মৌসুনি দ্বীপের এক কটেজ মালিক তপন মণ্ডল জানান, করোনা বিধির কথা মাথায় রেখে সমস্ত নিয়ম মেনেই ফের চালু হয়েছে এখানকার পর্যটন ব্যবসা । এই দ্বীপের অধিকাংশ মানুষের জীবিকা এই ব্যবসাকে ঘিরেই । পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই অনেকেই কাজে যোগ দিয়েছেন । পর্যটকরা নামখানার 10 মাইল মোড়ে নেমে ছোট গাড়িতে করে পৌঁছে যাবেন পাতিবুনিয়া ঘাটে । সেখান থেকে চিনাই নদী পার হয়ে আবার ঘাটে উঠে সেখান থেকে টোটোয় বসার আগে থার্মাল গানের সাহায্যে প্রত্যেকের দেহের তাপমাত্রা মাপার পরেই কটেজে ঢোকার অনুমতি মিলবে । স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকছে । কটেজের মধ্যেও শারীরিক দূরত্ব বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Bhatra Beel : মালদাবাসীর নয়া সপ্তাহান্তের ছুটির ঠিকানা মিনি দিঘা

মৌসুনি দ্বীপ, 21 নভেম্বর : একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ৷ বুলবুল, আমফান, ইয়াসের মতো দুর্যোগ বারবার আঘাত হেনেছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনিতেও । স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও চাষের জমির পাশপাশি নষ্ট হয়েছে এই দ্বীপের পর্যটন ব্যবসা ৷ বড় দুর্যোগ ছাড়াও প্রতি পূর্ণিমা ও অমাবস্যার কটালে প্লাবিত হয় উপকূলীয় এলাকাগুলি । ফলে বারবার ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসা ।

এখানকার পর্যটন ব্যবসা গড়ে উঠেছে কতগুলি কটেজ ও রিসর্টকে কেন্দ্র করে ৷ এর উপরেই তাদের জীবিকা নির্ভর করে ৷ ছোট দোকান থেকে শুরু করে অটো চালকদের আয়ের উৎস এই পর্যটন ।

প্রাকৃতিক বিপর্যয় ও করোনার জেরে টানা 15 মাস বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হতে চলেছে মৌসুনি দ্বীপের পর্যটন । পুজো থেকেই অল্পস্বল্প করে পর্যটকদের আনাগোনা বাড়ছে ৷ তবে শীত পড়তে শুরু করায় এবার ভিড় বাড়বে বলে আশায় বুক বাঁধছেন এখানকার ব্যবসায়ীরা ৷

আরও পড়ুন : Digha tourism : দিঘায় যাবেন ? থাকতে হবে টিকাকরণের শংসাপত্র কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট

নতুন করে সাজছে মৌসুনি (Mousuni Island) ৷ কটেজগুলিতে পড়ছে নতুন রঙের পোচ ৷ চলছে সংস্কারের কাজ ৷ সকলের আশা, করোনাকালে ভ্রমণপিপাসু বাঙালি নির্জন সমুদ্র সৈকত হিসেবে মৌসুনিকেই বেছে নেবেন ৷ ভিড় জমাবেন চিনাই, মুড়িগঙ্গা, বটতলা নদী ও চারিদিক সমুদ্রে ঘেরা নির্জন এই দ্বীপে । দ্বীপের সল্টঘেরিতে 2017 সালে হাতেগোনা কয়েকটি কটেজ দিয়ে শুরু হয় এখানকার পর্যটন ব্যবসা । প্রথম দিকে পর্যটকের দেখা তেমন না মিললেও ধীরে ধীরে জায়গাটি পরিচিতি পায় । সল্টঘেরির ঝাউয়ের জঙ্গলের নির্জন এই পরিবেশে পাখির কলতান শুনে, সমুদ্রের ঢেউ দেখতে এখানে ছুটি কাটাতে পছন্দ করেন অনেকেই ।

প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে পর্যটকদের অপেক্ষায় মৌসুনি দ্বীপ
মৌসুনি দ্বীপের এক কটেজ মালিক তপন মণ্ডল জানান, করোনা বিধির কথা মাথায় রেখে সমস্ত নিয়ম মেনেই ফের চালু হয়েছে এখানকার পর্যটন ব্যবসা । এই দ্বীপের অধিকাংশ মানুষের জীবিকা এই ব্যবসাকে ঘিরেই । পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই অনেকেই কাজে যোগ দিয়েছেন । পর্যটকরা নামখানার 10 মাইল মোড়ে নেমে ছোট গাড়িতে করে পৌঁছে যাবেন পাতিবুনিয়া ঘাটে । সেখান থেকে চিনাই নদী পার হয়ে আবার ঘাটে উঠে সেখান থেকে টোটোয় বসার আগে থার্মাল গানের সাহায্যে প্রত্যেকের দেহের তাপমাত্রা মাপার পরেই কটেজে ঢোকার অনুমতি মিলবে । স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকছে । কটেজের মধ্যেও শারীরিক দূরত্ব বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Bhatra Beel : মালদাবাসীর নয়া সপ্তাহান্তের ছুটির ঠিকানা মিনি দিঘা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.