ETV Bharat / state

মেধা তালিকায় থাকবেই, নিশ্চিত ছিলেন দ্বিতীয় স্থানাধিকারী মাসুমের শিক্ষকরা - HS

উচ্চমাধ্যমিকে তীয়স্থান হয়েছে সুন্দরবন মহম্মদ মাসুম আখতার । তার প্রাপ্ত নম্বর 496।

মাসুম আখতার
author img

By

Published : May 27, 2019, 11:40 AM IST

Updated : May 27, 2019, 12:16 PM IST

সুন্দরবন, 27 মে : মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । উচ্চমাধ্যমিকে দু'ধাপ এগিয়ে দ্বিতীয়স্থান অধিকার করেছে সুন্দরবন মহম্মদ মাসুম আখতার । তার প্রাপ্ত নম্বর 496 । সে সুন্দরবন আদর্শ বিদ্যালয়ের ছাত্র ।

মাসুমের স্কুলের প্রধানশিক্ষক বলেন, মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । আমরা জানতাম ও স্ট্যান্ড করবেই । এটা আমাদের সকলের সাফল্য । আমরা খুব খুশি । আশা করব ভবিষ্যতেও ও এভাবেই স্কুলকে গর্বিত করবে ।"

স্কুলের প্রধানশিক্ষকের বক্তব্য

সুন্দরবন, 27 মে : মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । উচ্চমাধ্যমিকে দু'ধাপ এগিয়ে দ্বিতীয়স্থান অধিকার করেছে সুন্দরবন মহম্মদ মাসুম আখতার । তার প্রাপ্ত নম্বর 496 । সে সুন্দরবন আদর্শ বিদ্যালয়ের ছাত্র ।

মাসুমের স্কুলের প্রধানশিক্ষক বলেন, মাধ্যমিকে চতুর্থ হয়েছিল । আমরা জানতাম ও স্ট্যান্ড করবেই । এটা আমাদের সকলের সাফল্য । আমরা খুব খুশি । আশা করব ভবিষ্যতেও ও এভাবেই স্কুলকে গর্বিত করবে ।"

স্কুলের প্রধানশিক্ষকের বক্তব্য
Intro:মহম্মদ মাসুম আখতার সুন্দরবন আদর্শ বিদ্যালয় এর ছাত্র। এবার যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে।Body:2017 সালে মাধ্যমিক পরীক্ষায় এই মাসুম আক্তার রাজ্যের মধ্যে চতুর্থ স্থান লাভ করেছিলConclusion:কপি একটু পরে দিচ্ছি বড় করে
Last Updated : May 27, 2019, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.